🌿সিম্পল মেহেদি ডিজাইন তৈরি🌿প্রিয়@shy-fox 10% beneficiary।❤️

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন?আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_20230524_180030.jpg

আমি @santa14 আপনাদের মাঝে আবারও চলে আসছি। আজকে কোনো রেসিপি করবো না। আজকে আমি একটি সিম্পল মেহেদি ডিজাইন করবো।আমার হাতে মেহেদি দিতে প্রচুর পরিমাণে ভালো লাগে। অবশ্য শুধু আমার না প্রতিটি মেয়ের ভালো লাগে মেহেদি দিতো।
তাই কিছু দিন পর পর একটু একটু করে হাতে মেহেদি দিয়ে থাকি।তবে তেমন সুন্দর করে দিতে পারি না।অনেক চেষ্টা করি সুন্দর করে দেওয়ার জন্য। অন্যদের হাতে সুন্দর করে দিতে পারি নিজের হাতে দিতে গেলেই সমস্যা😢।আচ্ছা যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলে যায় মেহেদি ডিজাইনে।

সিম্পল মেহেদি ডিজাইন

IMG_20230523_154127.jpg

সিম্পল মেহেদি ডিজাইনে উপকরণ বেশি কিছু না।শুধু দুইটা হাত আর একটা মেহেদি।
🌿সিম্পল মেহেদি ডিজাইন ১ম ধাপ🌿

IMG_20230523_151057.jpg

প্রথমে আমি একটি পছন্দের কাশ্মীরি মেহেদি নিয়ে নিলাম।আর কেউ দিয়ে দেওয়ার ছিলও না তাই নিজের হাতে নিজেই দিবও।

🌿সিম্পল মেহেদি ডিজাইন ২য় ধাপ🌿

IMG_20230523_151149.jpg

IMG_20230523_151235.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ৩য় ধাপ🌿

IMG_20230523_151235.jpg

IMG_20230523_151258.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ৪র্থ ধাপ🌿

IMG_20230523_151410.jpg

IMG_20230523_151510.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ৫ম ধাপ🌿

IMG_20230523_151743.jpg

IMG_20230523_151822.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ৬ষ্ঠ ধাপ🌿

IMG_20230523_151931.jpg

IMG_20230523_152056.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ৭ম ধাপ🌿

IMG_20230523_152130.jpg

IMG_20230523_152623.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ৮ম ধাপ

IMG_20230523_152742.jpg

IMG_20230523_152956.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ৯ম ধাপ

IMG_20230523_153147.jpg

IMG_20230523_153220.jpg

🌿সিম্পল মেহেদি ডিজাইন ১০ম ধাপ🌿

IMG_20230523_154127.jpg

IMG_20230524_175209.jpg

এখন আমার সিম্পল মেহেদি ডিজাইন করা শেষ হয়ে গেলো।তবে আমি আপনাদের এতো বেশি সুন্দর করে দিতে পারি না😢।অল্প অল্প করে নখে দিয়ে নিলাম।

আশা করি আমার আজকের মেহেদী ডিজাইন টা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন।আমি সবার মতো তেমন ভালো মেহেদী দিতে পারি না। তবে চেষ্টা করেছি ভালো ভাবে দেওয়ার জন্য।

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।

ধন্যবাদ সবাই কে

@santa14

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারণ মেহেদি ডিজাইন তৈরি করেছেন আপনি দেখতে খুবই দুর্দান্ত লাগছে। এই ধরনের ডিজাইন করলে খুবই সুন্দর লাগে। আসলে হাতে মেহেদি দিতে সবাই খুব ভালো লাগে। এত সুন্দর মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ঠিকই বলেছেন সব মেয়েরাই কম বেশি হাতে মেহেদি দিতে পছন্দ করে। আপনি খুব সুন্দর মেহেদী ডিজাইন করেছেন হাতের মধ্যে। সিম্পল হলেও ডিজাইন টি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু সব মেয়েরাই কমবেশি হাতে মেহেদি দিতে অনেক পছন্দ করে। আপনার মেহেদির ডিজাইন টা দেখতে অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপু আপনার মত আমিও অন্যদের হাতে খুব সুন্দর ভাবে মেহেদি পড়াতে পারি কিন্তু নিজের হাতে তেমন বেশি ভালো হয় না। তবে আপনার মেহেদির ডিজাইন খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে আমার কাছেও মেহেদি দিতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে নিজের হাতে মেহেদি পড়েছেন দেখে ভালো লাগলো। ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ।

 2 years ago 

হাতের মধ্যে খুবই সিম্পল একটা আর্ট অঙ্কন করেছেন আপনি মেহেদির। হাতে মেহেদি পরলে খুবই সুন্দর লাগে দেখতে। মেহেদির কালার টাও দেখছি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি খুবই নিখুঁত ভাবে ধৈর্য ধরে এটি সম্পূর্ণ করেছেন। অনেক সময় লেগেছিল এটি সম্পূর্ণ করতে দেখে বুঝতে পারছি। আসলে মেহেদির ডিজাইন করতে এমনিতে অনেক সময়ের প্রয়োজন হয়। উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

সিম্পল মেহেদী ডিজাইন আর্ট খুবই সুন্দর হয়েছে তো। আপনি অন্যদের হাতে সুন্দর করে দিতে পারেন কিন্তু নিজের হাতে দিতে গেলেই তাহলে সমস্যা হয় বুঝতে পারছি। ফুলের ডিজাইন গুলো এমনিতে কিন্তু তেমন খারাপ হয়নি। আপনার হাতে খুবই সুন্দর লাগছে এই ফুলের ডিজাইন টা। মেহেদির কালার টাও দেখছি খুবই সুন্দর ধোয়ার পরে খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। সব মিলিয়ে অসাধারণ একটা মেহেদির ডিজাইন এর পোস্ট শেয়ার করলেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83698.37
ETH 2089.33
USDT 1.00
SBD 0.63