যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ
আগের কথা ঠিক তেমনভাবে বলতে পারব না কারণ তখন সমাজের এসব চিত্র আমি কখনোই দেখিনি। তবে বর্তমান সমাজে আমি যেসব পরিস্থিতি দেখছি এদের মধ্যে সবথেকে বড় যেই সমস্যাটি সেটা হচ্ছে নেশাদ্রব্য কিংবা সিগারেট মদ। এসব কিছুই আমাদের এই যুবসমাজ ধ্বংসের একমাত্র কারণ এবং চাবিকাঠি বলে আমি মনে করছি। যে সময়ে আমাদের নিজের ভবিষ্যৎ গড়ে তোলার কথা সেই সময়ে যদি কোন ব্যক্তি এসব নেশাদ্রব্যপূর্ণ আসক্ত হয়ে যায় তাহলে জীবনে বেঁচে থাকা এবং সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেক করে কষ্টকর একটি বিষয় হয়ে দ্বাড়ায়।
কোন ধর্মেই এই নেশাদ্রব্য গ্রহন করার অনুমতি দেয় না। আমি যতদূর জানি কারণ আমাদের ইসলাম ধর্ম এসব কিছুই একেবারেই হারাম এবং নিষাদ্ধ। যদি আপনি একবার নেশাদ্রব্য গ্রহণ করেন তাহলে ৪০ দিন পর্যন্ত আপনার আমার কোন এবাদত আল্লাহতালার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে চিন্তা করে দেখুন কতটা বিধি নিষেধ রয়েছে এসব বিষয়ে। এসবের শুরু হয় সাধারণত বন্ধু-বান্ধব থেকে। যেসব বন্ধুবান্ধবরা নেশাদ্রব্য গ্রহণ করে তাদের মাধ্যমে একটু একটু করে অন্যদেরকেও আকর্ষণ করে এবং তারাও সেখানে কর্ষিত হয়ে সেসব গ্রহণ করা শুরু করে। এভাবে করেই একটি ভালো সমাজ আস্তে আস্তে নষ্টের দিকে চলে যায়।
বর্তমানে যুব সমাজ এমন হয়ে গেছে ওরা কাউকে তোয়াক্কা করে না কিংবা কারো দিকে ভালোভাবে নজরও দেয় না। তাদের আশেপাশে কে রয়েছে কোন মুরুব্বী রয়েছে কিনা এভাবে করেই একে অপরের থেকে দূরত্ব সৃষ্টি হয় এবং সমাজে একজন খারাপ মানুষ হিসেবে পরিচিত লাভ করতে থাকে। এভাবে করে যখন তাদের ক্যারিয়ারের প্রথম দিকটাই নষ্ট হয়ে যায় তাদের থেকে ভালো কিছু আশা করাটা আমাদের সবার ক্ষেত্রেই বোকামি বলে মনে করি। আপনারা কি মনে করেন এ বিষয়ে! অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আমার কাছে মনে হয় বিশ্বের প্রত্যেকটি ধর্মেই নেশাদ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে। এটা সত্যি যে, বর্তমান যুবসমাজের অধঃপতনের একটি কারণ হচ্ছে নেশাদ্রব্য গ্রহণ। আর এটা প্রাথমিকভাবে বন্ধু-বান্ধবের মাধ্যমেই সবাই শুরু করে। তাই সবাইকে সতর্ক হওয়া উচিত। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।