পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ 💔

father-551921_1920.jpg

Source

পৃথিবীতে অনেক ধরনের কাজ রয়েছে। কিছু কিছু কাজ শারীরিক শক্তি দ্বারা করতে হয়, কিছু কিছু কাজ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে করতে হয়। আবার কিছু কিছু কাজ রয়েছে সবাই করতে পারে কিন্তু সেই কাজটা করার জন্য বুকে এবং মনের মধ্যে প্রচন্ড সাহস এবং একটি ভালোবাসার টান থাকা দরকার। যে বিষয়টা হয়তো জীবনে একবারও আমরা অনেকেই করতে পারি না। সেই কঠিনতম কাজটি হলো কি জানেন? সেই বিষয়টি হচ্ছে নিজের মা এবং বাবাকে জড়িয়ে ধরে বলতে পারা যে মা এবং বাবা তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার কাছে পৃথিবীর সবথেকে কঠিন কাজ এটাই বলে মনে হয়।

আমার এখনো স্পষ্ট ভাবে মনে আছে আমি আমার বাবাকে সর্বপ্রথম জড়িয়ে ধরে ছিলাম ২০১৫ সালের জুন মাসে। সেই সময়টা আমার জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত আমি গ্রহণ করেছিলাম নীলফামারী ছেড়ে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হই। সবার কাছে যখন বিদায় নিচ্ছিলাম তখন আমি সর্বপ্রথম আমার বাবাকে জড়িয়ে ধরেছিলাম মাকেও জড়িয়ে ধরেছিলাম। সেই অনুভূতিটা সত্যি ভাষায় সেটা প্রকাশ করার মতো নয়। এতটাই শান্তি পেয়েছিলাম এরপর থেকে কখনোই আর মা-বাবাকে সেভাবে জড়িয়ে ধরে বলা হয়নি মা এবং বাবা তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি।

সে সবকিছু পরে প্রায় ১০ টি বছর অতিক্রম হয়ে গেছে। এর মাঝখানে অনেকবার চেষ্টা করেছিলাম নিজের মা-বাবাকে জড়িয়ে ধরিয়ে সেই বিষয়টা আবারও বলব। কিন্তু বিশ্বাস করুন সেই সাহস কিংবা শক্তি জোগাতে পারিনি। প্রত্যেকবারেই ব্যর্থ হয়েছি। যদিও আমার মা-বাবার সাথে আমি অনেকটা ফ্রেন্ডলি তবে কেন জানি সেই বিষয়টা খুব একটা বেশি করে উঠতে পারিনা। যদিও কিছুদিন পরে নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছি আমার ইচ্ছে রয়েছেন সেই জীবনে পদার্পণ করার আগে অবশ্যই মা এবং বাবাকে ছড়িয়ে ধরে অবশ্যই বলব, মা বাবা তোমাদের অনেক ভালোবাসি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.031
BTC 83876.21
ETH 1597.61
USDT 1.00
SBD 0.78