আর্ট :- স্মাইলি মুখের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করব। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। ম্যান্ডেলা আর্ট গুলোর ফুলগুলো আঁকতে একটু বেশি সময় লেগে যায় আমার। ধীরে ধীরে আঁকতে আঁকতে অনেকটাই সময় দিতে হয়। তাও আমি এই স্মাইলি ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগলো। ছোট ছোট ফুলগুলো আঁকতে বিশেষ করে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা গুলো আঁকতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর দেখায়। আপনাদের সামনে আজকে অনেক সুন্দর একটি আর্ট নিয়ে আসলাম। আমি অনেক চেষ্টা করে এটা স্মাইলি আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে এই সুন্দর স্মাইলি মুখের ম্যান্ডেলা আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।

IMG_20250414_182548.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20220919_192603_mfnr.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর খাতার মাঝখানে একটি গোল বৃত্ত এঁকে তার চারপাশে বড় বড় কিছু ফুল এঁকে নিয়ে নিলাম।

IMG_20250414_222725.jpg

ধাপ - ২ :

এরপর চুলগুলোর মাঝখানে কিছু নকশা ডিজাইন করে মাঝখানে খালি বৃত্তের মধ্যে একটি স্মাইলি মুখ এঁকে নিয়ে নিলাম।

IMG_20250414_222742.jpg

ধাপ - ৩ :

এরপর চারপাশে আরো বড় বড় কিছু অংশ একে তার মাঝখানে এবং একপাশে ফুলের নকশা ডিজাইন করে নিয়ে নিলাম।

IMG_20250414_222629.jpg

ধাপ - ৪ :

এরপর খালি অংশগুলোর মধ্যে চিকন চিকন দাগ দিয়ে ভরাট করে নিয়ে নিবেন।

IMG_20250414_222641.jpg

ধাপ - ৫ :

এরপর উপরের অংশে বড় কিছু পাতার মতো অংশ রেখে আর মাঝখানে কিছু দাগ দিয়ে ডিজাইন করে নিয়ে নিলাম।

IMG_20250414_222659.jpg

ধাপ - ৬ :

এরপর মাঝখানে স্মাইলি মুখের মধ্যে কমলা কালারের রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20250414_222715.jpg

শেষ ধাপ :

IMG_20250414_182548.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 8 days ago 

ম্যান্ডেলাটি দেখেই মুগ্ধ হয়ে গেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে ভাইয়া। স্মাইলি মুখের ম্যান্ডেলাটি এত সুন্দরভাবে তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ম্যান্ডেলা কি অঙ্কন করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে দেখে বোঝা যাচ্ছে। ধৈর্য নিয়ে সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 7 days ago 

আমার ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ।তাই ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

স্মাইলি মুখের ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। আসলে ভাইয়া এই আর্ট গুলো করতে সময় লাগা স্বাভাবিক। সত্যি বেশ ভালো লেগেছে আপনার আর্টটি। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

আজকের এই আর্ট আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।এই ধরনের আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেক নিখুঁতভাবে আপনি এই আর্ট সম্পূর্ণ করেছেন। অনেক ধন্যবাদ এটা সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 7 days ago 

আমি চেষ্টা করি সুন্দর আর্ট করার জন্য। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 8 days ago 

Screenshot_2025-04-15-18-13-41-610_com.twitter.android.jpg

Screenshot_2025-04-15-18-10-46-164_com.twitter.android.jpg

 8 days ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার করা আর্ট টি দেখতে দারুণ হয়েছে। এত নিখুঁতভাবে আর্ট টি সম্পূর্ণ করেছেন যা দেখে মুগ্ধ হলাম।খুবই সুন্দরভাবে ম্যান্ডেলা আর্ট টি ফুটিয়ে তুলেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 7 days ago 

আমার ম্যান্ডেলা আর্ট অসাধারণ বলে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

Screenshot_20250415_143916_com.android.chrome.jpg

 8 days ago 

ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকমভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন। কালার কম্বিনেশনটা জাস্ট মনোমুগ্ধকর ছিল। কালারিং ম্যান্ডেলা আর্ট গুলো আমি বেশি পছন্দ করি। আপনার এই নিখুঁত হাতের কাজের প্রশংসা তো করা লাগছে।

 7 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমার ম্যান্ডেলা আর্ট
নিয়ে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93422.51
ETH 1789.56
USDT 1.00
SBD 0.87