// মাশরুমের ম্যান্ডেলা আর্ট //

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

IMG20240307183214-01-01-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে শেয়ার করবো ম্যান্ডেলা আর্ট।ম্যান্ডেলা আর্ট করতে খুব অল্প উপকরণের প্রয়োজন হয়।এবং ম্যান্ডেলা আর্টগুলো দেখতে অনেক সুন্দর হয়।আমি মাঝে মাঝে আপনাদের সাথে ম্যান্ডেলা আর্ট শেয়ার করি।আশা করি আমার অঙ্কন করা ম্যান্ডেলা আর্টগুলো আপনাদের ভালো লাগে।আর্ট করতে গেলেই বিষয় নির্ধারণ করতে অনেক সময় লেগে যায়।তবে কি অঙ্কন করবো তা নির্ধারণ করতে পারলে আর্ট করতে বেশি সময় লাগে না।আজকে আমি মাশরুমের ম্যান্ডেলা আর্ট করেছি। মাশরুম দেখতে অনেক সুন্দর হয়। ভাবলাম মাশরুমের একটি ম্যান্ডেলা আর্ট করা যাক। তাই আর দেরি না করে মাশরুমের ম্যান্ডেলা করে ফেললাম।চলুন দেখে নেয়া যাক কিভাবে মাশরুমের ম্যান্ডেলা আর্ট করলাম।

মাশরুমের ম্যান্ডেলা আর্ট

IMG20240307183251-01.jpeg

IMG20240307183257-01.jpeg

IMG20240307183302-01.jpeg

IMG20240307183307-01.jpeg

IMG20240307183358-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল কলম
৩.পেন্সিল

IMG20240307175312.jpg

ধাপ-১:

প্রথমে পেন্সিল দিয়ে মাশরুম দুইটি এঁকে নিব।একটি বড় সাইজের মাশরুম এবং একটি ছোট সাইজের মাশরুম।এরপর জেল কলম দিয়ে মাশরুম দুইটিতে গাঢ় কালো রং করে নিব।

IMG20240307175954.jpgIMG20240307180623.jpg
ধাপ-২:

এখন প্রথমে বড় সাইজের মাশরুমটিতে ম্যান্ডেলা আর্ট শুরু করব। এখানে আমি মাশরুমটির উপরের দিকে বিভিন্ন পাতা, ফুল এবং দাগ দেয়ার মাধ্যমে নিখুঁত নকশা অংকন করেছি।

IMG20240307180824.jpgIMG20240307181105.jpg
IMG20240307181451.jpgIMG20240307181616.jpg
ধাপ-৩:

এরপর মাশরুমটির মাঝের অংশে চিত্রের মতো করে অনেকগুলো দাগ দিয়ে নিয়েছি। এবং মাশরুমটির নিচের দিকে অসংখ্য বৃন্দু এঁকে সুন্দর নকশা করে নিয়েছি।

IMG20240307182016.jpgIMG20240307182300.jpg
ধাপ-৪:

এখন ছোট মাশরুমটিতে সুন্দর এবং নিখুঁত নকশার মাধ্যমে ম্যান্ডেলা আর্ট কমপ্লিট করব।ছোট মাশরুমের নিচের অংশে অনেকগুলো বৃন্দু এঁকে নিয়েছি।

IMG20240307182552.jpgIMG20240307183043.jpg
ধাপ-৫:

এভাবেই সম্পূর্ণ মাশরুমটি অংকন করা শেষ হলো। মাশরুম দুইটি দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লাগছিল।

IMG20240307183051.jpg

ধাপ-৬:

এখন নিচের দিকে আমার সিগনেচার করে নেব।

IMG20240307183139.jpg

ফাইনাল আউটপুট:

IMG20240307183336-01.jpeg

IMG20240307183312-01.jpeg

IMG20240307183351-01.jpeg

IMG20240307183402-01.jpeg

IMG20240307183412-01.jpeg

IMG20240307183214-01-01.jpeg

আমার অঙ্কন করা আজকের এই মাশরুমের ম্যান্ডেলা আর্ট আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভাল লেগেছে। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 last year 

ম্যান্ডেলা আর্ট করতে অল্প উপকরণ এর প্রয়োজন হলেও, সময় কিন্তু বেশ লাগে। মানে আমার তো অনেক সময় লাগে। আপনার আজকের মাশরুমের ম্যান্ডেলা কিন্তু বেশ কিউট হয়েছে আপু। আপনার আর্টের হাত বেশ ভালোই। আপনি বেশ সুন্দর করে মাশরুম দুটির ভেতরের ডিজাইন গুলো করেছেন। আপনার জন্য শুভকামনা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিকই বলেছেন আপু, ম্যান্ডেলা আর্ট করতে অল্প উপকরণের প্রয়োজন হয়। কিন্তু অনেক বেশি সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 last year 

যে কোনো ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগে। আপনার মাশরুমের ম্যান্ডেলা আর্ট খুবই অসাধারণ হয়েছে। এ ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন । আপনার আর্ট করার দক্ষতা বেশ অসাধারণ। এতো সুন্দর মাশরুমের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আমার মাশরুমের ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

মাশরুমে চিত্র অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে চিত্র অঙ্কন করেছেন। এই মেন্ডেলের চিত্র দেখতে পেয়ে মুগ্ধ হলাম, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতবাদ দিয়ে পাশে থাকার জন্য।

 last year 

জেল পেন এবং পেন্সিল দিয়ে মাশরুমের ম্যান্ডেলা আর্ট আসলে অনেক চমৎকার হয়েছে। এত প্রফেশনাল ভাবে কি করে অঙ্কন করতে পারেন ।অংকনটির প্রতিটি ধাপ কিভাবে অঙ্কন করেছে আমাদের মাঝে শেয়ার করছেন ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমার অংকন করা মাশরুমের ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

মাঝে মাঝে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে, কি পোস্ট করব সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় কেটে যায় তবে আপনি ভাবতে ভাবতেই যে এত সুন্দর একটা মাশরুমের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করবেন সেটা কি কখনো ভেবেছিলেন..? আপনার অঙ্কিত এই মাশরুমের ম্যান্ডেলা অংকন দেখে আমি মুগ্ধ দারুণভাবে আপনি এটা অঙ্কন করেছেন। সময় নিয়ে কোন কিছু অঙ্কন করলে আসলেই অনেক বেশি সুন্দর হয়, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঠিকই বলেছেন, সময় নিয়ে কোন কাজ করলে আসলেই তার ভালো ফলাফল পাওয়া যায়।

 last year 

আপনি আজকে চমৎকার ভাবে মাশরুম এর ম্যান্ডেলা আর্ট করেছেন। মাশরুম এর ম্যান্ডেলাটি দেখতে অসাধারন লাগছে। আপনি ঠিক বলেছেন কোনো কিছু আর্ট করতে বসলে কি আর্ট করবো এইটা ভাবতেই অনেক সময় চলে যায়। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

হ্যাঁ, বিষয়বস্তু নির্ধারণ করা সত্যি অনেক কষ্টের। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি বেশ চমৎকার মাশরুমের ম্যান্ডেলা আর্ট করছেন। জেল কলম এবং পেন্সিল ব্যবহার করার কারণে দেখতে চমৎকার লাগতেছে। তবে ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলো ম্যান্ডেলা আর্ট এর মধ্যে করার কারণে দেখতে অসাধারণ লাগতেছে। নিখুঁতভাবে মাশরুমের ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।আমার অঙ্কন করা মাশরুমের ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96580.26
ETH 2763.74
SBD 0.66