আমার পরিচয় মূলক পোস্ট
আসসালামু-আলাইকুম।
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আমি@ আলামিন ইসলাম আছি আপনাদের সাথে।
আল্লাহ অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে,' আমার বাংলা ব্লগ'কমিউনিটি তে আমার পরিচয় পর্ব শেয়ার করব। করোনাকালীন সময়ে আজ শুয়ে শুয়ে ভাবছিলাম 'আমার বাংলা ব্লগ 'কমিউনিটি তে সবাই সবার সাথে পরিচয় হবো । আমি আমার পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি:
মোঃ: আলামিন ইসলাম
পিতা:মজিবর হোসেন
মাতা:ছালেহা বেগম
গ্রাম: সাতবাড়িয়া'
থানা: ভেড়ামারা
জেলা: কুষ্টিয়া
ব্লাড গ্রুপ: এ পজেটিভ (+)
বৈবাহিক অবস্থা: বিবাহিত
পরিবার
আমরা দুই ভাই, দুই বোন। আমি বাবা-মায়ের সবচেয়ে ছোট ছেলে। আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ভেড়ামারা রেল স্টেশন এর উত্তর পাশে ওভারব্রিজের নিচে ফুটপাতে পাটি ও চাটাই বিক্রি করে। বড় দুইটা বোনের বিয়ে হয়ে গেছে, বড় ভাইটা বিয়ে করে তাদের নিজস্ব বাসায় থাকে। এখন বর্তমানে আমার পরিবারের সদস্যসংখ্যা চারজন, বাবা -মা আমি ও আমার বউ।
শিক্ষাগত যোগ্যতা
পড়াশোনা | স্কুল ও কলেজ | গ্রেড পয়েন্ট | পাশের সন |
---|---|---|---|
পিএসসি | রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | জিপিএ ৫.০০ | ২০০৯ |
জে এস সি | সাতবাড়িয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় | জিপিএ ৫.০০ | ২০১২ |
এসএসসি | রামচন্দ্রপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় | জিপিএ ৫.০০ | ২০১৫ |
ইঞ্জিনিয়ারিং | কেপিআই | সিজিপিএ: ৩.৮৬ | ২০১৯ |
বর্তমান অবস্থা
বর্তমানে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি এবং পড়াশোনার পাশাপাশি স্টিম এ প্রতিদিন সময় দেই।
ভবিষ্যৎ পরিকল্পনা
আল্লাহর উপর ভরসা রেখে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি । ভবিষ্যতে চাকরি পেলে আমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব এবং আমার পরিবারকে সুখে রাখার চেষ্টা করব। আমি চাই গরীব দুঃখী মানুষের পাশে সবসময় দাঁড়াতে ,আমি তাদেরকে সাহায্য করতে চাই এটি আমার অনেক বড় একটি স্বপ্ন এবং এটি করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব।
খেলাধুলা অথবা শখ
আমি খেলাধুলা করতে অনেক পছন্দ করি, আমার পছন্দের খেলা হল ব্যাডমিন্টন ,ফুটবল এবং ক্রিকেট ।আমি তিনটে খেলা খুবই পছন্দ করি।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিচয় মূলক পোস্ট টি পড়ার জন্য। ধন্যবাদ জানাই Rex sumon কাকাকে ,তার হাত ধরে আমার স্টিমে আসা। ধন্যবাদ জানাই,@rme ভাই কে যার সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে, মাতৃভাষা বাংলাতেই পোস্ট করতে পারছি 'আমার বাংলা ব্লগে'।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করছি প্রতিনিয়ত এখানে লেখালেখি করবেন।
ধন্যবাদ ভাইয়া
স্বাগতম আপনাকে
ধন্যবাদ ভাইয়া
আমাদের বড়ো পরিবারে আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপু