আর্টঃঅর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ8 months ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন?এই গরমে সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আজ১১ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জুন ২০২৪ খ্রিষ্টাব্দ।আজ আপনাদের সাথে একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট শেয়ার করবো।

m2.jfif

বন্ধুরা, আবারও নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর তা হচ্ছে সাদা কালো ম্যান্ডালা আর্ট।আমার বেশ ভালো লাগে ম্যান্ডালা আর্ট করতে।তাইতো প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করি। তারই ধারাবাহিকতায় আজ একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।সাদা কালো ম্যান্ডালা আর্টগুলো দেখতে অন্য রকম ভালো লাগা কাজ করে।সেই সাথে রঙ্গিন ম্যান্ডালা আর্টগুলোও বেশ ভালো লাগে আঁকতে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও কালো জেল পেন। তাহলে চলুন দেখে নেয়া যাক, অর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালাটি অংকনের ধাপগুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ সমূহ

m13.jfif

১। সাদা কাগজ
২। কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।কালো সাইন পেন
৫।পেন্সিল
৬।স্কেল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m14.jfif

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

m12.jfif

তার মধ্যে বিভিন্ন সাইজের কিছু অর্ধ বৃত্তে এঁকে নিয়েছি ম্যান্ডেলা অংকন করার জন্য।এবং ছোট বৃত্তটিতে কিছু ডিজাইন এঁকে নিয়েছি কালো রং এর জেল পেন দিয়ে।

ধাপ-৩

m11.jfif

m10.jfif

এরপর অন্য বৃত্তগুলোতে পাতার মতো আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি। সেই সাথে ফাঁকা অংশগুলো কালো রং এর জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছি।

ধাপ-৪

m9.jfif

m8.jfif

এরপর ফুলের পাপড়ির মতো আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি অন্যান্য বৃত্তগুলোতে। একইভাবে ফাঁকা অংশগুলো কালো রং এর সাইন পেন দিয়ে ভরাট করে নিয়েছি।

ধাপ-৫

m7.jfif

m6.jfif

এরপর আরো কিছু ডিজাইন এঁকে অন্যান্য বৃত্তগুলো ভরাট করে নিয়েছি।

ধাপ-৫

m5.jfif

শেষে নিজের স্টিমিট আইডি লিখে অর্থবৃত্তর ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।সেইসাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

m4.jfif

m2.jfif

m1.jfif

আশাকরি আজ অর্ধবৃত্তে সাদাকালো ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে।সব সময় চেস্টা করি ভিন্ন ভিন্ন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।শুভ দুপুর।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৫ শে জুন, ২০২৪ইং
লোকেশনচট্টগ্রাম, বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 8 months ago 

অর্ধ বৃত্তে ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ ভালো লাগে। আপনার সাদাকালো মেন্ডেলা আর্টটি দেখতে বেশ ভালো লাগছে ।আসলে মেন্ডেলা আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই আমার কাছে ভালো লাগে। যদিও সময় একটু বেশি লাগে তারপরও যখন কমপ্লিট হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 8 months ago 

ঠিক বলেছেন আপু সময় লাগলেও ,শেষ করার পর বেশ ভালো লাগে ম্যান্ডালা আর্টগুলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

অর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকন খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে অঙ্কন করেছেন। আসলে মেন্ডেলা চিত্রগুলো আমার খুবই ভালো লাগে।

 8 months ago 

মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

অর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকনটি চমৎকার সুন্দর হয়েছে আপু।এই ম্যান্ডেলা আর্টগুলো করতে সময়ও দক্ষতার প্রয়োজন হয় অনেক।আপনি চমৎকার সুন্দর করে অর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকন করেছেন এবং আমাদের সাথে তা ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর অর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকনটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 8 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

এখন কমিউনিটির মধ্যে তেমন একটা ম্যান্ডেলা আর্ট দেখতে পাওয়া যায় না। দীর্ঘদিন পর আপনার মাধ্যমে একটি ম্যান্ডেলা আর্ট দেখার সুযোগ হলো। আপনি বেশ দারুণভাবে অর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালা অংকন করেছেন। আর আপনার ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ দেখে, ম্যান্ডেলা আর্ট এর প্রতি একটু ধারণা পেয়ে গেলাম।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।আপনার করা আর্ট টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে।খুব আকর্ষণীয় একটি আর্ট শেয়ার করেছেন আপু। দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।

 8 months ago 

অর্ধবৃত্তে সাদা কালো ম্যান্ডালা আর্ট অসাধারণ হয়েছে আপু। আপনার আর্টের দক্ষতা দেখে অনেক ভালো লাগলো। আর আপনার এই সুন্দর আর্ট করতে অনেকটা সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। অসাধারণ হয়েছে আপু।

 8 months ago 

ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে।এর ছোট ছোট ডিজাইন এর জন্য। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

স্বল্প উপকরণ ব্যবহার করে খুব সুন্দর একটি আর্ট করলেন আপু আপনি। অর্ধ বৃত্তের সাদা কালো ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লেগেছে। এই আর্ট গুলো যদিও সময় লাগে বিশেষ করে নকশা গুলো তৈরি করতে। কিন্তু কম উপকরণে সাদা কালো আড়ত আমার বেশ ভালো লাগে করতে। অনেক ধন্যবাদ আপু প্রতিটি ধাপ উপস্থাপন করলেন।

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

মান্ডালা চিত্র বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আপনি সাদাকালো অর্ধ বৃত্তের দারুন একটি ম্যান্ডেলা প্রস্তুত করেছেন সত্যের সৌন্দর্য অসাধারণ দেখাচ্ছে।
বিশেষ করে ছোট ছোট নকশা গুলোর কারণে সৌন্দর্য টা বেশি চোখে পড়ছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলোও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69