ঈদ ২০২৫ উপলক্ষে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যদের ঈদের সালামী ও শুভেচ্ছা প্রদান
Copyright Free Image Source : Pixabay
প্রথমেই সারা বিশ্বের সমগ্র মুসলিমদের জানাই "ঈদ মুবারক",
ঈদ এক আনন্দময় উৎসব উদযাপন এর দিন। এ যেনো এক বাঁধভাঙ্গা খুশির জোয়ারে মাতিয়ে তোলে পুরো দেশ,সমাজ ও প্রতিটি পরিবারকে। মুসলমানদের দুটি বৃহৎ ধর্মীয় উদযাপন হলো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা। তার মধ্যে সর্ব বৃহৎ ও আনন্দের ধর্মীয় উৎসব হলো ঈদ-উল-ফিতর। যথারীতি ৩১ মার্চ ছিলো বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ঈদ-উল-ফিতর। এ দিনটাতে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে একত্রিত হয় সকলে,মেতে উঠে আনন্দ উল্লাসে। এই দিনটাকে ঘিরে ছেলে,বুড়ো,যুবক,যুবতী সকলের মধ্যে থাকে এক আলাদা উৎসাহ আর উদ্দীপনা। সকলে দুঃখ,বেদনা ভুলে আপন করে নেয় একে অপরকে। পুরো একটি মাস রমজানের রোজারপর আসে এই দিনটি। ঈদ কে ঘিরে সারা মাস জুড়ে চলতে থাকে নানা আয়োজন। সকলে দিনটাকে পরিবারের সাথে খুব আনন্দে কাটান। প্রতি ঘরে ঘরে ছড়িয়ে পরে খুশির রোশনাই। আমি নিজেও ঈদ এর দিন একটু ঘুরতে বের হই। এতো আনন্দঘন একটি দিনে একটু ঘুরতে না গেলে কি আর হয়।
সকল মুসলমানেরা এ দিনটি খুব আনন্দের সাথে কাটান। প্রতি ঘরে ঘরে তৈরি হয় মজার মজার সব খাবার। সে সাথে সকলের গায়ে থাকে নতুন পোশাক। ঈদের আমেজটা মূলত শুরু হয়ে যায় ঈদের কয়েকদিন আগ থেকে অর্থাৎ রমজানের শেষ এর কয়েকটা দিন থেকে। চারদিকে কেনাকাটা,ঘর সাজানো,বাজার করা সব কিছুর যেনো একেবারে ধুম পড়ে যায়। এর মধ্যে আনন্দের কিছু অংশ হলো - পরিবারের সকলের জন্য নতুন পোষাক কেনা, উপহার কেনা, চাঁদরাত এ মেহেদি পরা ও আরো বিশেষ আমার কাছে যা খুব আনন্দের মনে হয় সেটা হলো 'সালামি'। সালামি ব্যাপারটার সাথে আমি শেষ কয়েক বছর যুক্ত হয়েছি। এ ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। সালামি নিতে এবং সালামি দিতে দুটো ই খুব আনন্দের মনে হয় আমার কাছে ।আমার বাংলা ব্লগ শুরুর পর থেকেই তাই আমি আমার বাংলা ব্লগ এর সকল ইউজারদের সালামি দিয়ে থাকি, সে সাথে অবশ্য পাইও। তাই আমি প্রতি বছর ডিস্কোর্ড এ নির্দিষ্ট সময়ের জন্য একটি চ্যানেল ক্রিয়েট করি সালামি দেওয়ার আইডিগুলো কালেক্ট করার উদ্দেশ্যে। আর প্রতিবছর ই দারুণ রেসপন্স পাই যা সত্যিই আমি খুব উপভোগ করি। এবারও প্রায় ১০০ আইডি জমা পড়েছে ঈদ সালামির জন্য।
ঈদ মানেই খুশি, হাসি-আনন্দ আর হৈ হুল্লোড় । এরই মাঝে ঈদের সালামী একটি বড় আকর্ষণ সবার জন্যই । ঈদের সালামী আসলে একটি ঈদের ছোট্ট উপহার যেটা স্নেহ, প্রীতি আর বন্ধুত্বের একটি অনন্য নিদর্শন ।
বর্তমানে "ঈদ সালামী" একটা রেওয়াজে দাঁড়িয়ে গিয়েছে । ঈদের দিনে ছোট-বড় সবাই এই ঈদের প্রীতি উপহারের জন্য উন্মুখ হয়ে থাকে । যদিও বড়োদের তরফ থেকে ছোটদেরকে ঈদের সালামী দেওয়াটাই দস্তুর তবুও এখন যে কেউ যে কাউকে ঈদের সালামী প্রদান করতে পারে, এটাই বর্তমানের রেওয়াজ ।
প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও "আমার বাংলা ব্লগ" এর তরফ থেকে এর এডমিন/মডারেটর এবং সদস্যদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়ার উপলক্ষে ঈদের সালামী প্রদান করা হলো ।
আরো একবার সবাইকে ঈদের দিনে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন । হ্যাপি ঈদ ।
"আমার বাংলা ব্লগ"-এর ডিসকোর্ড সার্ভারেরeid-salami চ্যানেলে যাঁরা তাঁদের steemit id দিয়েছিলেন তাঁদের মধ্যে সকল এক্টিভ ইউজার এবং সকল ভ্যালিড steemit id -তে ৪০০ PUSS করে ঈদ সালামী হিসেবে ট্রান্সফার করা হলো ।
মোট ভ্যালিড এন্ট্রি : ৯০ টি
মোট ঈদের সালামী : ৩৬৪০০ PUSS
ঈদ সালামী ২০২৫ প্রদান সম্পন্ন
Serial | Steemit ID | TRX Address | Amount |
---|---|---|---|
01 | @mohinahmed | TY2Jg5QhHQEWVjoY5vaex6dEEecu13u8B7 | 400 PUSS |
02 | @mohamad786 | TAnN24dWZFFih2eFALR5J9AnzdNBVY1GFx | 400 PUSS |
03 | @sabbirakib | TCRjTBWW8jZBqii6LAwikBs6TrCEawUegY | 400 PUSS |
04 | @moh.arif | TYyTpn88JbUPEsahtg3zHjg2m14hmy3Ka4 | 400 PUSS |
05 | @nusuranur | TNxcxQ9DUmoqRqVKd9gayN2V7HqXeq786F | 400 PUSS |
06 | @alsarzilsiam | TSYuxsjH619maBvFaBRM7jjNPEbJJy28vi | 400 PUSS |
07 | @emon42 | TNrbiRauYYy7troFoLPa4v8xoZa5zgBZa4 | 400 PUSS |
08 | @tasonya | TK3uBJ5zmYgsP3kpBfPiRRVBgPJrpCkfzh | 400 PUSS |
09 | @narocky71 | TRwtSXy6JzntZFkdAZJJsnxRYo1kPxn2KF | 400 PUSS |
10 | @rex-sumon | TNLU7rew19fUqSVASz2GAMbVkjR6qdp1jE | 400 PUSS |
11 | @nazmul01 | TMm2sx4HUNQnVRLh49d1PzoK3xp2DUt2TY | 400 PUSS |
12 | @aongkon | TMEyx5eomfAWwJF2GzpPQ9fKkkqWJp4DPx | 400 PUSS |
13 | @isratmim | TTvEm7MfkpggU783x1EV68Vj5khXTVvtUV | 400 PUSS |
14 | @purnima14 | THw9ZstusKmNCTrjqFJS3dAb4Z1dFqjJqQ | 400 PUSS |
15 | @ronggin | TJPZCnU28FHuH7tnH8GvdGByU5pjAtUqVB | 400 PUSS |
16 | @tangera | TFWNaMT81Cfr9jb8iy6TptLiCCtgoQJhao | 400 PUSS |
17 | @sagor1233 | TDptGrYYDtLz4ceavsSAPyr2GsLtjMyenL | 400 PUSS |
18 | @uttsho | TB4fZUzFTHDEc93pdBTp9nbCcTn3ikJ6TJ | 400 PUSS |
19 | @gopiray | TUqjsNhbj58fYmKqCZ3tR8VVMLgt1kZJnS | 400 PUSS |
20 | @rayhan111 | TGMLmJk4K4gAvZxMasVgHWKvMcXcbTtJrX | 400 PUSS |
21 | @tauhida | TMXhr4phbRT59BXTkcTLuC1DuxWycu7sub | 400 PUSS |
22 | @hiramoni | TY6C9oheasQSNFvrh4CrnNzd4XtbbzZcXd | 400 PUSS |
23 | @shuvo35 | TPDaiSfdUzc5276Utu8YBuqLpq2d2J2Dz2 | 400 PUSS |
24 | @kibreay001 | TD1hzeS8BfyuvWo2bCqNmiouDbczPDZG6t | 400 PUSS |
25 | @srshelly0399 | TQG18f6PWLTHs69tnNJDQYmraEaQA6d7Hq | 400 PUSS |
26 | @alif111 | TPFvadfsEiAVyoPvbXhgiKfV9aoawS6m6z | 400 PUSS |
27 | @shimulakter | TJDbi1C5c7icDHLyZFMfHu91tDyRg38jub | 400 PUSS |
28 | @bountyking5 | TKPEZCvkt4Tv5N2dJAyN6nQ7RwuZy62z3q | 400 PUSS |
29 | @labib2000 | TEcnWGVdfWeRaNKehCSYACaADtWGpmEFez | 400 PUSS |
30 | @haideremtiaz | TCzj2WA6rhgE3y74bq7yqkRZ3ZhHFBFKgx | 400 PUSS |
31 | @tanjima | TLAyokB9PsSiKegrmXnxpy6oUe2iN7niJ9 | 400 PUSS |
32 | @nevlu123 | THDUjVc2By2jbcDXuNWeHozgg7Ke2DaJ3N | 400 PUSS |
33 | @bristy1 | TB8yWWUK5TLTUF7Yr64xvHFbBf4tgDUts6 | 400 PUSS |
34 | @riyadx2 | TJCfxjQB1dvCHu4CRHzMVWLL1xUVjqyvJY | 400 PUSS |
35 | @tania69 | TG5wkbwT3H845bjiZCGGouZSDrui7xWZwB | 400 PUSS |
36 | @rituamin | TBsCD4csHnT2qq9r4rZS5dqDnthYcooV2x | 400 PUSS |
37 | @selinasathi1 | TVVbUyGXK9TunXQAE3LssQfYNwhVpmPj1o | 400 PUSS |
38 | @bdhero | TP4RPQY54mHwBomNEZNeT5k9g9W4ihJdbX | 400 PUSS |
39 | @saymaakter | TCtBtcoDkoLXcGcDGY62iJmsLYz71khZPT | 400 PUSS |
40 | @maksudakawsar | TKPEZCvkt4Tv5N2dJAyN6nQ7RwuZy62z3q | 400 PUSS |
41 | @abubakar121 | TWugD2AvUFTt4v7YNYJg1WpLBEUtcVKq9a | 400 PUSS |
42 | @junaidahmed | TS4rVhWCo4dGfPun6tShcsWpvV9d5MTA9P | 400 PUSS |
43 | @mostafezur001 | TTGyV5pUtT294JbCPbw3u1KuQRZSxASLj7 | 400 PUSS |
44 | @fatema001 | TNrE6Qa1GYEdJJngeDVyBz2Eh4ts1HzQWB | 400 PUSS |
45 | @parul19 | TN9ZNkGf5QdNDUoHKFQK4uPnbdRYDfvYTJ | 400 PUSS |
46 | @samsunnaharsuity | TLahMct3Zgup4NnqgGS9fsMz3hPbMKVjkk | 400 PUSS |
47 | @joniprins | TQ2LBYqycX73YsFbd2H7YHwv62RrimZXeR | 400 PUSS |
48 | @tuhin002 | TWDbLnSBZkgrWfvYet4tpmznJtkvcb6LFT | 400 PUSS |
49 | @mithila19 | TQEXwhxbgMqFPYKpTTKJhw3Kycvrf3YfYU | 400 PUSS |
50 | @green015 | TVTkBUowHSNP3Tj7Kg9x1jjjmV455ZRkyZ | 400 PUSS |
51 | @titash | TBjhwwS7vKjKoQDNpVQ79oh4cjqpa8bdWK | 400 PUSS |
52 | @limon88 | TFqXzFVWCWGBWCX2yADnNjaLsrgrpX1ooD | 400 PUSS |
53 | @ahp93 | TQX8QH4h1KfBPaWooYHJ6kb56vvwE6D4AT | 400 PUSS |
54 | @fasoniya | TYvrY9DngTwYy9fDT2xaNGvmD3FAi9L5KN | 400 PUSS |
55 | @shapladatta | TEZrDbZyqGKqzK11d1wspK5tGrJ6WE2iAt | 400 PUSS |
56 | @hafizullah | TSB9aPHhUGwcceVjkMGpdkyUdQTaE5hQyD | 400 PUSS |
57 | @bijoy1 | TLX4miHEwPHpfgJDpPonSXKbQwQSJ7ufhy | 400 PUSS |
58 | @arpita007 | TRAmFmDkyMmfJYVvgVYLepWjYqyNXdFREj | 400 PUSS |
59 | @rahnumanurdisha | TTXhz8BcWJ2LoZ9uPD3s5tKhVhHhoaB6tT | 400 PUSS |
60 | @md-razu | TSTVdzXmpG3s94vFCRKKc1X96664a95FUU | 400 PUSS |
61 | @shyamshundor | TBRYNc7NVhMAmxWTwAUS6J6uab79gGJNKo | 400 PUSS |
62 | @steem-for-future | TKr4guaDSLxd14KiRyakxLP5Q91GM9fcdf | 400 PUSS |
63 | @mrahul40 | TKMaFxMhXmHFnKqnnfQ8qGtmyoMb5t4LQY | 400 PUSS |
64 | @bdwomen | TMEwWHPmiRjLLDrWqCAdpYXj5i7VWPM4mX | 400 PUSS |
65 | @jamal7 | TEsf5yszMbLr6doWmmQAu2frLPhMFm8wo2 | 400 PUSS |
66 | @emranhasan | TY5RpQM2pT1LqbNm2S655oHMgp9WoBG47x | 400 PUSS |
67 | @ashikur50 | TMDsXL3YQpk6iaCeiddiqiqE3EWUrjQPya | 400 PUSS |
68 | @kazi-raihan | TJYwvKqebQJX7YKvdurb8h3sBMreBJDB3D | 400 PUSS |
69 | @maria47 | TSuPY6B2z1sf6dczf2rdNnnYm4yX1JRMAQ | 400 PUSS |
70 | @monira999 | TK1o8JcGbdQR7WAeR97qLA3ZQa3Cyvq6Rh | 400 PUSS |
71 | @ripon40 | TKbtmPsMz3CF6W8wH8LQcSbTXJ8KEiztLh | 400 PUSS |
72 | @shopon700 | TVWiFgUPCprUrpTtLDgG4GmCmwkbA9x7sL | 400 PUSS |
73 | @golamrabbani | TUwhWtkmSKGdR1g3Ga62ffPidU9c4QHDqQ | 400 PUSS |
74 | @samhunahar | TRJZr46a4ZnLacAV4atUea13Sx59dXiqWd | 400 PUSS |
75 | @nirob70 | TEh1FEtNePZbaRLDaWrwToM3ELGByr4Roq | 400 PUSS |
76 | @emonv | TUWG8ZRNDkMxD7kAuFimvwoZaKpcMuQRDR | 400 PUSS |
77 | @apulam | TGpeawKaj61wu6zjih43W27dK5krUGCDTV | 400 PUSS |
78 | @selina75 | TRHA5iS6DjXmvzdkJPkPy3HRqhbqUd5W72 | 400 PUSS |
79 | @tithyrani | TWvTzZsSyBQ4N3wNfHQ69m2Zcr2uB25hSs | 400 PUSS |
80 | @wahidasuma | TYPmTQL6QqVHuXpuCnD9xyHmuC1tPGAACV | 400 PUSS |
81 | @mahfuzanila | THditUUS9wqjPXB1zpRgJpBoxJzgjSEtqL | 400 PUSS |
82 | @ah-agim | TU9PPdbVdqFakkyEKrp3pkGbWFwg6L9nY9 | 400 PUSS |
83 | @jannatul01 | TPjrU1dSKe6MmAYbmBczY7vreP3fDAmxwY | 400 PUSS |
84 | @bidyut01 | THLeokE8aVBuSWbb3fVcyWd7mmL32QVw7s | 400 PUSS |
85 | @ayaan001 | TF2PsRdW1TMHf4ZCWLDFMYcbNtUgiaRLep | 400 PUSS |
86 | @tanha001 | TDE4gwdVhb98rLuuqq4ZDehycxwivvSK5f | 400 PUSS |
87 | @sumon09 | TLUJJtzXuwzSqPBaAbete2bmSwUMLtDRp8 | 400 PUSS |
88 | @razuahmed | TQ54ucLHMzT4gmb8RW7gzuydn9aiWiP2Cf | 400 PUSS |
89 | @helal-uddin | TSMAzLyeD7NZY1v91v2Jkg5zTgLAMwKkLU | 400 PUSS |
90 | @polash123 | TUHLtSrcmNL349PHdoaQYFNePKGQGaepyZ | 400 PUSS |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR


প্রতিবারের মতো এবারও ঈদ সালামি পেয়ে অনেক বেশি খুশি হলাম দাদা। তবে এবারে বেশি খুশি হয়েছি ঈদ সালামি হিসেবে পুশ পেয়ে।সবার ভালোবাসার পুশ এখন ঈদ সালামিতেও বিরাজমান। ধন্যবাদ দাদা সবাইকে ঈদ উপলক্ষে ঈদ সালামি উপহার দেওয়ার জন্য। আপনি এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।
প্রত্যেক বছরে দাদার কাছে থেকে ঈদের সালামি পায় বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সত্য কথা বলতে বড় হয়ে যাবার পরে আর কেউ সালাম দেয় না শুধু মাত্র দাদার কারণেই এই জিনিসটা এখন প্রতিনিয়তই সম্ভব হচ্ছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রতিবছর আপনার কাছ সালামী পেতে যে কি পরিমাণ ভালো লাগা কাজ করে, আপনাকে হয়তো কখনো বলে বুঝাতে পারবো না দাদা।
অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নিয়েন! 😍❤
বড়দের থেকে এরকম ঈদ সালামি পেতে কি যে ভালো লাগে!!
প্রতিবারের মতো এবারও আনন্দের সেই অনুভূতি দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা। ঈদ মোবারক- ঈদের শুভেচ্ছা।
প্রতিবারের মতো ঈদ সালামী পেয়ে আমি ভীষণ খুশী।তবে এবার পুশ পেয়েছি এজন্য আরো বেশী ভালো লাগলো।পুশ এখন সর্বত্র,সব জায়গাতে বিরাজ করবে।অসংখ্য ধন্যবাদ দাদা ঈদ সালামী দেয়ার জন্য।❤️❤️
দাদা প্রতিবারের মতো এবারও আপনার কাছ থেকে সালামি পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। সত্যি বলতে বড় হয়ে যাওয়ার পর এখন কিন্তু কেউ সালাম দেয় না। বেশ কয়েক বছর ধরেই আপনার কাছ থেকে সালামী পেয়ে অন্যরকম অনুভূতি হয়। এটা সত্যি দারুন। আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা।
দাদা আপনার পক্ষ থেকে ঈদ সালামি পেয়ে অনেক ভালো লাগলো। সত্যি দাদা ঈদ সালামি পাওয়ার আনন্দটাই আলাদা। অনেক অনেক ধন্যবাদ দাদা।
দাদা পক্ষ থেকে ঈদ সালামি পেয়ে অনেক ভালো লাগলো। সত্যি এখন বড় হয়ে গেছি তেমন কেউ সালাম দেয় না তবে আর কেউ না দিলেও দাদার পক্ষ থেকে প্রতিবার পাই এটা অনেক ভালো লাগে।
ঈদ মোবারক দাদা ❤️
আপনার ঈদ সালামি পেয়েছি।
আপনার পরিবার এবং আপনার জন্য দোয়া সবসময়ই থাকবে। খুব খুব ভালো থাকুন দাদা ❤️🍀