পুরুষ মানুষ!😅💔

outdoors-4551688_1920.jpg

Source

আমি অনেক মেয়ে মানুষকে শুনতে দেখেছি এবং নিজের কানে অনেকবার অভিজ্ঞতা হয়েছে যে, অনেক মেয়েরাই বলে থাকে যে পুরুষের জীবনটা অনেক সহজ হয়। তাদের একটা স্বাধীনতা রয়েছে যেটা আসলে মেয়ে মানুষরা সাধারণত এশিয়া মহাদেশের দেশগুলোতে খুব একটা বেশি পায় না। তবে এখানে আমার কিছু দ্বিমত আছে। কারণ ছেলেদের জীবনটাও এতটা সহজ নয়। আমি এটাও মানছি প্রত্যেকটা মানুষের জীবনে চ্যালেঞ্জিং এ ভরপুর এবং সেসব চ্যালেঞ্জের মধ্যে, পারিবারিক বাধা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার জর্জরিত হতে হয়। সেসব সমস্যা গুলো ফেস করতে হয় কিন্তু তার মানে এই নয় যে কারো জীবন সহজ এবং কারো জীবন কঠিন। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সমান সমান চ্যালেঞ্জিং এর মোকাবেলা করতে হয়।

আজ থেকে ২০ বছর আগেও অনেক ধরনের খবর কিংবা বিভিন্ন ধরনের নিউজে আমরা বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারতাম। তখন হয়তো মেয়ে মানুষ একটু পিছিয়ে ছিল এবং একটু অবহেলিত ছিল। এই বিষয়টা আমিও মনে প্রাণে বিশ্বাস করি এবং সেটার জন্যও অনেকটা দুঃখ প্রকাশ করি। কিন্তু বর্তমানে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। মেয়েরা অনেক আধুনিক হয়েছে এবং তাদের অধিকার নিয়ে তারা কথা বলতে জানে। কিন্তু কিছু কিছু মেয়েরা এই বিষয়টাকে এমন ভাবে জড়িয়ে ফেলে যার কারণে হয়তো পুরুষ মানুষের কোন দাম নেই, এই বিষয়টা তারা প্রকাশ করতে চায় না। আমি সব মেয়েদের কথা বলছি না শুধুমাত্র কিছু এক শ্রেণীর মেয়ের কথা বলছি যারা সবসময় ছেলেদের এবং মেয়েদেরকে কম্পেয়ার করতে চায়।

একটা ছেলে জন্ম হওয়ার পর থেকেই তার এটা শুনতে হয় যে পরিবারের দায়িত্ব তার কাঁধে তুলে নিতে হবে, তাকে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতে হবে। ব্যর্থ হওয়ার কোন সুযোগই নেই তার কাছে। কিন্তু অপরদিকে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি একটি মেয়ে পূর্ণবয়স্ক হলে তাকে বিয়ে দেওয়া হয় এবং তার দায়িত্ব অন্য কোন পুরুষের কাছে যায় কিন্তু এর পরে যখন সেই বউ এবং শাশুড়ির মধ্যে যখন ঝগড়া বিবাদ কিংবা বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা দেখা দেয় সেই সব কিছু কিন্তু সেই পুরুষটাকে ফেস করতে হয়। এই বিষয়গুলো যদি কোন নারী ভালোভাবে অনুধাবন করতে পারতো তখন কিন্তু তারা এভাবে করে পুরুষের জীবন কিংবা মহিলাদের জীবন এই বিষয়টা কম্পেয়ার করতে পারত না। কারণ প্রত্যেকটি জীবনেই রয়েছে চ্যালেঞ্জিং এবং বিভিন্ন ধরনের সমস্যার জর্জরিত। আপনারা কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 92354.20
ETH 1767.25
USDT 1.00
SBD 0.86