বিয়ের শপিং
বাসায় এসেছি বেশ কয়েকদিন হলো। আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুধুমাত্র একদিন দেখা হয়েছিল শুধুমাত্র ৫ মিনিটের জন্য। এরপরে আজকেই দেখা হল। আজকে দুই ফ্যামিলির অনেক মানুষই ছিলাম এবং বিয়ে যেহেতু আরো দুই মাস বাকি রয়েছে তারপরও এখন থেকে দুই ফ্যামিলি আস্তে আস্তে বিয়ের শপিং গুলো করে নেওয়ার চেষ্টা করছি। এইতো বউ কি পরবে কোন ধরনের বেনারসি কিংবা কোন কোন পোশাকগুলো লাগবে এই সব কিছু আজকে মুক্ত আলোচনা হলো দুই ফ্যামিলির মাধ্যে।
এই বিষয়গুলো নিয়ে আগে থেকে তেমন কোনো অভিজ্ঞতা নেই এবং এই বিষয়গুলো আমি একেবারেই অনভিজ্ঞ একজন ব্যক্তি। এত কিছু যে লাগে এটা আগে জানতাম না। আজকে যখন লিস্ট গুলো করা হচ্ছিল তখন নিজের কাছেই মনে হচ্ছিল এতকিছু লাগে একটি বিয়ে করার জন্য, হাহাহা। যাই হোক না কেন দুই ফ্যামিলির মতামত অনুযায়ী একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি সবকিছু ঠিকঠাক থাকলেই আগামী ফেব্রুয়ারি মাসেই আমাদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে।
তবে আজ আমার মা তার বউকে বেশ কিছু কেনাকাটাও করে দিয়েছে, বেশ কিছু শপিং করে দিয়েছেন। যেগুলো আসলে তা সে বিয়ের দিনে পড়বে এবং বিয়ের গহনা থেকে শুরু করে সবকিছুই সেটআপ করা হচ্ছে আস্তে আস্তে। সবমিলিয়ে বাসার সবাই অনেক এক্সাইটেড তুই ফ্যামিলির সবাই অনেক খুশি এবং এটাই আমি সবসময় চাই আমি চাই যেন দুই ফ্যামিলি সব সময় হাসিখুশি এবং এক সাথেই চলতে পারি। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
আসলে পারিবারিকভাবে বিয়ে করতে অনেক কিছুই লাগে। কিন্তু নিজে নিজে বিয়ে করে নিলে কিছুই লাগে না হা হা হা। যাইহোক বিয়ের শপিং অনেক আগে থেকে শুরু করেছিলেন বলে খুব ভালো হয়েছে। কারণ তাড়াহুড়া করে শপিং করতে বেশ ঝামেলা লাগে। আপনাদের জন্য শুভকামনা রইলো।