নিজের ছোট ছোট স্বপ্ন পূরণ করুন
ছোট থেকেই প্রত্যেকটি মানুষ যখন বড় হয়। তাদের ব্যক্তিগতভাবে কিছু স্বপ্ন থাকে, কিছু আশা-আকাঙ্ক্ষা কিংবা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য অনুযায়ী তারা সবসময় নিজের কাজগুলোকে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তারপরও বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা সকলেই সেই লক্ষ্য গুলো অর্জন করতে না পারলেও তার কাছাকাছি যেতে পারি আবার কেউ কেউ সেই লক্ষ্যের দ্বারপ্রান্তেও যেতে পারে না। এমত অবস্থায় আমাদের কি করা উচিত? আপনারা কি মনে করেন!
আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি যে সকল মানুষেরা নিজের স্বপ্ন কিংবা নিজের লক্ষ্য নিয়ে সেনসিটিভ, এভাবে কাজ করে তারা এক না একদিন তাদের লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে। কিন্তু এর মাঝে আমাদের দৈনন্দিন রুটিন গুলোকে পরিবর্তন করতে হবে। শুধুমাত্র একঘেয়েমি কাজ করলে সেই কাজ আপনার যতই ভালো লাগুক না কেন সেখানেও একটু বিরক্তিকর ভাব চলে আসবে। যেটা আমাদের সকলের জন্য অত্যন্ত ক্ষতি কর একটি বিষয় হবে বলে আমি মনে করি।
তাই মাঝে মধ্যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেগুলো আপনার মনকে উৎফুল্ল রাখে। যেসব কাজগুলো আপনার মনকে সতেজ করতে পারবে। যেমন আপনার ছোট ছোট ইচ্ছে গুলো, ছোট ছোট স্বপ্নগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে দেখবেন ভেতর থেকে ভালো লাগা কাজ করবে। এবং আপনিও আপনার কাজের প্রতি ভালোভাবে মনোনিবেশ করতে পারেন। আপনারা কি মনে করেন এ বিষয়ে? তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।