ভালোবাসি তোমায় প্রিয়..! ❤️🥰🥀
ভালোবাসা এক নজিরবিহীন বিষয়, যেখানে একটি মানুষ আরেকটি মানুষের প্রতি আকর্ষিত হয়। সেই মানুষকে সবসময় ভালো দেখতে চাই, সেই মানুষকে সব সময় কাছে থাকতে চাই, সেই মানুষটি যদি চোখের আড়াল হয় তাহলে বিভিন্ন ধরনের টেনশন হয়। সবমিলিয়ে সেই মানুষটাকে আপন করে নেওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকেই আমি ব্যক্তিগতভাবে ভালোবাসা মনে করি। এই ভালোবাসাটা ব্যক্তি ভেবে আলাদা হতে পারে। কারণ এটা একটি মধুর অনুভব। প্রত্যেকটি মানুষের অনুভূতি আলাদা, কাছে পাওয়ার চাহিদা আলাদা, সেই সাথে সাথে ভালোবাসার সংজ্ঞাও আলাদা।
এইতো কিছুদিন হয়েছে আমার বিয়ে ঠিক হয়েছে। আগামী দুই মাস পরেই হয়তো আমার বিয়ে কিন্তু যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার সাথে ইতিমধ্যেই আমি কয়েকবার কথা বলেছি এবং সবমিলিয়ে আমার কাছে সেই মেয়েটিকে অনেক ভালোলাগা শুরু হয়েছে এবং কোন না কোন এক পর্যায়ে তাকে ভালবাসতে শুরু করেছি। শুধু সেটা মুখ ফুটে এখনো বলতে পারেনি। তবে আমি সবসময় চাই সেই মানুষটা যেন সবসময় ভালো থাকে এবং বিয়ের পর আমার সাথেই যেন সবসময় থাকে, এটাই শুধুমাত্র মন থেকে চাওয়া।
হয়তো মনের মধ্যে অনেক জায়গায় থেকে মন বলে উঠছে তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসাটা এখনো প্রকাশ করতে পারছি না। যদিও আগামী দুই মাস পরেই সে সম্পূর্ণরূপে আমার হয়ে যাবে, তখন হয়তো বিষয়গুলো আদর মধুর হয়ে উঠবে। তবে সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করাটাই এখন একটু বেশি কষ্টকর বিষয় হয়ে যাচ্ছে। কারণ আমি আমার নিজের বউকেই অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার অনুভবটা সত্যি অপূর্ব যার কোন তুলনা হয় না। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।