থ্রিডি আর্ট পোস্টঃ পেনসিল দিয়ে মইয়ের থ্রিডি আর্ট।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আঁট পোস্ট নিয়ে হাজির হলাম। চিত্র অংকন করতে বেশ ভালোই লাগে। যদিও এই বিষয়ে আমি খুবই দুর্বল আগেও বলেছি। আপনার সবাই জানেন। কিন্তু ছোট কালে অনেক আগ্রহ ছিলো ছবি আঁকা শেখার। যাই হোক এখন যতটুকু পারি ছবি আঁকি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা ছাবি আপনাদের অনেক ভালো লাগবে।
যদিও আমি আর্ট করাতে অনেক দূর্বল তার পরও চেষ্টা করি নতুন কিছু করার। তারই পরিপেক্ষিতে আমি আজ একটি লেডার (মই/ বাসই) যারা যে নামে চিনে থাকেন সেটারই
থ্রিডি আর্ট করে দেখাবো। আর্টটি অনেক সহজ যে কেউ ইচ্ছা করতে এটা আঁকাতে পারবে।
প্রয়োজনীয় উপকরণ |
---|
সাদা কাগজ |
পেনসিল |
কলো কলম |
প্রথমে একটি সাদা কাগজের উপর একটি অর্ধ ত্রিভুজ দেখে নিয়েছে।
এরপর একসাথে দুইটি ত্রিভুজ আঁকিয়ে নিয়েছি।
দুইটি ত্রিভুজ আঁকিয়ে নেওয়ার পর ছবিটি দেখতে ঠিক এমনটির মতো লাগবে। এরপর দুইটি ত্রিভুজের টপ কর্নারে লম্বা করে একটা দাগ কেটে নিয়েছি।
এভাবে বেশ কয়েকটি দাগ কেটে নিয়েছি। যাতে সেটা দেখতে মইয়ের মত লাগে।
এভাবে সম্পূর্ণ ত্রিভুজ টিকে দাগ দিয়ে নেয়ার পর একপর্যায়ে দেখতে একদম মইয়ের মত লাগবে। এর পর প্রতিটি দাগ সুন্দর করে এঁকে নিয়েছি। যদিও ছবিতে দুইটি মই দেখা যাবে। কিন্তু যখন মইটা আমরা একটু আঙ্কেল করে ক্যামেরা সামনে নিয়ে আসবো তখন সেটা দেখতে একটি মই ও আর একটি দেখতে মইয়ের ছায়ার মতো লাগবে। যেটা দেখতে পরবর্তীতে থ্রিডি আকারে ধারণ করবে।
দেখুনতো এবার দেখে মনে হচ্ছে কিনা যে মইটা দেওয়ালের সাথে লাগানো রয়েছে এবং এর ছায়া দেওয়ালে পড়েছে।
পোস্টের ধরন | আর্ট পোস্ট |
---|---|
চিত্র শিল্পী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
থ্রিডি পদ্ধতিতে মই তৈরি করার দারুণ পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। চিত্রগুলো অঙ্কন করা অনেক কঠিন কাজ। আমি অনেকবার চেষ্টা করেছিলাম অনেকবার কিন্তু সফলতা অর্জন করতে পারিনি।
একবার হয়নি তো কি হয়েছে। বার বার চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে থাকুন।
ভাই আপনি আজকে খুব সুন্দর করে আমাদের মাঝে থ্রিডি পোস্ট শেয়ার করেছেন। খুব সুন্দর করে আপনি কাগজ কলম দিয়ে দারুন ভাবে থ্রিডি আর্ট করেছেন যা আপনার পোস্ট দেখে লক্ষ্য করলাম। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত শেয়ার করার জন্য।