দ্বায়িত্ববোধ
প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু দায়িত্ববোধ রয়েছে, কিছু কর্তব্য রয়েছে। সেসব দায়িত্ব এবং কর্তব্য গুলো যদি আপনি পালন করতে ব্যর্থ হন তাহলে সমাজ আপনাকে কাপুরুষতার একটি সিলমোহর লাগিয়ে দেয়। যেটা আসলে বর্তমান সমাজের একটি কমন একটি বিষয়। যেমনটা একটি ছেলে জন্ম হওয়ার পর থেকেই তার একটি দায়িত্ববোধ কিংবা কর্তব্য তার কাঁধে সবসময় থাকে। সেই ছেলেটা বড় হবে এবং নিজের পরিবারের হাল ধরবে। এটা বর্তমানে সমাজের চিত্র কিন্তু এই বিষয়টা সত্য হওয়ার পরেও তার কাঁধে মাঝে মাঝে দায়িত্ব থেকে বেশি দায়িত্ব তাকে চাপিয়ে দেওয়া হয়।
কিন্তু আপর দিকে এটা মেয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। এখনো আমাদের এই সমাজের এই পার্থক্য রয়েছে যতই মেয়েরা এডভান্স হোক না কেন যতই মেয়েরা নিজেদের কে পুরুষের সমান মনে করুক না কেন, কিন্তু আমাদের ইসলাম ধর্মে পুরুষের থেকে তিনগুণ বেশি মহিলাদের সম্মান এবং অধিকার রয়েছে। যে বিষয়গুলো এখন অনেকে নারীগুলোর সঠিকভাবে বুঝতে পারে না জন্যই তারা সবসময় অধিকার নিয়ে কথা বলে যায়। হোক এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, শুধুমাত্র দায়িত্ববোধের পার্থক্য গুলো একটু বোঝানোর চেষ্টা করছি।
আমার এমন অনেক বন্ধু রয়েছে যারা শুধুমাত্র ক্লাস টেন পাস করে নিজের পরিবারের দায়িত্ব কাধে তুলে নিয়েছে। অপর প্রান্তে আমার বান্ধবীরা যখন দশম শ্রেণী পাস করল তখন তারা কে কোন শাড়ি পড়বে, নখের কোন ধরনের নেল পলিশ ব্যবহার করবে এইসব বিষয়ে মগ্ন ছিল। তাহলে একবার চিন্তা করে দেখুন সেই ছেলেটার মনে এবং তার ব্রেনএ কি চিন্তা ভাবনা চলে এবং একটি মেয়ের মনে এবং তার মস্তিষ্কে কি ধরনের চিন্তাভাবনা করে। এটা শুধুমাত্র একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। সব মেয়ে এবং ছেলেরা যে একই রকম হবে তা কিন্তু নয়। তবে দায়িত্ববোধ সবারই রয়েছে। সবারই কিছু নিজস্ব কর্তব্যবোধ রয়েছে। নিজ নিজ জায়গা থেকে সেগুলো পূরণ করার চেষ্টা করুন এবং নিজের পরিবারকে হ্যাপি রাখার চেষ্টা করুন, ধন্যবাদ সবাইকে।