আর্ট পোস্ট -- 💦 " একটি প্রকৃতির পেন্সিল আর্ট " || আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
প্রতিদিনের মতো আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আজ একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আশাকরি আমার আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।
একটি প্রকৃতির পেন্সিল আর্টঃ
আমি আজ শেয়ার করতে চলে এলাম একটি আর্ট পোস্ট।অনেক দিন পর আজ প্রকৃতির একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হলাম।। আশাকরি আমার এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছে তা নিচে তুলে ধরছিঃ
প্রয়োজনীয় উপকরণঃ
১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রাবার
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে সাদা কাগজটিতে আমি একটি ঘর এঁকে নিয়েছি।এরপর পেন্সিলের শেড দিয়ে নিয়েছি।
ধাপ -- ২
এরপর আমি পাশে গাছ এঁকে নিলাম।এরপর পাতা এঁকে নিলাম।
ধাপ -- ৩
গাছের পাতা আঁকার পর দুটি পাখি এঁকে নিলাম।
ধাপ -- ৪
এরপর আমি পেন্সিলের শেড দিয়ে দিলাম।
ধাপ -- ৫
এরপর আমি ছবির নীচে নিজের নামটি লিখে নিলাম।
উপস্থাপনা
পোস্ট বিবরন
বিষয় | আর্ট |
---|---|
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
পেন্সিলের সাহায্যে খুব সাধারণভাবে দারুন একটি আর্ট অঙ্কন করেছেন তো আপু! আমারও আর্ট করতে ভালো লাগে। আমিও বিভিন্ন সময় আর্ট শেয়ার করে থাকি। গত সপ্তাহে একটি পেন্সিল আর্ট আমিও শেয়ার করেছিলাম আমাদের এই কমিউনিটিতে। আপনার আর্টটিতে গাছের উপর পাখি এবং পাখির সুন্দর বাড়ি দেখে বেশ ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Twitter link
আপু আপনার আর্ট করা পেন্সিলের গাছের ঢালে পাখির বাসাটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছেও পেন্সিল দিয়ে এরকম সিম্পল আর্ট অনেক ভালো লাগে। এখন তেমন সময় পাইনা তাই করি না আগে প্রচুর পেন্সিল দিয়ে এরকম ছোট ছোট আর্ট করতাম। এত সুন্দর করে আমাদের মাঝে প্রত্যেকটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
হুম আমাদের উচিত প্রতিনিয়ত পোষ্টের ভিন্নতা এনে। নিজের সৃজনশীলতা প্রকাশ করা। তাই আজকে আপনি একটি প্রকৃতির পেন্সিল আর্ট করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং পাখিগুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো ঘরটি। আপনি চমৎকারভাবে অঙ্কন করেছেন
প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
পেন্সিল দিয়ে এরকম সুন্দর আর্ট করা যায় এটি আমার কখনো জানা ছিল না। আপনার কাছ থেকে এই প্রথম এরকম একটি আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি এই আর্ট তৈরি করে ফেলেছেন। আর এই আর্টের মধ্যে আপনি যে ডিজাইনগুলো দিয়েছেন তা একদমই অসাধারণ হয়েছে যা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
পেনসিল দিয়ে খুবই চমৎকার একটি আর্ট করেছেন আপু। তা পাখির বাসায় কে কে আছে আর। সত্যি দারুণ হয়েছে আর্টটি। খুবই ভালো লাগলো আপনার এই আর্ট দেখে। শুভকামনা রইলো আপু।
পাখির বাসায় আর কেউ নেই ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
পেন্সিল দিয়ে এরকম আর্ট গুলো করলে অনেক বেশি সুন্দর হয়। আপনি অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে প্রকৃতির আর্ট করেছেন। অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সম্পূর্ণটা। গাছটা এবং গাছের পাতা যেমন সুন্দরভাবে অঙ্কন করেছেন, তেমনি পাখি আর পাখির ঘরটাও অনেক সুন্দর ভাবে অঙ্কন করা হয়েছে। আপনার আর্টের হাত কিন্তু সত্যি অনেক দারুন এটা বলতে হয়।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
পেন্সিল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকার একটা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বিশেষ করে গাছের ডালে সুন্দর পাখির বাসা দেখতে পেরে খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
গাছের ডালে পাখির বাসা, বিষয়টি দারুণ।পেন্সিল আর্টগুলি দেখতে ভালো লাগে।তবে আপনার আর্টটি কালার করলে আরো বেশি ভালো লাগতো।ধাপগুলো সুন্দর ছিল,ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ দিদি।
আপনি তো অনেক সুন্দর করে একটি প্রকৃতির পেন্সিল আর্ট করেছেন। পেন্সিলের আর্ট গুলো দেখতে এমনিতে অনেক ভালো লাগে। গাছের ডালে পাখি এবং ঘর আঁকা দেখে অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রাকৃতিক পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রকৃতি আমার খুব ভালো লাগে।তাই চেষ্টা করেছি আরকি। ধন্যবাদ আপু।