আপেল পেঁচা বানানো পদ্ধতি ❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি।সুস্থ আছি।আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আপেল দিয়ে সুন্দর একটি পেঁচা বানানোর পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
বর্তমানে ফল দিয়ে নানা রকমের ডেকোরেশন খুব জনপ্রিয়। বিয়ের গায়ে হলুদে সুন্দর সুন্দর ফুল বানানে হয় এবং
বাচ্চাদের জন্মদিনে নানা রকম কার্টুন ও পাখি বানিয়ে বাচ্চাদের খুশি করা হয়।খুব ভালো লাগে ফল দিয়ে নানান রকমের কিছু বানাতে।
সমস্ত বাংলাদেশে ও আশেপাশের সব জায়গায় বৃষ্টি হলেও আমাদের এলাকায় বৃষ্টির দেখা নেই।আকাশ মাঝে মাঝে এমন ভয়ংকর রুপ ধরে যে মনে হবে বৃষ্টি নামলে সাত দিনেও ছাড়বে না কিন্তুু দু এক ফোঁটা বৃষ্টি পড়েই আকাশ আবার চুপ হয়ে যায়। অবশ্য সবার ঘরে ঘরে ধান চলে এসেছে তাই বৃষ্টি না হওয়াতে আক্ষেপ নেই কারো । রোদ সবার চাই।এদিকে এই গরম এই ঠান্ডা এমন আবহাওয়ার কারণে প্রায় মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
গতকাল রাত থেকে মেয়ের জ্বর।রুমেই বেশি সময় থাকছে। তাই আমি ওকে নানা ভাবে খেলা দেয়ার চেষ্টা করছি এজন্য কাজ হচ্ছে না কোন ব্লগের তাই হঠাৎই ভেবে নিলাম আপেল দিয়ে পেঁচা বানিয়ে নেই তাহলে আমারও কাজে লাগবে মেয়েও খুশি হবে।যে কথা সেই কাজ।ফ্রিজ থেকে আপেল বের করে এনে ধুয়ে পেঁচা বানানো শুরু করে দিলাম।
তো চলুন দেখা যাক কিভাবে আঁপেল দিয়ে পেঁচা বানালাম।
১.আপেল | দুটা |
---|---|
২.তুত পিক | প্রয়োজন মতো |
৩.গোল মরিচ | দুটা |
প্রথম ধাপ
প্রথমে দুটো আপেল ধুয়ে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
একটি আপেল দুপাশে কেটে নিয়েছি সমান ভাবে।
তৃতীয় ধাপ
এখন আর একটি আপেল ও সুন্দর করে কেটে নিয়েছি পেঁচার মুখ বানানোর জন্য।
চতুর্থ ধাপ
পেঁচার মুখের কাটা আপেলটিতে চোখ বানিয়েছি গোল মরিচ দিয়ে।
পঞ্চম ধাপ
এখন পেঁচার বডির যে অংশ সমান ভাবে কেটে ছিলাম সে অংশে টুথপিক দিয়ে পাখা বানিয়ে নিয়েছি পেঁচার।
ষষ্ঠ ধাপ
এখন পেঁচা বানানোর জন্য যে মুখের অংশের কাটার আপেলের অংশ থেকে কান ও ঠোঁট কেটে নিয়েছি এবং বসিয়েছি কান ও ঠোঁট।মাথার উপরে শিং এর মতো যে দুটো দেখতে পারছেন সে দুটো কিন্তুু শিং নয় কান।
সপ্তম ধাপ
এভাবেই ধাপে ধাপে সুন্দর করে বানিয়ে ফেলেছি সুন্দর একটি পেঁচা।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের আয়োজন আপেল দিয়ে পেঁচা তৈরি পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টেট মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | কাটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
অনেক সুন্দর ফ্রুট কাটিং আমাদের মাঝে দেখিয়েছেন। যেখানে আপেল কেটে অসাধারণ এক প্যাঁচা তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার এই অসাধারণ দক্ষতা দেখে। আশা করবো ঠিক এভাবে আরো অনেক কিছু তৈরি করে দেখানোর চেষ্টা করবেন।
অবশ্যই চেষ্টা করবো ভাইয়া আরো কিছু বানিয়ে আপনাদের সাথে ভাগ করার।
আপনার মেয়ে অসুস্থ এটা জেনে খুবই খারাপ লাগলো দোয়া করি আপনার মেয়ে যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। যাই হোক মেয়েটাকে বিনোদন দেওয়ার জন্য আপনি খুবই চমৎকার ভাবে আপেল দিয়ে পেচা বানানোর পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। সত্যি বলতে ফল দিয়ে এরকম নানা ধরনের ডেকোরেশন দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপেল পেঁচা বানানো পদ্ধতি দেখে মুগ্ধ হলাম আপু। আপনি খুব সুন্দর ভাবে একটি পেঁচা তৈরি করেছেন। এই ধরনের কাজ গুলো সৃজনশীলতা পরিচয় দিয়ে থাকে। আপনি চমৎকার ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। পেঁচার চোখ গুলো দেখতে খুব চমৎকার লাগছে। ধন্যবাদ আপু আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
পেঁচার চোখ কিন্তুু সত্যি সুন্দর। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপেল দিয়ে খুবই সুন্দর একটি পেঁচা তৈরি করেছেন। খাবার টেবিলে এরকম ডেকোরেশন থাকলে দেখতে খুবই সুন্দর লাগে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা পেঁচা বানানোর পদ্ধতিটি শিখে নিতে পারলাম।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপেল দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন শেয়ার করেছেন। পেঁচাটাকে দেখতে বেশ কিউট লাগছে। এরকম ফল ডেকোরেশন গুলো আমার ভীষণ পছন্দ। বেশ দক্ষতার সাথে কাজটা করেছেন আপনি। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সত্যি আপু পেঁচাটি অনেক কিউট লাগছে।
আপনি খুব সুন্দর ভাবে আপেল দিয়ে পেঁচা বানানোর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। পদ্ধতিটি দেখে আমরাও শিখে নিলাম।পেঁচাটি দেখতে খুবই কিউট লাগছে। ফল ডেকোরেশন বর্তমানে সত্যিই অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন অকেশনে বর্তমানে এর প্রচলন বেড়েই চলেছে। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি ভিজিট করে।
আমার পোস্ট টি ভিজিট করে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
সাধারণত বিয়ের প্রোগ্রামেই এইরকম ফল দিয়ে তৈরি ডেকোরেশন দেখা যায়। আপেল দিয়ে পেচা টা খুবই দারুণ তৈরি করেছেন। চমৎকার ছিল আপনার ডেকোরেশন টা। সত্যি বলতে এটা বেশ ইউনিক ছিল। অনেক সুন্দর লাগছে। এবং পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।।
হ্যাঁ ভাইয়া বিয়ের অনুষ্ঠানে ও বাচ্চাদের জন্মদিনে এরকম ফলের ডেকোরেশন করা হয়।
হঠাৎ মেয়ে অসুস্থ শুনে খুব খারাপ লাগলো আপু। মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই দোয়া রইল। আর আপনি খুব সুন্দর করে আপেল দিয়ে পেঁচা তৈরি করেছেন। আসলে ফল দিয়ে বিভিন্ন রকম ডেকোরেশন করা হয়, যেগুলো মূলত বিয়ে অনুষ্ঠান অথবা জন্মদিনের অনুষ্ঠানগুলোতে বেশি রাখা হয়। তবে মাঝে মাঝে এভাবে সাজালে মন্দ হয় না, খুব সুন্দর হয়েছে এটি।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
এটা জেনে বেশ খারাপ লাগলো এখন পর্যন্ত আপনাদের এলাকায় বৃষ্টি হয়নি। তবে আপু আমাদের এলাকায় একটা দিন বৃষ্টি হয়েছে। যাই হোক আপনি আজকে আপেল দিয়ে এত চমৎকার একটি পেঁচা তৈরি করেছেন যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি করার প্রতিটা ধাপা হলে খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া বৃষ্টি হয়নি এখন না হওয়াই ভালো বৃষ্টি কারণ বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে।
আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। পেঁচা পাখি আগে অনেক দেখা যেতো। তবে এখন আর আগের মতো দেখা যায় না। আপেল পেঁচা দেখতে কিউট লাগতেছে। আপনার আইডিয়া খুব ভালো ছিলো আপু। অনেক সুন্দর করে আপেল কেটে আপেল পেঁচা তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
ঠিক বলেছেন পেঁচা আগে দেখা যেত অনেক বছর হলো দেখি না এই সুন্দর পেঁচা। ধন্যবাদ