আর্ট পোস্ট :- // আইসক্রিমের সুন্দর একটি আর্ট //

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240601192814-01-01.jpeg

আপনাদের মাঝে আজকেও চমৎকার একটি আর্ট নিয়ে হাজির হলাম। হাতে সময় পেলেই কিছু না কিছু আর্ট করতে ইচ্ছা করে।তেমনি ভাবে আজকে সন্ধ্যায় তেমন কোনো কাজ ছিল না।তাই ভাবলাম, যেহেতু সময় আছে তাই কিছু আর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন ভাবনা তেমনি কাজ। আর্ট করে ফেললাম সুন্দর একটি আইসক্রিম। এই গরমের দিনে আইসক্রিমের নাম শুনলেই মনে আনন্দের জোয়ার বয়ে যায়। আইসক্রিম আমার খুবই পছন্দের একটি খাবার। বিশেষ করে গরমের দিনে আইসক্রিম খেলে মনে আলাদা এক ধরনের শান্তি অনুভব করি। যাইহোক সাইন পেন ব্যবহার করে আজকে এই আইসক্রিমটি অঙ্কন করেছি। বিভিন্ন রঙের সাইন পেন ব্যবহার করায় অংকনটি দেখতে বেশ সুন্দর লাগছিল। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই সুন্দর আইসক্রিমটি অঙ্কন করলাম।

আইসক্রিমের আর্ট

IMG20240601192827-01.jpeg

IMG20240601192758-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.সাইন পেন

IMG20240601191750.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে কালো রঙের সাইন পেন দিয়ে আইসক্রিমের নিচের অংশ এঁকে নিব।এখানে নিচের অংশ ত্রিভুজ আকৃতির করে অঙ্কন করবো।এই ধরণের আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

IMG20240601191830.jpg

✍️ধাপ-২:✍️

এখন উপরের দিকে তিনটি চ্যাপটা গোলাকৃতির আইসক্রিম এঁকে নিব।এবং পাশে একটি নল এঁকে নিব।

IMG20240601191847.jpgIMG20240601191909.jpg
✍️ধাপ-৩:✍️

এরপর আইসক্রিমের নিচের অংশে সুন্দর নকশা এঁকে নিব। এবং উপরের অংশে সুন্দর আঁকাবাঁকা দাগ এঁকে নিব।এমনভাবে অঙ্কন করতে হবে যাতে দেখে মনে হয় আইসক্রিম গলে গলে পরছে।

IMG20240601191955.jpgIMG20240601192023.jpg
✍️ধাপ-৪:✍️

এখন সাইন পেন দিয়ে সুন্দরভাবে রঙ করে নিব। প্রথমে কমলা রঙের সাইন পেন দিয়ে আইসক্রিমের নিচের অংশ সুন্দরভাবে রঙ করে নিব।

IMG20240601192218.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর চিত্রের মতো করে আইসক্রিমের উপরের অংশে ব্রাউন কালার করে নিব।

IMG20240601192312.jpgIMG20240601192335.jpg
✍️ধাপ-৬:✍️

তারপর আইসক্রিমের নিচের অংশে নীল,হলুদ ও গোলাপি রঙ করে নিব। আইসক্রিমের তিনটি অংশে ভিন্ন তিন কালারের পেন দিয়ে রঙ করায় দেখতে আরো সুন্দর লাগছে।

IMG20240601192422.jpgIMG20240601192537.jpg
IMG20240601192556.jpgIMG20240601192622.jpg
✍️ধাপ-৬:✍️

এভাবেই সম্পূর্ণ আইসক্রিমটি অংকন করা শেষ হলো। সর্বশেষে নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240601192659.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240601192804-01.jpegIMG20240601192745-01.jpeg
IMG20240601192730-01.jpegIMG20240601192726-01.jpeg

IMG20240601192720-01.jpeg

আমার অংকন করা আজকের এই সুন্দর আইসক্রিমের আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আর্ট করার প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 10 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আইসক্রিমের সুন্দর একটি আর্ট তৈরি। আপনার তৈরি আইসক্রিম দেখে আমার জিভে জল চলে এসেছে। মনে হচ্ছে এখন খেতে পারলে বেশ ভালো লাগবে। আসলে আইসক্রিম তৈরিতে আপনি কালার পেন ইউজ করেছেন এজন্য দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

ওয়াও আপু , আপনার আইসক্রিম অঙ্কনটি খুবই সুন্দর হয়েছে। এবং সত্যি বলতে বেশ কিউট লাগছে আপনার আঁকা এই আইসক্রিমটি। আপনাকে ধন্যবাদ আপু।

 10 months ago 

এই গরমের দিনে আইসক্রিমের নাম শুনলে যেমন কেমন যেন লাগে আবার আপনার আইসক্রিম দেখেও কিন্তু আমার খেতে মন চাইছে । হাতে সময় থাকলে এ ধরনের আর্ট গুলো করতে ভালই লাগে আর সময় না থাকলে ঝটপট করে কোন কিছু করাও যায় না । সময় নিয়ে করলে এগুলো ভালো সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায় । আপনার আইসক্রিম এর আর্টটি কিন্তু ভালো হয়েছে ।

 10 months ago 

এই গরমে এমন আইসক্রিম খেতে পারলে আমারও বেশ ভালো লাগে আপু। আপনি বেশ সুন্দর একটি আইসক্রিম এর আর্ট করলেন আপু। এত সুন্দর আইসক্রিমের আর্ট দেখেই আইসক্রিম খেতে মন চাইছে। অনেক ভালো লাগলো আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করলেন।

 10 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু এই গরমে আইসক্রিমের নাম শুনলেই অন্য রকমের ভালোলাগা তৈরি হয়। আর আইসক্রিম খেতে ইচ্ছা করে। আপনি এত সুন্দর করে চিত্র আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দেখতে সত্যিকারের আইসক্রিমের মতোই লাগছে আপু।

 10 months ago 

আইসক্রিম আমার খুবই পছন্দ। বিশেষ করে গরমের সময় আইসক্রিম টা যেন আরও বেশি ভালো লাগে। এবং এটা সবার পছন্দের তালিকায় থাকে। আইসক্রিম এর আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। বেশ দারুণ লাগছে দেখে। আপনি বেশ সুন্দর আর্ট করেন। ধন্যবাদ আমাদের সাথে আইসক্রিম এর আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য।।

 10 months ago 

এখন যে গরম পরেছে এই গরমে আইসক্রিম এর কথা শুনলেই খেতে মন চায়। গরমে আইসক্রিম খেতে ও ভীষণ ভালো লাগে। আপনি সাইন পেন দিয়ে চমৎকার ভাবে আইসক্রিম এর আর্ট করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আর্টের প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 10 months ago 

অনেকদিন পরে আপনার পোস্ট নজরে আসলো। অনেক সুন্দর আইসক্রিমের আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে আপু। এ ধরনের কালার আর্টগুলো করতে অনেক বেশি ধৈর্য সময়ের প্রয়োজন হয়। কয়েকটা কালারের কম্বিনেশনে তৈরি করেছেন বলেই অনেক বেশি সুন্দর লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

আইসক্রিম টা দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। আপনি খুব সুন্দর একটি আইসক্রিম আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা অসাধারণ লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 76615.10
ETH 1481.61
USDT 1.00
SBD 0.63