🎇Diy এসো নিজে করি 🎇 সিম্পল মেহেদীর ডিজাইন তৈরি।❤️ প্রিয়@shy-fox 10% beneficiary❤️।
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দুআ করি আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে ভালো রাখুক সব সময়। আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে চলে এলাম আমার একটি নতুন পোস্ট নিয়ে।আজকে আমি কোনো রেসিপি পোস্ট করবো না,আমি তো একটি diy পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমার diy পোস্টটি হলো সিম্পল একটি মেহেদী ডিজাইন নিয়ে। আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে নিজে নিজে মেহেদী দিতে।আমি আবার তেমন ভালো মেহেদী দিতে পারি না। আইরিন আপুর কাছ থেকে দেখে দেখে একটু শিখেছি। আইরিন আপু খুব দারুণ ভাবে মেহেদী ডিজাইন করতে পারে।আসলে মেহেদী দিতে হলে কোনো ডিজাইন দেখে তেমন ভালো করে মেহেদী আমি দিতে পারি না।। তবে মন থেকে মেহেদী ডিজাইন খুব ভালোই পারি🤭🤣।আজকে হঠাৎ করে মেহেদী টা দেখেই ইচ্ছে করছিলো। একটু করে নিজের হাত টা সাজিয়ে দেই মেহেদী দিয়ে।তবে মেহেদী টা অনেক সুন্দর রং হয় কিন্তু মেহেদী টা হাতে দিলে কেমন যেনও হয়ে যায়। নেহা মেহেদীর চাইতে কাবেরী মেহেদী টা অনেক ভালো। আমার তো মাঝে মাঝে মেহেদী দিতে খুব ভালো লাগে। এখানের আমার মতো কোনো আপুদের ভালো লাগে কি না কমেন্ট করে জানাবেন।চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করি আজকের মেহেদী ডিজাইন টা।
উপকরণ
আমার হাত ও একটি মেহেদী।
আমি আগে থেকেই হাতের আঙুলে দিয়ে রেখে ছিলাম। চলুন তাহলে দেখে আসি ধাপে ধাপে কি ভাবে হাতে মেহেদী ডিজাইন করেছি।
এখানেই শেষ হলো আমার আজকের মেহেদী ডিজাইন হাতে দেওয়া। আমি ১৫ মিনিট অপেক্ষা করবো হাতে রঙ আসার জন্য। ১৫ হলে এরপর আমি হাত পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিবো।
আশা করি আমার আজকের মেহেদী ডিজাইন টা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।আমি সবার মতো তেমন ভালো মেহেদী দিতে পারি না। তবে চেষ্টা করেছি ভালো ভাবে দেওয়ার জন্য। এরপর সাথে আমি একটি সেলফি তুলে নিলাম।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।
ধন্যবাদ সবাইকে।
santa14
https://twitter.com/shantaislam3309/status/1488876774151036929?t=LOsAysu5uofgGbdn8ZyFzQ&s=19
ওয়াও দারুন একটি মেহেদির ডিজাইন করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্ট করার জন্য।
ঈদ আসলেই হাতে মেহেদি দেওয়ার হিড়িক পড়ে যেত । আপনি খুব সুন্দর করে হাতে মেহেদি ডিজাইন করেছেন । তবে এখন আর সেরকম ভাবে হাতে মেহেদি দেওয়া হয় না, মেয়েরা এখন বেশি মেহেদি দেয় । ধন্যবাদ আপনাকে
জি ভাইয়া মেয়েরা মেহেদী দিতে পছন্দ করে খুব।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
বাহ বেশ ভালই সৌখিন তো আপনি।আমার আপু ও থি আপনার মত হাতে মেহেদী দিতে দারুন পছন্দ করে।আর আমাকে তো মাঝে মধ্যে জোর করে দিয়েও দেয় যদিওবা আমি দেই না তবে আপনার মেহেদী দেওয়া দেখে আপুর কথা মনে পড়ে গেলো😊।আর দারুন হয়েছে কিন্তু মেহেদীর ডিজাইন টা 🖤
জি ভাইয়া সব মেয়েরাই একটু সৌখিন হয়। সাজু গুজু করতে ভালোবাসে। ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।