আজকের চিত্রটি হলো একটু ভিন্ন ধরনের। এখানে আমি সম্পূর্ণ কালো মার্কার ব্যবহার করে একটি ফুলের ডিজাইন করেছি।ডিজাইন দিয়ে এটিকে ভিন্নভাবে একেছি।আপনারা দেখেই বুঝতে পারছেন এটি কেমন হয়েছে।
ড্রয়িং খাতা
মার্কার কলম

প্রথমে আমি কলমের সাহায্যে ফুলের চিত্র একে নিলাম।

এরপরে মার্কার কলম নিলাম।এই কলমে চিকন এবং মোটা ২ রকমের কালি রয়েছে।
প্রথমে চিকন অংশের সাহায্যে এই ফুলের কিছু ডিজাইন একে নিয়েছি যাতে কালো রঙ করতে সুবিধা হয়।

তারপরে আমি মার্কার দিয়ে ফুলের একটি পাপড়ি রঙ করা শুরু করলাম। পাপড়ির রঙ করার ক্ষেত্রে আমি ডিজাইন অনুযায়ী রঙ করেছি।
এখন মোটা মার্কার দিয়ে সবগুলো ফুলের পাপড়ির কিনারা আবারও মোটা করে একে নিলাম।

এক এক করে আমি সবগুলো পাপড়ি রঙ করে নিয়েছি।
মাঝের গোল বৃন্তটিকেও মার্কার দিয়ে রঙ করে নিলাম।

এরপরে আমি ফুলের বোটার অংশের রঙ করলাম।
এরপরে পাশের যে মোটা ডিজাইনটি ছিল তা মার্কার দিয়ে রঙ করে নিয়েছি।২ পাশের ২ টি ডিজাইনকেই সুন্দর করে রঙ করে নিলাম।
সেই ডিজাইনের কিনারায় চিকন কলমের সাহায্যে একে নিলাম।

সেই চিকন কলমের সাহায্যে পাশে আরও কিছু ডিজাইন একে নিলাম।এরপরে সেখানে পাতার মত করে একে নিয়েছি। এবং ছোট ছোট কিছু বিন্দু একে নিলাম।
সবশেষে আমার নাম সাইন করে নিয়ে ফুলের অংকন শেষ করলাম।

এইতো খুব সহজে একে পেল্লাম একটি বিমূর্ত ফুলের ডিজাইন। আশা করি আমার আজকের এই নতুন ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে।মতামত দেখার অপেক্ষায় রইলাম।


সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

মার্কার কলম দিয়ে ফুলের আর্ট সত্যি এক কথায় অসাধারণ হয়েছে। আজকের পোস্টে আপনার প্রতিভা প্রকাশ পেয়েছে। আজকের এই আর্ট করতে অনেক সময় লেগেছে তা বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জি আপু,মার্কার দিয়ে করতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হয় যাতে অন্যত্র দাগ না লাগে।
মার্কার কলম দিয়ে খুব সুন্দর করে ফুলের আট করেছেন। কালো কালারের কারণে মনে হয় ফুলটি দেখতে এত সুন্দর লাগছে। তাছাড়া ফুলের আর্ট এর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য ।ভালো থাকবেন সব সময়।
আপনার অঙ্কন করা ফুলের চিত্র টি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। অসাধারণ ভাবে চিত্রটি উপস্থাপন করেছেন আপনি। আপনার অঙ্কনের প্রশংসা করতে হয়। দেখে বোঝা যাচ্ছে অনেক নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন আপনি। শুধুমাত্র মার্কার ব্যবহার করে আপনার চিত্রাঙ্কন টি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শুধুমাত্র চেষ্টা করেছি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য ।আর সামনে আরো সুন্দর কিছু উপহার দেয়ার চেষ্টা করব।
মার্কার কলম দিয়ে ফুলের অংকন সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। ফুলটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনার দক্ষতা ও নিপুন হাতের কারুকাজ এর জন্য আজ আমরা এত সুন্দর একটি ফুলের অংকন দেখতে পেলাম। ফুলটি আপনি কিভাবে অঙ্কন করেছেন তার প্রতিটি ধাপ সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাদের সুন্দর মন্তব্য পেলে আরও উৎসাহ পাই এবং কাজ করতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন
মার্কার কলম দিয়ে কি সুন্দর ফুল আঁকলেন। সত্যি অসাধারন। আমি তো মার্কার কলম দিয়ে আঁকতে ভয় পাই। একটু ভুল হলেই শেষ। ভালো এঁকেছেন অনেক। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
তা ঠিক বলেছেন মার্কার কলম দিয়ে কাজ করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয় ।না হলে কোথাও একবার দাগ পড়ে গেলে তার ঠিক করা সম্ভব হয় না।
ওয়াও! আপু মার্কার কলম দিয়ে খুব সুন্দর করে ফুলের আট করেছেন। কালো কালারের কারণে মনে হয় ফুলটি দেখতে এত সুন্দর লাগছে। তাছাড়া ফুলের আর্ট এর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল অবিরাম।
জি ভাইয়া,কালো কালারের কারণেই দেখতে বেশি ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এত সুন্দর আর্ট দেখলে উৎসাহ না দিয়ে কি থাকা যায়? আপনার প্রতিভা সত্যিই প্রশংসনীয় আপু। খুবই ভালো লাগলো আপনার করা এই আর্টটি। বেশ গুছিয়ে পুরো পোস্টটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপু।
এখন তো আর পোস্টার রং বা জল রং দিয়ে আর্ট করা হয় না ।তাই চেষ্টা করলাম মার্কার পেন দিয়ে আর্ট করতে।
মার্কার কলম দিয়ে খুব সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপু। আপনার এই ফুলটি দেখতে একদম ইউনিক লাগছে। আর আমি আপনার এ ফুলটি দেখে এক বারেই মুগ্ধ। খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।
আমারও খুব ভালো লাগলো আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে। সব সময় মন্তব্য করে পাশে থাকবেন
মার্কার পেন এর ব্যবহারে আর্ট টি খুব সুন্দর প্রতীয়মান হয়েছে। ভালো লাগছে দেখতে, আর সেই সাথে মানতে হয় বেশ দক্ষ আর্টিস্ট একজন আপনি।
মার্কার কলম দিয়ে করা আর্ট গুলো এমনিতেও খুব সুন্দর দেখায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
মার্কার দিয়ে আপনার এ ধরনের ছবিগুলো অনেক সুন্দর হয়ে থাকে আপু। ছবি আঁকার হাত অনেক চমৎকার আপনার। সচরাচর যেমন ধরনের ফুলের আর্ট দেখি তার থেকে কিছুটা ভিন্ন ভাবে এঁকেছেন। সত্যিই অনেক ভালো লাগলো পুরোটা দেখে।
আসলে মার্কার কলম দিয়ে করতে এমনিতেই খুব ভালো লাগে তাই এরকম ফুল চেষ্টা করলাম।