আমাদের দেশের সংবিধান ও প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে একটি চিত্র অঙ্কন //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমাদের দেশের সংবিধান ও প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে একটি চিত্র অঙ্কন করলাম।আজ আমি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুটো ছবি এঁকেছি।তাই আজকে দুটো ছবির মধ্যে একটা ছবি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে ভাগ করে নিলাম।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
আমাদের মাতৃভূমি ভারত দীর্ঘকাল ধরে ব্রিটিশ শাসনের দাস ছিল, যার সময় ভারতীয় জনগণ ব্রিটিশ শাসনের দ্বারা প্রণীত আইন মানতে বাধ্য হয়েছিল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দীর্ঘ সংগ্রামের পর অবশেষে ১৫ আগস্ট ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে। দেশ স্বাধীন হলেও ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৭খ্রিস্টাব্দের১৯ আগস্ট নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার আইনমন্ত্রী ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে পাঁচ জন সদস্যকে নিয়ে একটি সংবিধান খসড়া প্রস্তুত কমিটি গঠিত হয়।প্রায় আড়াই বছর পর ভারত তার সংবিধান বাস্তবায়ন করে এবং নিজেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রায় ২ বছর ১১ মাস এবং ১৮দিন পরে, আমাদের সংবিধান ভারতীয় সংবিধান পাস করেছিল। নিজেকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র হিসেবে ঘোষণার সাথে সাথে, ২৬ জানুয়ারী ভারতের জনগণ প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করেছিল।
প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের তিনটি জাতীয় উৎসবের মধ্যে একটি, এটি সেই দিন যা আমাদের প্রজাতন্ত্রের গুরুত্ব অনুধাবন করে। এই কারণেই সারা দেশে এটি এত উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয়। এর সাথে, এই দিনটিও যখন ভারত তার কৌশলগত শক্তি প্রদর্শন করে, যা কাউকে আতঙ্কিত করার জন্য নয়, বরং একটি বার্তা দিতে যে আমরা নিজেদের রক্ষা করতে সক্ষম। ২৬ জানুয়ারির এই দিনটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক উৎসব, তাই আমাদের উচিত এই উৎসবটি পূর্ণ উৎসাহ এবং শ্রদ্ধার সাথে উদযাপন করা।
ভারত ধর্মনিরপেক্ষ সার্বভৌম দেশ। জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি প্রভৃতি ভারতবাসী মনে করে সদা জাগিয়ে রাখার উদ্দেশ্যে এই দিনটি প্রতি বছর পালন করা হয়।
অংকন পদ্ধতি:
উপকরণ
• একটি সাদা কাগজ
• একটা পেন্সিল
• রবার
• সবুজ রং
• ডিপ সবুজ রং
• কালো রং
• কমলা রং
• খয়েরি রং
• নীল রং
• কালো মার্কার পেন্সিল
প্রথম ধাপ
• প্রথমে একটি সাদা খাতা, কালো রংয়ের মার্কার পেন গেরুয়া রং, সাদা রং,সবুজ রং, নীল রং নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
•তারপরে খাতার চারদিকে মাসকিন টেপ লাগিয়ে কালো রং দিয়ে কিছুটা অংশ রং করে নিলাম।
তৃতীয় ধাপ
• তারপর খয়রি রঙ দিয়ে কালো রঙের নিচে হালকা রং করলাম।
চতুর্থ ধাপ
• এরপর হালকা কমলা কালার দিলাম।
পঞ্চম ধাপ
•তারপর নিচে সবুজ এবং কালো রং করলাম।
ষষ্ঠ ধাপ
• এরপর মার্কার পেন দিয়ে গান্ধীজীর অবয়বটা একে নিলাম।
সপ্তম ধাপ
• এরপর যে অবয়বটা আঁকলাম সেটা ডিপ করে দিলাম।
অষ্টম ধাপ
•এরপর গ্লাস মারকিং পেন্সিল দিয়ে ঘাস এঁকে দিলাম।
নবম ধাপ
• এবার পাশ দিয়ে একটা গাছ এঁকে দিলাম।
দশম ধাপ
•সবার শেষে একটু হালকা সবুজ রং দিয়ে দিলাম।তারপর পাশে আরেকটি গাছে এঁকে পাখি এঁকে নিলাম।
একাদশ ধাপ
•এরপর ইয়ার বাড দিয়ে সাদা রং করলাম
দ্বাদশ ধাপ
•ব্যাস এই ভাবে তৈরি হয়ে গেল প্রজাতন্ত্র দিবসের একটি চিত্র অংকন।
আমার একটি নিজস্বী
আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি বা যেকোনো ধরনের নিপীড়ন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে পারি, তাহলে এটি কেবল আমাদের দেশের সংবিধান এবং প্রজাতন্ত্রীয় প্রকৃতির কারণে সম্ভব। এই কারণেই প্রজাতন্ত্র দিবস আমাদের দেশে একটি জাতীয় উৎসব হিসেবে পালিত হয়।
বেশি কিছু বলব না আপনি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি প্রথমে মনে করেছিলাম এগুলো জল রং দিয়ে এঁকেছেন। পরবর্তীতে দেখছি আসলে তা না এগুলো মোম রং দিয়ে এঁকেছেন। আমার খুবই খুবই ভালো লেগেছে আপনার এই আর্টি।
আপু অসাধারণ হাতের কাজ তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। এত নিখুত ভাবে চ্যাট করা যায় তা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আপনি অনেক সুন্দর করে গান্ধী ছবিটি অংকন করেছেন। আপনার প্রজাতন্ত্রকে হাজার কোটি শ্রদ্ধা জানাই।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে।
ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার আর্টি। আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম কি সুন্দর করে আপনি আর্ট করেছেন। একদম অরজিনিয়াল আর্টিস্টের মত আর্ট করেছেন। আপনার আর্টি দেখে কি বলব বুঝতে পারছি না। সত্যি আপনি প্রশংসনীয় একটি কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
বাহ আপু আপনার তৈরি করা ছবিগুলো যতোও দেখি ততোই প্রেমে পড়ে যাই। আপনি অনেক সুন্দর ভাবে ছবিগুলো তৈরি করেন। তাছাড়া ধাপগুলোও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো আপু
মহাভারতের সংবিধান এবং প্রজাতন্ত্র কে সামনে রেখে আপনি খুব সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করেছেন, সত্যি দারুন ছিল চিত্র অংকনটি দেখে খুবই ভালো লাগছে। আপনার চিত্র অংকন এর প্রতিটি ধাপ আমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। এত সুন্দর একটি চিত্র অংকন ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ইস কি যে ভালো লাগলো পুরোটা 👌। মুগ্ধ হয়ে দেখলাম শুধু। দিদি ছবি গুলো বাঁধিয়ে নিও গো। ঘরে বসে যখন দেখবে বাঁধানো ছবি গুলো,, দেখবে তুমি নিজেই বিশ্বাস করতে পারছো না যে এটা তুমি করেছো 🥰। অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ❤️
তুমি পুরো আমার মনের কথাটাই বললে আমিও সত্যি ভাবতে পারছিলাম না। তোমার জন্যও অনেক ভালবাসা রইল।এভাবেই পাশে থেকো।
একদম মাইন্ড ব্লোয়িং একটি অঙ্কন আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভারতের সংবিধান ও প্রজাতন্ত্র কে সম্মান জানিয়ে আপনি গান্ধীজী, নেতাজি, ও আপনি যে ছবিটি অংকন করেছেন সব মিলিয়ে অসাধারণ হয়েছে। অংকন পদ্ধতি চমকপ্রদ ছিল। সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং বর্ণনা করেছেন। আমিও ভারতের সংবিধান ও প্রজাতন্ত্রকে সম্মান জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সঠিক দিনে সঠিক অঙ্কন।চমৎকার হয়েছে দিদি আপনার অঙ্কনটি👌👌.আমি তো প্রথমে জল রং দিয়ে করা ভেবেছিলাম ।আপনার অঙ্কনের হাত খুবই সুন্দর।দারুণ উপস্থাপনা করেছেন।ধন্যবাদ দিদি।
অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে উৎসাহিত করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
বেশি কিছু বলব না আপনি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি প্রথমে মনে করেছিলাম এগুলো জল রং দিয়ে এঁকেছেন। পরবর্তীতে দেখছি আসলে তা না এগুলো মোম রং দিয়ে এঁকেছেন। আমার খুবই খুবই ভালো লেগেছে আপনার এই আর্টি।
আপনার চিত্রাংকন সত্যিই অনেক প্রশংশনিও। আপনার প্রতিভার প্রশংসা করতেই হয় আপনি অনেক প্রতিভাবান একজন মানুষ। আর আপনার আর্ট এর তো কোন তুলনাই হয়না। অনেক সুন্দর চিত্র আর্ট করতে পারেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট করার জন্য।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে উৎসাহিত করে পাশে থাকার জন্য।