যে আদরে রাখে, তার কাছেই আবদার সাজে!🖤✨

sunset-7126126_1920.jpg

Source

কথায় আছে যার সাথে বেশি ঝগড়া হয় সে তাকে তত বেশি ভালোবাসে। কথাগুলো কিন্তু এমনি এমনি আসেনি। বরঞ্চ এই সবকিছু সমাজের একটি বহিঃপ্রকাশ এবং বাস্তব চিত্র। ঠিক তেমনি রাগ কিংবা অভিমান আমরা তার উপরেই করতে পারি যার উপরে আমাদের অঘাত বিশ্বাস রয়েছে, যার উপরে আমাদের ভালোবাসা রয়েছে। আমরা এটাও জানি যে আমরা যদি অভিমান করি তাহলে অভিমান ভাঙ্গানোর জন্য একজন ব্যক্তিটা আছে, যার জন্যই এত কিছু।

আমার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যাদের ভালোবাসা দেখি আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই। এইতো আমারই ক্লাসমেট ছিল নাম হচ্ছে শওকত হোসেন। সে ভালোবেসেই বিয়ে করেছিল। একসময় সে আমার অনেক ভালো বন্ধু ছিল কিন্তু দিনশেষে সময়ের পরিবর্তনে কিংবা সামাজিক দায়িত্ববোধের কারণে হয়তো খুব একটা বেশি যোগাযোগ হয় না। তবে মাঝেমধ্যে কথা হয় আমাদের এবং সেখান থেকেই জানতে পারি তাদের সামাজিক বন্ধন এবং পারিবারিক সব মজার বিষয়গুলো।

আমি একটি বিষয় মনে প্রাণে বিশ্বাস করি, যে সম্পর্কে ঝগড়াঝাঁটি কিংবা অভিমান রাগ এসব থাকে না সেই ভালোবাসা খুব তাড়াতাড়ি ভঙ্গুর অবস্থাই পরিণত হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেই ভালোবাসাটা তিক্ত হয়ে যায়। এর অনেকগুলো ব্যক্তিগত ও ছোট ছোট অভিজ্ঞতা রয়েছে তবে। এখন পর্যন্ত সে অধ্যায় যেতে পারিনি জন্য একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছি না।

আমাদের রাগ অভিমান সবকিছুই তার উপরেই আমরা এপ্লাই করি যে মানুষটা আমাদেরকে ভালোবাসে, যে মানুষটা আমাদের কে নিয়ে চিন্তা ভাবনা করে। সেই মানুষটার উপরেই কিন্তু সব ধরনের অভিযোগ আমরা করি। এর থেকেই বোঝা যায় সেই ভালোবাসার গভীরতা কতটুকু! আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93132.78
ETH 1779.26
USDT 1.00
SBD 0.86