বানরের মুখ অঙ্কন || ১০% প্রিয় লাজুক খাঁক

হ্যালো বন্ধুরা,,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে বানরের মুখ অঙ্কন করে দেখাবো । আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক,,

IMG_20220329_223200.jpg

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ:

কাগজ
পেন্সিল
রাবার
কাটার
মার্কার পেন

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আর্ট করার পদ্ধতি:
ধাপঃ১

IMG20220327131854.jpg

প্রথমে আমি বানরের চোখদুটি ও তার পাশের কিছু জায়গা অংকন করে নেই।

ধাপঃ২

IMG20220327132034.jpg

এরপরে আমি বানরের নাকটি একটু বড় করে অঙ্কন করে নেই। যাতে করে দেখতে একটু ভালো লাগে।

ধাপঃ৩

IMG20220327132254.jpg

এরপর আমি বানরের মাথা ও নিচের চোয়াল করার জন্য গোল করে অংশ এঁকে নেই।

ধাপঃ৪

IMG20220327132418.jpg

এরপর আমি বানরের মুখ এঁকে নেই।

ধাপঃ৫

IMG20220327132701.jpg

বানরের মুখের পাশে লম্বা করে দুইটা দাগ এঁকে নেই। যেমনটা সত্যিকারের বানরের কাছে থাকে।

ধাপঃ৬

IMG20220327132902.jpg

মাথার উপরের ও এক পাশের কান আঁকতে শুরু করে দেই।এভাবে দুই পাশে কানের মত অংশ এঁকে নেই।

ধাপঃ৭

IMG20220327133241.jpg

এরপরে কানের ভিতরে যে রকম কিছু দাগ থাকে সেগুলো দুইপাশে অংকন করে নেই।

ধাপঃ৮

IMG20220327133439.jpg

মার্কার দিয়ে প্রথমে বানরের চোখ দুটি রং করে নেই।

ধাপঃ৯

IMG20220327133623.jpg

তারপর নাক ও মুখ মার্কার দিয়ে রং করে নেই।

ধাপঃ১০

IMG20220327134200.jpg

কানের দুপাশে রং করতে শুরু করে দেই।

ধাপঃ১১

IMG20220327134431.jpg

মাথার উপরে মার্কার দিয়ে ভালো করে রং করে নেই।

ধাপঃ১২

IMG20220327134945.jpg

চারপাশে ভালো করে রং করার পর । নিচে ছোট করে ইউজারনেম লিখে আমার অংকন সম্পূর্ণ করে দেই।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল আমার আজকের আর্ট। সবার কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন সময়ে নতুন কোনো পোস্ট নিয়ে।ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন। এই কামনাই করি।

Sort:  
 3 years ago 

image.png


ভাই আপনি তো খুবই সুন্দর চিত্র অঙ্কন করতে পারেন।আপনার অঙ্কন করা বানরের মুখের চিত্রটি দারুন লেগেছে আমার কাছে।চিত্রটি সম্পন্ন করার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।


image.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর ও গঠনমূলক একটা মন্তব্য করেছেন।

 3 years ago 

বানরের মুখ অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ দারুন হয়েছে আপনার অংকিত বানরের মুখটি। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল এর মাধ্যমে বানরের মুখ অঙ্কনটি দেখতে খুবই সুন্দর লাগছে ।।আপনি খুবই দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন ।।।।শুভকামনা রইল আপনার জন্য।।

শুভেচ্ছা রইল আপনার প্রতি আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে একটি বানরের মুখের পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অঙ্কিত এই বানরের মুখের পেইন্টিংটি দেখতে একদম সত্যি কারের বানরের মত দেখাচ্ছে। চমৎকার ভাবে আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন যেটা দেখে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

এত সুন্দর ও গঠনমূলক মন্তব্য করুন পাশে থাকার জন্য সত্যিই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার প্রতি

 3 years ago 

ওয়াও আপনার বানানো চিত্রাংকন দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে বানরের মুখ অঙ্কন করেছেন। খুবই অসাধারণ হয়েছে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যি বলতে সত্যি কারের বানর মনে হচ্ছে এই ছবিটি দেখে। বানর অংকনের পদক্ষেপগুলি সুন্দর ছিল। বানরটি মুখ মন্ডলে একটু জ্ঞানী জ্ঞানী ভাব মনে হচ্ছে। হাহাহা। ধন্যবাদ ভালো থাকবেন।

হা হা হা আপনার মন্তব্য শুনে অনেক মজা পেলাম। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাইয়া, আপনার অংকিত বানরের মুখ দেখে ভীষণ অবাক হলাম। কারণ আপনার অংকিত বানরটি হুবহু বাস্তব বানরের মতোই মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর করে নিখুঁতভাবে বানরের মুখটি অঙ্কন করেছেন। বানরের মুখ অংকন করার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভীষণ খুশি হলাম মন্তব্য শুনে। আশা করছি সময় এভাবেই পাশে থাকবেন মন্তব্য করে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার তৈরি করা বানরের মুখ মন্ডল দেখতে অনেক সুন্দর হয়েছে । সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বানর এর মুখের চিত্রটি সুন্দর হয়েছে খুব। দেখে যেনো মনে হচ্ছে বাস্তবিক। ধাপ গুলো ভালো ছিলো অনেক। এভাবেই এগিয়ে যান। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

আপনার প্রতি ও শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 85315.05
ETH 2104.68
USDT 1.00
SBD 0.63