ABB Contest Result- 49 || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৪৯ ফলাফল ঘোষণা

in আমার বাংলা ব্লগlast year

Contest Result.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শীতের সুন্দর প্রকৃতির সাথে নিজেদের সময়গুলোকে আরো বেশী উপভোগ্য রাখার চেষ্টা করছেন। কারন শীত মানেই শুধু সুন্দর প্রকৃতি নয় বরং স্বাদের নানা খাবারের দারুণ সমারোহ। ছোট বেলায় শীতের সিজন আসলেই দারুণ খুশি হতাশ, বেড়ানোর সাথে সাথে নিত্য নতুন স্বাদের পিঠা খাওয়ার সুযোগ পাবো বলে। কারণ কারো বাড়ীতে বেড়াতে গেলেই দারুণ সকল পিঠার আয়োজন করা হতো। আবার বাড়ীতেও পিঠার আয়োজন চলতো, বেশ উপভোগ্য থাকতো সময়গুলো। যদিও এখন আর সেই পরিবেশটা নেই, কারন অনেকেই এখন আর পিঠা বানাতে পারে না এবং চেষ্টাও করে না। যার কারনে বর্তমান প্রজন্ম অনেকাংশে এখন ভিবিন্ন মেলা কিংবা পিঠা উৎসবের জন্য অপেক্ষা করে স্বাদের কিছু উপভোগ করার জন্য।

যথারীতি এবারও শীতকে সামনে রেখে আমার বাংলা ব্লগের এ্যাডমিন প্যানেল কর্তৃক শীতের পিঠার রেসিপির প্রতিযোগিতা আয়োজন করে। নানা আয়োজনে সবাই দারুণ দারুণ পিঠার রেসিপি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমরা যতটা সম্ভব সব কিছু বিবেচনায় নিয়ে যোগ্যদের বিজয়ী করার চেষ্টা করি। তবে এই প্রতিযোগিতার ফান্ডিং করা হচ্ছে ABB Featured এর মাধ্যমে। যদিও ইতিপূর্বে দাদা বিষয়টি পরিস্কার করেছেন এবং কমিউনিটি হতে প্রতিদিন ABB Featured পোষ্ট করা হচ্ছে ফান্ড ক্রিয়েট করার জন্য। এর পুরো ক্রেডিট আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার। চলুন তাহলে এবারের প্রতিযোগিতার বিজয়ীদের দেখি-


প্রতিযোগিতার বিষয় ছিলো :
শেয়ার করো তোমার প্রিয়- শীতের পিঠার রেসিপি।
প্রতিযোগিতার সময় ছিলো:
৩০ নভেম্বর ২০২৩ হতে ১৪ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ।
প্রতিযোগিতার ঘোষণার পোষ্ট:
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৪৯


আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৪৯ এর বিজয়ীদের নাম ও পোষ্ট লিংকগুলো-
স্থাননামপোষ্ট লিংকপ্রাইজ
১ম@bristy1লিংক৩৫ স্টিম
২য়@tasonyaলিংক২৫ স্টিম
৩য়@nevlu123লিংক২০ স্টিম
৪র্থ@narocky71লিংক১৪ স্টিম
৫ম@green015লিংক১২ স্টিম
৬ষ্ঠ@rongginলিংক১০ স্টিম
৭ম@bijoy1লিংক৯ স্টিম
বিশেষ পুরস্কার@selinasathi1লিংক১৫ স্টিম
বিশেষ পুরস্কার@rahimakhatunলিংক১৫ স্টিম

বিজয়ীদের পুরস্কার প্রেরণ-


প্রাইজ-49.png

প্রতিযোগিতাটির স্পন্সর ABB- Featured



ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

সত্যি এবারের প্রতিযোগিতাটা দারুন ছিল। প্রতিযোগিতামে দারুন একটা পিঠাও খেতে পারলাম। তাছাড়া সবাই কিন্তু খুবই সুন্দর সুন্দর রেসিপি গুলো শেয়ার করেছেন। যারা যারা উইনার হয়েছে তাদের সবাইকে জানাই অনেক অভিনন্দন। আমি নিজেও উইনার হতে পেরে অনেক আনন্দিত।

 last year 

সবাই অনেক লোভনীয় এবং ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছিল। তবে যারা বিজয়ী হতে পেরেছে তাদেরকে অভিনন্দন কেননা তারা তাদের দক্ষতার মাধ্যমে বিজয় লাভ করেছে।

Posted using SteemPro Mobile

 last year 

এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে অনেক বেশি আনন্দিত হলাম। আসলে এই প্রতিযোগিতাটি অনেক বেশি ভালো লেগেছিল। বিজয়ী হওয়ার আনন্দের চাইতেও বেশি আনন্দ পেয়েছিলাম খেতে। আমার পোস্ট আপনারা সিলেক্ট করার জন্য এবং আমাকে বিজয়ী করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

শীতের পিঠা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু যেমন দারুন ছিল তেমনি মজার মজার সব পিঠার আয়োজন দেখে অনেক ভালো লেগেছিল।

 last year 

শীতকালীন পিঠার রেসিপি ফলাফল প্রকাশ করা হয়েছে যা দেখতে পেয়ে আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেক ইউজার অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করেছিল দেখতে বেশ চমৎকার ছিল পোস্টগুলো। পুরস্কারপ্রাপ্ত সকল ইউজারকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এবার শীতের শুরুতে দুইটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । শীতের পিঠার রেসিপি প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন ধরনের পিঠা তৈরি দেখতে পেয়েছি। যেটা প্রতিযোগিতার মাধ্যমেই দেখতে পাওয়া অনেক ভালো লেগেছে। আমাদের এই কমিউনিটি সকলে সব সময় চেষ্টা করে নিজের ক্রিটিভিটি তুলে ধরার। যেটা পিঠা প্রতিযোগিতার মাধ্যমে দেখতে পেলাম।

 last year 

শীতের পিঠার প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে দেখে অনেক ভালো লাগলো এবং যারা বিজয় হয়েছেন তাদেরকে অনেক অভিনন্দন। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক রেসিপি দেখতে পেয়েছি।ইউনিক সব পিঠার আয়োজনগুলো দেখে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year (edited)

অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও, সময় এবং ব্যস্ততার কারণে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়ে ওঠেনি। কিন্তু মন থেকে অনেকবার চেয়েছিলাম অংশগ্রহণ করতে। তবুও যে সকল ইউজার অংশগ্রহণ করেছেন এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে প্রতিযোগিতা প্রাইজ জিতে নিয়েছেন তাদের জন্য হলো অফুরন্ত প্রাণঢালা শুভেচ্ছা। আর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে রিপোর্টটি প্রকাশ করার জন্য ।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি আমার বাংলা ব্লগ নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করে। আসলে প্রতিযোগিতা মানে ইউনিক জিনিস বানানো হয়।যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া পুরো পোস্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95787.87
ETH 2804.41
SBD 0.67