জন্ম দিলেই মা হওয়া যায় না
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম আপনাদের সাথে এমন একটি লেখা শেয়ার করি।যে লেখাটির পক্ষে বা বিপক্ষে অনেক মত বা দ্বিমত রয়েছে।যে মতামত গুলো হয়তো কখনো ঠিক আবার হয়তো বা কখনো ভুল।এমনটা নয় যে আমি নিজেই সবসময় ভালোটাই বলি কিংবা ঠিকটাই বলি।অর্থাৎ আবার ও ভুল হতে পারি কিংবা আমিও মাঝেমধ্যে ভুল বলতে পারি। তাই আমার ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। কারণ আমার আসলে মাঝেমধ্যে এমন হয় যে, অনেক সময় অনেক কিছু বলতে চাই। কিন্তু হিতে বিপরীত হয়ে যায় কিংবা হয়তো সেভাবে উপস্থাপন করতে পারি না। তাই অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যেগুলো আসলে আমি সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি।
জন্ম দিলে মা হওয়া যায় না এটা কিন্তু আমার কথা নয়। অর্থাৎ এটা বেশ অনেক আগে থেকেই কথাটি চলে আসছে এবং এই কথাটির সত্যতা কতোটুকু সেটা নিয়ে আজকে কথা বলতে এসেছি। অর্থাৎ আমার মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি আর আমার মতে আমি মনে করি এই কথাটি সত্যতা একেবারে ১০০% সঠিক।
কারণ জন্ম দেওয়া মানে যদি মা হওয়া যেতো তাহলে পৃথিবীতে কোনো খারাপ মা থাকতো না। কিন্তু একটু ভালো করে বিবেচনা করে দেখবেন যে, আমাদের চারপাশে খারাপ মা কিংবা খারাপ মানুষের কিন্তু কোনো কমতি নেই। কারণ মাঝেমধ্যেই নিউজ এ দেখবেন যে, অনেক সময় অনেক নিউজ এভাবে পাবলিশ হয় যে কোনো একটি জায়গায় ছোট বাচ্চার লাশ পাওয়া গেলো কিংবা কোনো একটি ছোট বাচ্চাকে রেখে তার মা চলে গেল। অর্থাৎ হতে পারে এগুলো উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি না। কারণ এক্সেপশনাল কেস কখনো উদাহরণ হতে পারে না। কিন্তু আমি যখন সকলকে নিয়ে কথা বলবো। তখন কিন্তু সকলের কথাই বলা উচিত। তাই শুধুমাত্র মা বলেই কিন্তু সব সময় সফট কর্ণার কাজ করতেই হবে এমনটা নয়।মা অনেক মধুর এবং সম্মানের একটি জায়গা। এমনকি প্রতিটি ধর্মে মায়ের অবস্থান রাখা হয়েছে সর্বোচ্চে। তাই মা অবশ্যই স্পেশাল। কিন্তু আমি মনে করি আইনের চোখে সকলে সমান হওয়া উচিত।