কবিতা আবৃত্তি ( অনূভব - সুকান্ত ভট্টাচার্য্য )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। পৃথিবীর অনেকেই মনে করে বাঙালি জাতি অলস কর্মবিমুখ এরা লড়তে ভয় পাই। বাঙালি জাতি শান্তিপ্রিয় জাতি। অর্থাৎ আমরা শান্তি পছন্দ করি ঠিকই কিন্তু তার অর্থ এই না যে আমরা লড়তে ভয় পাই। এর প্রমাণ পূর্বে আমরা বহুবার দিয়েছি। বাঙালি যে সাহসী এবং বীরের জাতি এর প্রমাণ অনেক লেখক তার কবিতার মাধ্যমে প্রকাশ করে গিয়েছে। সুকান্ত ভট্টাচার্য তার মধ্যে একজন। এই কবি মাএ ২১ বছর বেচে ছিলেন। কিন্তু এরমধ্যেই উনি যে সব কবিতা লিখে গিয়েছেন সত্যি উনার প্রশংসা যেন কম হয়ে যায়।
বর্তমানে উনার কিছু কবিতা আমি পড়েছি। সেগুলো পড়ে রীতিমতো আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। উনি যেন তরুনদের লড়তে বলে গিয়েছেন। পরাধীনতা শাসন নিপীড়ন এর বিরুদ্ধে রূখে দাঁড়াতে বলেছেন। তার মধ্যে এই কবিতা টা অন্যতম। এই কবিতা টা দুইটা প্রেক্ষাপট নিয়ে লেখা। সেটার সাল পযর্ন্ত উল্লেখ করে দেওয়া আছে। আমি আজ একটা কবিতা আবৃত্তি শেয়ার করে নিব। এটা সুকান্ত ভট্টাচার্য্যের লেখা একটা কবিতা।
- অনূভব
- সুকান্ত ভট্টাচার্য্য
১৯৪০
অবাক পৃথিবী ! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি ।
অবাক পৃথিবী ! আমরা যে পরাধীন
অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন ;
অবাক পৃথিবী ! অবাক করলে আরো—
দেখি এই দেশে অন্ন নেইকো কারো ।
অবাক পৃথিবী ! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার ।
হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে
দেখেছি লিখিত— 'রক্ত খরচ' তাতে ;
এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
অবাক পৃথিবী ! সেলাম, তোমাকে সেলাম !
১৯৪৬
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,
আমি যাই তারি দিন–পঞ্জিকা লিখে,
এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ,
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ ;
স্বপ্ন–চূড়ার থেকে নেমে এসো সব —
শুনেছ ? শুনছ উদ্দাম কলরব ?
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট,
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ–পট ।
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
দেখ আজ তারা সবেগে সমুদ্যত ;
তাদেরই দলের পেছনে আমিও আছি,
তাদেরই মধ্যে আমিও যে মরি–বাঁচি ।
তাইতো চলেছি দিন–পঞ্জিকা লিখে—
বিদ্রোহ আজ ! বিপ্লব চারিদিকে ॥
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এ ধরনের বিদ্রোহ কবিতা গুলো আমি অনেক বেশি পছন্দ করি। কবিতার কিছু কিছু লাইন আমাদের জীবনের সাথে প্রায় একই মত পোষণ করছিল এ কারণেই আমার কবিতা অনেক বেশি ভালো লাগে। আপনার গলায় কবিতাটি শুনে বেশ ভালো লাগলো অনেক বিদ্রোহ গলায় আপনি কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করে শুনাইছেন।
আপনি আর আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন পড়ে তো অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ এত সুন্দর এটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ২১ বছর বেঁচে থাকলেও এই কবি অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি আপনার কন্ঠ শুনতে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই সুকান্ত ভট্টাচার্য্য এর লেখা কবিতাগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। এত সুন্দর মিষ্টি কন্ঠে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
সুকান্ত ভট্টাচার্য যদিও তার হায়াত বেশি দিন ছিল না কিন্তু অল্প বয়সে বেশ সুনাম অর্জন করেছিল। তার লেখা গুলোর মধ্যে কাজী নজরুলের লেখার মিল পাই। আপনি বেশ চমৎকার ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। শুনে বেশ ভালো লেগেছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি কথা বলতে এইসব কবিতা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনিও বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে অনূভব কবিতাটি আবৃত করেছেন। খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইলো।
আজ আপনি সুকান্ত ভট্টাচার্যের অনুভব কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি করা কবিতাটি বেশ সুন্দর হয়েছে। আসলে কবিতা আমিও আবৃত্তি করতে চাই কিন্তু আপনাদের মত এত সুন্দর করে আবৃত্তি করতে পারবো কিনা জানিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য।