সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ9 hours ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট।। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000057037.jpg

আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর্ট করতে এবং আর্ট পোস্টগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেশ অনেকদিন ধরেই ম্যান্ডেলা আর্ট করা হয়ে ওঠেনা। তাই আজকে ভাবলাম একটি ম্যান্ডেলা আর্ট করি সেজন্য কি ধরনের ম্যান্ডেলা আর্ট করবো সেটা চিন্তা করতে করতে একটি ভিন্ন ধরনের আর্ট করার কথা মাথায় এলো। যেখানে লাভ লেখাটার মধ্যে আমি প্রত্যেকটা লেটারের ভিতরে ম্যান্ডেলা আর্ট ডিজাইনগুলো দিয়েছি এবং আশেপাশে কয়েকটা হার্ট আর্ট করেছি।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট বই
• কালো কলম
•লাল রং
•পেন্সিল
•স্কেল
•রবার

1000056995.jpg

ধাপ:-১

প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি।

1000056997.jpg

ধাপ:-২

এরপর আমি কালো রং দিয়ে আর্টের উপর আবারো আর্ট করে নিলাম।

1000056998.jpg

1000056999.jpg

ধাপ:-৩

এরপর আমি L লেটারের ভিতরে ম্যান্ডেলার ডিজাইনগুলো করে নিলাম।

1000057000.jpg

1000057001.jpg

ধাপ:-৪

এখন আমি o লেটারের ভিতরে আরও ভিন্ন ধরনের কিছু ডিজাইন করেছি।

1000057002.jpg

1000057003.jpg

ধাপ:-৫

আর ধারাবাহিকভাবে আমি v লেটার মধ্যেও আরো ভিন্ন ধরনের কিছু ডিজাইন করেছি।

1000057004.jpg

1000057005.jpg

ধাপ:-৬

এখন আমি একেবারে শেষের অক্ষরটির মধ্যে ছোট ছোট কিছু ডিজাইন করেছি।

1000057006.jpg

1000057007.jpg

ধাপ:-৭

অক্ষর গুলোর মধ্যে ডিজাইন করা শেষে আমি হার্টের মধ্যে লাল রং দিয়ে আর্ট করে নিলাম।

1000057008.jpg

1000057010.jpg

শেষ ধাপ:-

আর এভাবে আমি আজকের এই সুন্দর ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছি। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ম্যান্ডেলা আর্ট করার সময় একটু সময় দিয়ে করলে আর্ট তা অনেক সুন্দর আর নিখুঁত হয়। ম্যান্ডেলা আর্ট ভেতরের ডিজাইনগুলো যদি নিখুঁতভাবে করা যায় দেখতেও বেশ ভালো লাগে। আমিও চেষ্টা করেছি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার। আশা করছি আমার আজকের এই ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।

1000057037.jpg

1000057038.jpg

1000057039.jpg

1000057040.jpg

1000057041.jpg

1000057042.jpg

1000057043.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 9 hours ago 

Love লেখার মধ্যে খুব সুন্দর ম্যান্ডেলা ডিজাইন করেছেন আপু। ডিজাইনটা বেশ চমৎকার লাগছে দেখতে। ছোট ছোট ডিজাইনগুলো করতে নিশ্চয় অনেক সময় লেগেছে। খুব সুন্দর ভাবে ধৈর্য নিয়ে ডিজাইনগুলো করেছেন। অনেক সুন্দর ছোট হার্ট শেপ গুলো দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। এত চমৎকার একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 8 hours ago 

LOVE লিখে তার ওপর যেভাবে মেন্ডেলা আর্ট ডিজাইন করেছেন তাতে ভীষণ ভালো দেখাচ্ছে সম্পূর্ণ ছবিটি। আপনার হাতের কাজের দক্ষতা এই ছবিটির মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও এর আগেও ভালো ভালো ছবি আমরা দেখেছি আপনার ব্লগে। এই ছবিটি অসাধারণ হয়েছে।

 6 hours ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন আপনি। বিশেষ করে আপনি ডিজাইন করে আর্ট করার কারণে খুবই সুন্দর হয়েছে। আর ছোট ছোট অক্ষরের মধ্যে আর্টগুলো করতে খুব সাবধানে করতে হয়। আর ছোট ছোট নকশা হওয়ার কারণে তৈরি করতে সময় লাগে। খুব সুন্দর ডিজাইন করে ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 3 hours ago 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 3 hours ago 

সত্যিই ভীষণ চমৎকার দেখতে হয়েছে আপনার এই ম্যান্ডেলা আর্টটি। এখানে সকলেই অনেক রকম ফিউজান ম্যান্ডেলা করে থাকে। আপনারটা চোখে লেগে থাকার মত। অস্বীকার করব না আপনার এই আট দেখে আমিও বেশ কিছু আইডিয়া মাথার মধ্যে গেথে নিলাম যা দিয়ে বুক মার্ক তৈরি করব এবং পরের বইমেলায় মহানন্দে বেচবো। হি হি হি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 90329.45
ETH 2286.75
SBD 0.63