আর্ট পোস্ট: // শিউলি ফুলের অ্যাক্রেলিক পেইন্টিং //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।
আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল একটি আর্ট।অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে এলাম অ্যাক্রেলিক পেইন্টিং। অ্যাক্রেলিক পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে।
তাই ভাবলাম আজকে একটি অ্যাক্রেলিক পেইন্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে অঙ্কন করেছি শিউলি ফুল।শিউলি ফুল আমার খুবই পছন্দের একটি ফুল। এই ফুলটি দেখতে যেমন সুন্দর তেমনি এর ঘ্রাণও অনেক সুন্দর হয়। খুব কম রঙ ইউজ করে এবং কম সময়ের মধ্যে আজকের এই অ্যাক্রেলিক পেইন্টিংটি সম্পন্ন করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আজকের এই শিউলি ফুলের পেইন্টিংটি করলাম।
১.কালো রঙের কাগজ
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি
৪.পেন্সিল
আমি এখানে কালো রঙের একটি কাগজ নিয়েছি পেইন্টিংটি করার জন্য।কাগজের উপর প্রথমে পেন্সিল দিয়ে তিনটি শিউলি ফুল এঁকে নিব।
এরপর সাদা রং দিয়ে, চিত্রের মত করে শিউলি ফুলের তিনটি পাপড়ি এঁকে নিয়েছি।
![]() | ![]() |
---|
একইভাবে আমি আরো দুইটি পাপড়ি এঁকে নিব।এভাবেই একটি শিউলি ফুল অঙ্কন করা শেষ হলো।
একইভাবে আমি আরো দুইটি শিউলি ফুল এঁকে নিব। বাকি দুইটি শিউলি ফুলে আমি মোট ছয়টি পাপড়ি অঙ্কন করেছি।
![]() | ![]() |
---|
এরপর শিউলি ফুলের মাঝে আমি কমলা রঙ দিয়ে ছোট বৃত্ত এঁকে নিব।একইভাবে তিনটি ফুলে এঁকে নিয়েছি।
![]() | ![]() |
---|
এভাবেই অংকন করে ফেললাম তিনটি শিউলি ফুল। ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল।
আশা করি আমার অংকন করা এই শিউলি ফুলের অ্যাক্রেলিক পেইন্টিং আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | আর্ট পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
খুবই দক্ষতার সাথে শিউলি ফুলের চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার এই দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কন করেছেন যা দেখে আমিও শিখে নিয়েছি।
বেশ চমৎকার একটি ফুলের আগ পোস্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই দক্ষতা সম্পন্ন একটি আর্ট লিখতে পেরে। অসাধারণ হয়েছে আপনার আজকের এই ফুল অংকন। বেশ খুশি হলাম আপনার অসাধারণ আর্ট দেখে।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার ফুলের আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
শিউলী ফুল দেখতে বেশ সুন্দর সাথে ঘ্রানেও বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর শিউলি ফুলের পেইন্টিং করেছেন। কালোর উপর বেশ সুন্দর লাগছে সাদা শিউলী ফুলগুলো।দেখে অরিজিনাল ফুলের মতো লাগছে। ধন্যবাদ পেইন্টিংটি শেয়ার করার জনয।
আপু আপনার শিউলি ফুলের পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের শিউলি ফুল। সত্যি আপনার অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম ।অনেক ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
শিউলি ফুলের এই পেইন্টিং টা শাড়িতে করলে অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমি মাঝেমধ্যে আমার বিভিন্ন জামা কিংবা বাবুর ফতুয়াতে পেইন্টিং করে থাকি। আপনার এই শিউলি ফুলের পেইন্টিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি কখনো সময় পাই কিছু একটা তৈরি করে সেখানে পেইন্টিংটা করব। ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
শিউলি ফুল পছন্দ নয় এরকম মানুষ খুব কমই আছে বিশেষ করে আমার কাছে শিউলি ফুল অনেক বেশি পছন্দের। শিউলি ফুলের দারুন একটা অ্যাক্রেলিক অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। যদিও এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তবে আপনার এই অংকন দেখতে অসাধারণ দেখাচ্ছে। চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার শিউলি ফুলের পেইন্টিংটি দারুন হয়েছে। রঙের ছোঁয়ায় দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার ভাবে ফুলের আর্টটি শেয়ার করার জন্য।
এই পেইন্টিং গুলো আসলে অনেক ভালো লাগে রংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে । আপনি শিউলি ফুল অঙ্কন করেছেন আমি তো হঠাৎ করে দেখে মনে করেছিলাম কিছুর উপরে আপনি অনেকগুলো শিউলি ফুল রেখে দিয়েছেন । একেবারে নিখুঁত হয়েছে বোঝাই যাচ্ছেনা যেগুলো আঁকা ।
আমার অঙ্কন করা শিউলি ফুলের আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।
খুবই দক্ষতার সাথে শিউলি ফুলের চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার এই দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কন করেছেন যা দেখে আমিও শিখে নিয়েছি।
শিউলি ফুলের অ্যাক্রেলিক পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রথমে আপনার অংকন করা এই পেইন্টিং দেখে আমি ভেবেছিলাম যে এটা শিউলি ফুলের ফটোগ্রাফি। আপনার তৈরি করা এই পেইন্টিং এতটাই সুন্দর হয়েছে তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না।