অ্যাক্রেলিক পেইন্টিং : // সূর্যাস্তের দৃশ্য অঙ্কন //

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240304124550-01.jpeg

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যাক্রেলিক পেইন্টিং। বেশ অনেকদিন হলো ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে অ্যাক্রেলিক পেইন্টিং শেয়ার করা হয় না। আমাদের কলেজে পরীক্ষা থাকার কারণে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম কিছুদিন। তবে পরীক্ষা এখন শেষ হয়েছে।হাতে বেশ সময়ও রয়েছে।

তাই ভাবলাম আজকে একটি অ্যাক্রেলিক পেইন্টিং করে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে অঙ্কন করেছি সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যগুলো দেখতে যেমন দারুন হয়, তেমন অঙ্কন করতেও বেশ ভালো লাগে। অ্যাক্রেলিক পেইন্টিংগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।তাই ব্যস্ততার মধ্যে এই ধরনের পেইন্টিংগুলো করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তাই যখন হাতে অনেক সময় পাই তখন আমি এ ধরনের পেইন্টিংগুলো করে থাকি।চলুন দেখে নেয়া যাক কিভাবে অঙ্কন করলাম সূর্য অস্ত যাওয়ার দৃশ্যের অ্যাক্রেলিক পেইন্টিং।

সূর্যাস্তের দৃশ্য অঙ্কন

IMG20240304124342-01.jpeg

IMG20240304124831.jpg

IMG20240304124734.jpg

IMG20240304124723.jpg

IMG20240304124640.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল কলম
৩.অ্যাক্রেলিক কালার
৪.তুলি
৫.কালার মিক্সিং প্লেট
৬.মাস্কিং টেপ
৭.পানি
৮.কাঁচি

IMG20240304120053.jpg

ধাপ-১:

প্রথমে সাদা রংয়ের কাগজটি মাস্কিং টেপের সাহায্যে সুন্দরভাবে সেট করে নিব। এরপর তুলির সাহায্যে সম্পূর্ণ কাগজটিতে হলুদ রং করে নিব।

IMG20240304120446.jpgIMG20240304120616.jpg

IMG20240304120843.jpg

ধাপ-২:

এখন চিত্রের মত করে হলুদ রঙের উপর লাল রং সুন্দরভাবে ব্রাশ করে নিব। যেহেতু এটা সূর্যাস্তের দৃশ্য তাই এখানে লাল ও হলুদ রঙের ছোঁয়া থাকাটা গুরুত্বপূর্ণ।

IMG20240304120924.jpg

IMG20240304121156.jpgIMG20240304121640.jpg
ধাপ-৩:

এরপর লাল রং দিয়ে উপরের দিকে সুন্দর একটি সূর্য এঁকে নিব। লাল রং দিয়ে সূর্যটি আকার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

IMG20240304121925.jpg

ধাপ-৪:

এখন সূর্যের নিচে কালো রং দিয়ে সুন্দর পাহাড়ের দৃশ্য এঁকে নিব।এখানে ছোট বড় সাইজের অনেকগুলো পাহাড় রয়েছে।

IMG20240304122205.jpgIMG20240304122307.jpg
ধাপ-৫:

এরপর কালো রং দিয়ে নিচে সুন্দর ভাবে মাটির কালার করে নিব। এবং উপরে দিকে গাছের ডাল এবং পাতা এঁকে নিব।

IMG20240304122428.jpgIMG20240304122855.jpg
ধাপ-৬:

চিত্রটির নিচের দিকে কালো রং দিয়ে সুন্দর কিছু সংখ্যক ঘাস এঁকে নিব।আকাশে কিছু উড়ন্ত পাখি এঁকে নিব কালো রং দিয়ে।

IMG20240304123153.jpgIMG20240304123401.jpg
ধাপ-৭:

সম্পূর্ণ ছবি অঙ্কন শেষ হলো। এখন চারপাশের সকল মাস্কিং টেপ উঠিয়ে নিব।

IMG20240304123413_01.jpgIMG20240304123753.jpg

IMG20240304123810.jpg

ধাপ-৮:

ছবিটির নিচের দিকে আমার সিগনেচার করে নিব।

IMG20240304124038.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240304124145.jpg

IMG20240304124153.jpg

IMG20240304124203.jpg

IMG20240304124233.jpg

IMG20240304124338.jpg

IMG20240304124346.jpg

IMG20240304124745.jpg

আমার অঙ্কন করা সূর্যাস্তের দৃশ্যের এই অ্যাক্রেলিক পেইন্টিংটি আপনাদের কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last year 

ওয়াও সূর্যাস্তের দৃশ্য অঙ্কন দেখতে অনেক চমৎকার লাগছে ।আপনার পরীক্ষার কারণে কয়েকদিন অনেক ব্যস্ত আছেন। এখন পরীক্ষা হয়ে গিয়েছে হাতে অনেক সময় আছে সেজন্য আপনি সুন্দর ভাবে সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করেছেন । অঙ্কনটি দেখতে আসলে অনেক চমৎকার হয়েছে।

 last year 

জি আপু, পরীক্ষা থাকার কারণে কয়েকদিন অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সুর্যাস্তের দৃশ্য দেখতে বেশ সুন্দর লাগে। চারদিকে এক সুন্দর আভা ছড়িয়ে পরে।সেই দৃশ্য আপনি রং তুলির ছোঁয়ায় বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেস্টা করেছেন। এবং সফল্ভাবে তা করতে পেরেছেন। বেশ সুন্দর হয়েছে আপনার পেইন্টিংটি। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার আজকের পেইন্টিংটি।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

সূর্যাস্তের দৃশ্য দেখতে সত্যিই অনেক ভালো লাগে। আমার পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

পরীক্ষা শেষ হওয়াতে এখন নিশ্চয়ই বেশ আরামে রয়েছেন। তার জন্যই তো এত সুন্দর একটি আর্ট করতে পেরেছেন। ঠিকই বলেছেন আপু সূর্যাস্তের সময় চারপাশের প্রকৃতি দেখতে যেমন সুন্দর লাগে আর্টের মাধ্যমেও সেই বিষয়টি ফুটিয়ে তুলতেও খুব ভালো লাগে। অনেক বেশি কালারফুল হয়েছে আপনার আর্টটি। যার জন্য খুব সুন্দর লাগছে দেখতে।

 last year 

জ্বি আপু, পরীক্ষা থাকার কারণে কয়েক দিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তবে এখনো তেমন আরামে নেই। কারণ কিছুদিন পর আবার পরীক্ষা। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 last year 

সূর্যাস্তের চমৎকার একটি দৃশ্যের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অঙ্কনে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে তার চারপাশের প্রাকৃতিক পরিবেশের চিত্র অঙ্কনটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

আমার অংকন করা সূর্যাস্তের দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 last year 

আপু আপনার সূর্যাস্তের দৃশ্য অংকনটি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।দারুন এঁকেছেন আপনি ।গাছের পাতাগুলো দেখতে বেশ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার অংকন করা চিত্রগুলো আমার কাছে সব সময় অনেক বেশি পরিমাণে ভালো লাগে। সূর্যাস্তের খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পাখি উড়ে যাবার মুহূর্ত দেবার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 last year 

সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। আপু আপনি দারুন পেইন্টিং করেন। আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে সবসময়ের মত পাশে থাকার জন্য। আমার আর্টগুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম।

 last year 

তোমার পেইন্টিং গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। সূর্যাস্তের দৃশ্য অঙ্কন দেখতে চমৎকার লাগছে। কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। এই ধরনের পেইন্টিং গুলো করতে সত্যিই অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধাপে ধাপে এত চমৎকার ভাবে দৃশ্যটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আমার পেইন্টিংগুলো আপনার ভালো লাগে জেনে অনেক আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 last year 

সূর্যাস্তের দৃশ্য অঙ্কনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করা আর্টটি অনেক ভালো লেগেছে আমার কাছে বলতেই হবে আপনার আর্টের হাত অসম্ভব সুন্দর। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আসলে আমি তেমন ভালো আর্ট পারিনা। তবে নিজের মতো করে চেষ্টা করি। আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67