ড্রাইভার সহ একটি সিএনজির চিত্র অঙ্কন।।
"আমার বাংলা ব্লগ" এর নতুন একটি পোষ্টে আপনাদের সবাইকে স্বাগতম।।
হ্যালো ডিয়ার ফ্রেন্স,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি চিত্র বা আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকে ড্রাইভার সহ একটি সিএনজির চিত্র অঙ্কন করেছি। আশা করি ছোট এই গাড়িটির চিত্রটি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। চলুন শুরু করি।
গত দুই দিন ধরে চিন্তা করতেছি কোন কিছু একটি আর্ট করবো। কিন্তুু কি আর্ট করবো কিছু খুজেঁ পাচ্ছিলাম না। গতকাল অফিস থেকে বাসায় যাওয়ার সময় চিন্তা করলাম আজকে যেকোন কিছু একটি আর্ট করবোই করবো। তো রাস্তায় সিএনজি আর অটোরিকশা দেখলাম। বাসায় গিয়ে এই দুটির চিত্র অংঙ্কন করার চেষ্টা করলাম। অবশেষে প্রথম প্রচেষ্টায় সিএনজির চিত্রটি অঙ্কন করতে সফল হলাম।
CNG এর অর্থ হলো কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত। সিএনজি আমাদের খুব দরকারি একটি বাহন। ছোট এই গাড়িটি খুব স্পিডে চলে। তবে মাঝে মাঝে তাদের ভাড়ার পরিমান শুনলে জাগায় হার্টএটার্ক হয়ে যায়। সিএনজিতে চলাচল করার সময় ভাড়ার পরিমাণটা আগে থেকেই বলে নেওয়া ভাল। তা না হলে গন্তব্যে পৌছে জামেলা হতে পারে। সিএনজির প্রচলিত যে কালার দেখতে পায়,আমিও আমার চিত্রের মাঝে সেই কালারটি দিয়েছি। চিত্রটি অঙ্কন করতে যে সময় লেগেছে,লাষ্টে সাজাতে আরো বেশি সময় লেগেছে। যায়হোক চলুন এবার বিস্তারিত ভাবে দেখা যাক।
ধাপ-০১
প্রথমে ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি অপেন করে নিউ ফাইল থেকে একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। আজকের যে চিত্রটি অঙ্কন করছি সেটি প্রিন্ট করার কোন পরিকল্পনা নেই। তাই যে কোন একটি সাইজ নিয়ে চিত্রটি অঙ্কন করতে বসলাম। প্রথমে আমি টোলবার থেকে ইলিপ্স টোল নিয়ে সিএনজির চাকার মাঝখানের অংশ তথা টিউবটা অঙ্কন করলাম।
ধাপ-০২
তারপর আমি সিএনজির চাকার টায়ারটা অঙ্কন করলাম। টায়ার টিউস দুইটি সেইপের পিটি আমি দশের উপরে রাখলাম। যেহেতো টায়ার কালো কালার থাকে তাই আমিও কালো রাখলাম।
ধাপ-০৩
তারপর চাকার উপরে যে মার্কেট থাকে, পিছনের চাকার উপরে দুই কালারের দুইটি মার্কেট অঙ্কন করে দিলাম।
ধাপ-০৪
এই পর্যায়ে আমি পেন টোল দিয়ে সিএনজির নিচের বডিটা অঙ্কন করলাম। আমি সামনের এবং পিছনে দুই পাশেই হেডলাইটের জায়গাও রেখেছি।
ধাপ-০৫
বডিটা পাত করে অঙ্কন করেছিলাম। পাত করে অঙ্কন করলে কালার দিতে সুবিধা হয়। এখন আমি পাতের মধ্যে গ্রিন কালার দিয়ে স্টোক কালারটা জাষ্ট ফিল কালার করে দিলাম।
ধাপ-০৬
তারপরে আমি দুই পাশে দুইটি হেডলাইট আর ড্রাইভার বসার সিট অঙ্কন করে দিলাম। হেডলাইট সাধারনত সাদা থাকে। তাই আমিও সাদা কালার দিয়েছি। তবে যে ডকুমেন্টে অঙ্কন করছি সেটাও সাদা। তাই হেডলাইট ঠিক ভাবে বুঝা যাচ্ছে না। যার ফলে ডকুমেন্টের কালারটা পরিবর্তন করে দিলাম।
ধাপ-০৭
তারপর আবার পেন টোল দিয়ে সিএনজির উপরের বডিটা পাত করে দিলাম।
ধাপ-০৮
তারপর স্টোক কালারে ডিপ গ্রীন কালার দিয়ে স্টোকটা জাষ্ট ফিল কালার করে দিলাম। সাথে সাথে নিচের বডির সাথে মিলে গেল।
ধাপ-০৯
এই পর্যায়ে এসে কয়েকটি কাজ করেছি। প্রথমে সামনের গ্লাসটা অঙ্কন করেছি। গ্লাস লাগাতে চতুর্পাশে যে কালো কালার একটি বডার দেয়,সেটাও দিয়েছি। মাঝখানের অংশটা সাদা কালারের একটি সেইপ দিয়ে উপরের সাথে লাগিয়ে দিয়েছি। তারপর ড্রাইভার বসার সিটটা একটু বড় করে দিয়েছি। মাঝ খানে কালো সেইপ দিয়ে নিচে আর উপরের বডিটা আলাদা করে দিলাম।
ধাপ-১০
তারপর ট্রান্সফর্মে গিয়ে সিএনজিটা ডান দিকে ঘুরিয়ে নিলাম। এখন সিএনজি আছে ড্রাইভার না থাকলে কেমন দেখা যায়। সিটটা খালি খালি লাগে তাই একজন ড্রাইবার বসিয়ে দিলাম। সিএনজির গায়ে লিখে দিলাম ভাড়ায় চালিত,হা হা হা।
উপস্থাপনা।
বন্ধুরা কেমন হলো আমার আজকের আয়োজন,অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন ৷ আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ বিশেষ করে আর্টের পাশাপাশি কাজ গুলোর সুন্দর বিবরণ দিয়েছেন দেখে আরো অনেক বেশি ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
জী ভাইয়া সবাই যেন সুন্দর ভাবে বুঝতে পারে,সে জন্য সুন্দর ভাবে বর্ণনা করার চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট আজ শেয়ার করলেন। খুব সুন্দর হয়েছে। আপনি সি এন জি চালক সাথে সি এন জি আঁকলেন।দারুন হয়েছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
জী আপু সিএনজির ড্রাইভারও অঙ্কন করে দিলাম। ধন্যবাদ আপু।
বাহ আপনার বুদ্ধি তো বেশ ভালো। রাস্তায় সিএনজি দেখে সিএনজি আর্ট করে ফেলেছেন। এবং প্রথম চেষ্টায় খুব সুন্দর ভাবে আর্ট করতে পেরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে ধন্যবাদ।
জী আপু আর্ট করার সময় আর্ট করার জিনিষ খুজে পায় না। তাই চোখের সামনে যা দেখি সেটাই আর্ট করার চেষ্টা করি। ধন্যবাদ আপু।
১ম চেষ্টায় সফল হয়েছেন আপনি ভাইয়া। বেশ সুন্দর আর্ট এটি। দেখতেও বেশ সুন্দর। কালারটা একদম পারফেক্ট।
ড্রাইভারটা জোশ🤪।
যাইহোক ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
জী আপু অনেক চিন্তা ভাবনা করে স্মার্ট ড্রাইভার দিয়েছি,হি হি হি।🤪🤪🤪
রাস্তায় সিএনজি দেখে সেই আইডিয়া থেকে ড্রাইভার সহ একটি সিএনজির চিত্র অঙ্কন করেছেন দেখে মুগ্ধ হলাম ভাইয়া। দেখতে একেবারে সত্যিকারের সিএনজির মতই মনে হচ্ছে। কালার থেকে শুরু করে সবকিছুই একেবারে অরজিনাল লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য।
জী আপু অনেক চিন্তা ভাবনা তারপর অরিজিনাল কালারটি দিয়েছি। ধন্যবাদ আপু।
চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার পারদর্শিতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।ড্রাইভার সহ একটি সিএনজির দারুন চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার অংকন করা চিত্রটি দেখে।
ভাইয়া আপনার কমেন্ট পড়ে অনেক উৎসাহ পেলাম। ধন্যবাদ ভাইয়া।
একটা সময় আমি নিজেও ডিজিটাল আর্ট করতাম। তবে এখন সময় সল্পতা আর নিজের ল্যাপটপ দোকানে রাখাতে তেমন একটা সময় হয় না ডিজিটাল আর্ট করার। কারণ দোকানে স্টুডেন্টরা কাজ করে। যাই হোক খুব ভালো ছিলো আপনার ডিজিটাল চিত্রাংকনটি ভালো থাকবেন।
জী ভাইয়া আমি জানি আপনি ডিজিটাল আর্টে এক্সপার্ট। আবার আপনার সেন্টারও আছে। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি অফিস থেকে এসে সুন্দর করে ড্রাইভার সহ সিএনজির চিত্র অঙ্কন করেছেন। তবে আপনার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।সিএনজির আসার পর থেকে মানুষের চলাফেরার সুবিধা হল। তবে আপনার চিত্র অংকন দেখে আমি প্রথম মনে করলাম কোন ফটোগ্রাফি হবে। পরে দেখে সিএনজির চিত্র অংকন আমি হা করে তাকিয়ে রইলাম। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে চিত্র অংকন টি আমাদের মাঝে শেয়ার করেছেন।
জী আপু সিএনজি একটু ভাড়া বেশি নিলেও যাতায়তে সুবিধা হয়েছে। ধন্যবাদ আপু।
আরে বাহ্আপনি তো খুবই সুন্দর ড্রাইভার সহ একটি সিএনজি চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকনটি দেখে আমি মুগ্ধ হলাম। তবে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এ ধরনের সিএনজি কিন্তু খুবই যুগ- উপযোগী। ভাই যদিও আমি ডিজিটাল আর্ট গুলো করতে পারিনা। কিন্তুু আপনি খুব সুন্দর ভাবে ডিজিটাল আর্ট গুলো করে থাকেন এবং আমাদের মাঝে শেয়ার করে থাকেন আপনাকে ধন্যবাদ।
জী ভাইয়া আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সিএনজি খুব উপকারে আসে। ধন্যবাদ ভাইয়া।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে ড্রাইভার সহ সিএনজির চিত্র অঙ্কন করেছেন। অফিস থেকে আসার সময় চিন্তা করলেন কি পোস্ট করবেন আজ। সেই চিন্তা থেকে সিএনজি দেখে তা খুব সুন্দর করে চিত্রাঙ্কন করলেন। বিশেষ করে সিএনজির কালারটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর করে চিত্রাংকন টি আমাদের মাঝে শেয়ার করেছেন।
জী ভাইয়া সিএনজির অরিজিনাল কালার দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।