বিরক্তিকর হর্ণ
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো একটি জেনারেল পোস্ট। আশা করছি ভালো লাগবে।
রাস্তায় চলছে রাস্তা মেরামতের কাজ এক সাইডের কাজ শেষ আর এক সাইডে রাস্তা রেখেছে চলাচলের জন্য। কাজ হয়ে যাওয়া সাইডটি খুলে দেবে এর পর বর্তমান চলাচলের সাইডটির কাজ শুরু করবে।তাই একটি যানবাহন গেলে আর সামনের কিংবা পিছনের কোন যানবাহন কাটিয়ে যেতে পারবে না।হঠাৎ একটি প্রাইভেট কারের লাগামহীন হর্ণে কান ঝালাপালা হয়ে গেলো।কি করে এমন হর্ণ বাজাতে পারে অনবরত যখন বুঝতেই পারছে সাইড দেয়া সম্ভব নয়।রাগ উঠে গেলো খুব ইচ্ছে হলো আমাদের অটোটি দার করিয়ে নেমে গিয়ে প্রশ্ন করি প্লিজ রাস্তা দেখান কি ভাবে আপনাকে সাইড দেবে।কেন জেনেশুনে অনবরত হর্ন বাজিয়ে যাচ্ছেন।অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করলাম।একটু পর সাইড দেয়ার পরিবেশ আসলো তাই কারটি কে সাইড দেয়া হলো চলে গেলো কারটি সাই-সাই করে।আমি যাচ্ছি আর ভাবছি আসলে মানুষের মনুষ্যত্ববোধ আর নেই।অন্যের অসুবিধা দেখার পরেও নিজের সার্থ নিয়ে ব্যাস্ত।এক মিনিটের তর সয় না। অসুবিধা দেখেও অন্যকে কোন না কোন ভাবে বিরক্ত করে চলে।দিন দিন পৃথিবীর মানুষ গুলো কেমন জানি স্বার্থপর, সার্থলোভী হয়ে যাচ্ছে। চোখ থাকতেও অন্ধের মতো আচরণ করে মানুষ। এরকম বেপোরোয়া মানুষদের কারনেই এক্সিডেন্ট হয়ে থাকে অহরহ। ওনারা রাস্তায় উঠলে নিজের ব্যাক্তিগত মালিকানাধীন রাস্তা ভেবে নেয়। ওনারাই একমাত্র রাস্তায় গাড়ি চালাবে আর কেউ নয়।আসলে মানুষ বড়ো সার্থপর। শুধু কি রাস্তায় এমন চিত্র না তা নয়।মানুষের মাঝে মানুষ ষত্ববোধ নেই বল্লেই চলে।কেউ বিপদে পড়ে আর কেউ এগিয়ে আসতে চায় না।রাস্তাঘাটে এক্সিডেন্ট করলে ফটোগ্রাফি ও ভিডিও করেন আগে তারপর এগিয়ে আসেন।আসলে দিনদিন যে আমাদের কে আরো কতোকিছুর মুখোমুখি হতে হবে কে জানে।এমন এক সময় আসবে হয়তো আত্নীয়ের সাথে আত্নীয়তা থাকবে না।বন্ধত্ব থাকবে না।পাড়াপ্রতিবেশি বিপদে ছুটে আসবে না।এসব নানান কিছু ভাবতে ভাবতে আমি আমার গন্তব্যে পৌছালাম ঠিকই কিন্তুু আমার ভাবনা গুলোর কোন গন্তব্য খুজে পেলাম না।আজ এপর্যন্তই আবারও দেখা হবে অন্যকোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
আমাদের দৈনিন্দ্য জীবনে রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। আসলে কানের কাছে উচ্চস্বরে হর্ন বাজালে মেজাজ খুবই গরম হয়ে যায়। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা না বুঝে এমনি এমনি হর্ন বাজাই।
একমত হওয়ার জন্য ধন্যবাদ।
সু স্বাগতম আপু।
একদম ঠিক আপু, রাস্তায় বের হলেই এই বড় গাড়িগুলোর হর্ন একদম অসহ্যকর লাগে। তারা বুঝেও যেন না বোঝার ভান করে। কি আর করার এরা নামমাত্র মানুষ এদের মধ্যে কোন মনুষ্যত্ব নেই।