মেঘেদের স্বর্গরাজ্যে একদিন 😊

in আমার বাংলা ব্লগ3 years ago

নমষ্কার,,

আজ আকাশে মেলেছি ডানা। স্বপ্নের বেড়াজাল ছুঁতে উড়তে শুরু করেছি আরেকটা বার। মেঘের দলকে বন্ধু বানিয়ে ছুটে চলেছি। চোখ বুঁজে অনেক তো দেখা হলো স্বপ্ন। এবার না হয় চোখ খুলেই স্বর্গের দাড় থেকে ঘুরে আসি।

IMG20220625104831.jpg

IMG20220625104831.jpg

IMG20220625104318.jpg

সাদা মেঘ বড্ড অথিতি পরায়ণ। ওর রাজ্যে ঢুকতেই নীল গালিচায় আমাকে বরণ করে নিল। এ এক অন্যরকম অনুভূতি। সজীবতায় ভরিয়ে দিল যেন নতুন করে। নিজেকে নতুন করে যেন খুঁজে পেলাম অনেক দিন পর। ভালোলাগা গুলো ভালোবাসায় পরিণত হল নিমিষেই। মনে হল অনেক কিছু শেখার আছে মেঘের দলের কাছে। উড়ে যেতে যেতে সপ্নের মাঝেও যেন একটা স্বপ্ন স্বপ্ন এসে হাজির হলো। আমাকে ছুয়ে গেল সেই মায়াবী স্পর্শ।

IMG20220625104244.jpg

IMG20220625104312.jpg

মেঘের দল বড্ড অভিমানী। পিছু ফেলে যাচ্ছি যতবার ততবারই মুখ গোমড়া করে কালো হয়ে যাচ্ছে। আমার হাতে কি বা করার আছে। ছেড়ে যে যেতেই হবে। মন খারাপ আমারও করছিল খুবই। কি যেন এক দীর্ঘনিঃশ্বাস করুন শুরে বাঁশি বাজিয়ে যাচ্ছিল বার বার। ফিরতে হবে আমার পৃথিবীতে। তবে কথা দিয়েছি, আবার আসবো তোমার কাছে। তোমার নীলিমায় ভেসে যাব আবার।

IMG20220625105625.jpg

IMG20220625104834.jpg

আমার কথায় অতটা খুশি হয়তো হয়নি। তবে মাঝে মাঝে সূর্যের ঝিলিক দিয়ে বুজিয়ে দিয়েছে তারাও অপেক্ষা করবে আমার ফেরার জন্য। এমন অতিথি পরায়ণ যদি কেউ হয় তাহলে তার কাছে না ফিরে উপায় আছে আর ! ফিরতেই হবে আমাকে। নিজের কাছে যখন নিজেই অচেনা হয়ে যাব, এক দৌড়ে চলে আসবো। নিজেকে মিশিয়ে নেব সাদা আর নীল মেঘের দেশে।

Sort:  
 3 years ago 

প্লেনে উঠলে মেঘের দল গুলো দেখলে আসলেই মন ভরে যায় ভাইয়া। নিচের দিকে তাকালেই সুন্দর রাশি রাশি মেঘ। আহা সে কি সৌন্দর্য ☺️
বেশ ভালো লিখেছেন ভাই। খুবই ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভীষণ উপভোগ করেছি সব কিছু। অনেক ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

প্লেনে উঠে অনেক চমৎকার ফটোগ্রাফি গুলো করেছেন আপনি। আসলে মেঘের রাজ্যে উঠলে কেমন অনুভূতি হয় সেটি জানিনা তবে আপনার শব্দগুলোর মাধ্যমে বুঝতে পারলাম কতটা অনুভূতি ছিল আপনার ভেতরে। মেঘের সাথে নিজেকে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়েছে ভেতর থেকে। আবার ফিরে আসুন আপন নীড়ে।

 3 years ago 

চমৎকার একটা মন্তব্য করেছেন আপু। আসলে কিছু অনুভূতি প্রকাশ করা যায় না। আমার বেলাতেও তাই হয়েছে। একদিন আপনিও এই অনুভূতির সাক্ষী হবেন। সেদিন সবটা মিলিয়ে নেবেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

অচেনা একটি শহর কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম অন্যজগতে । তবে আপনি কোথায় যাচ্ছেন দাদা?
এরকম মেঘের দৃশ্য খুব কাছে থেকে উপভোগ করার সৌভাগ্য কখনো হবে কিনা জানিনা তবে আপনার ফটোগ্রাফি দেখে কিছুটা উপভোগ করতে পারলাম ।

 3 years ago 

কলকাতা গিয়েছিলাম ভাই। আর আপনারও একদিন এমন দিন আসবে। কোন চাপ নেই। সময়ের অপেক্ষা শুধু এখন। অনেক ভালো থাকবেন।

 3 years ago 

ভাই ঘটনা কি? কিছুই তো বুঝলাম না, সত্যি সত্যি ওপাড়ে পাড়ি দিলেন নাকি? কোন কিছুই জানলাম না, হুট করেই দেখি মেঘের রাজ্যের গল্প?

 3 years ago 

হাফিজ ভাই জীবনের প্রকৃত বাস্তবতাকে একদম সামনে থেকে দেখে আসলাম। কোন কিছু বুঝে না উঠতেই যেতে হয়েছিল। একদিন এসে সব বলব।

জীবনে কখনো প্লেনে উঠা হয়নি। তবে আপনার প্লেনে উঠার উপরের আকাশ এবং মেঘ গুলো দেখে খুব সুন্দর এবং ভালো লাগলো। যদি কখনো নাও উঠতে পারি তবে আপনার পোস্টটি দেখে অনেক ভালো লেগেছে। এতো সুন্দর একটি দৃশ্য আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।আপনার জন্য শুভকামনা

 3 years ago 

ভাই এভাবে বলবেন না, একদিন আপনিও প্লেনে চড়ে ঘুরবেন। সময়ের অপেক্ষা শুধু। অনেক ভালো থাকবেন।

 3 years ago 

মেঘের রাজ্যে কিছুক্ষনের জন্য মনে হচ্ছিল হারিয়ে গিয়েছিলেন। প্লেনে চড়ে মেঘগুলোর ভিতর দিয়ে যাওয়ার অনুভূতি হয়তো ভাসায় প্রকাশ করার মত না। অনেক ভাল লাগল আপনার লেখা পড়ে। ধন্যবাদ আপনাকে

 3 years ago (edited)

হ্যা এই অনুভূতি সত্যি অন্যরকম ছিল। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

মেঘ মাঝে মাঝে কান্না করে তখন তা বৃষ্টি হয়ে ঝড়ে
মন খারাপ আজ দিগন্তের মেঘ চলে গেছে তাকে ছেড়ে।

হাহা । দারুন অনুভূতি ব্যক্ত করেছো লেখায়। ভাল লাগলো ভাই। ভাল থেকো ধন্যবাদ।

 3 years ago 

পাগল মাথায় কখন কি লিখি ঠিক নেই দাদা। প্রণাম রইলো।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 79489.17
ETH 1885.78
USDT 1.00
SBD 0.81