অর্ধ-বৃত্তের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ10 months ago

|| আজ ৩ মে, ২০২৪। রোজ: শুক্রবার ||



হ্যাল্লো বন্ধুরা

সকলকে আমার নমষ্কার/ আদাব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজ আবারো হাজির হলাম একটি নতুন পোষ্ট নিয়ে৷ আশা করছি ক্যাপশন দেখেই আপনারা সকলে বুঝে গিয়েছেন যে আপনাদের সাথে আমি একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলা আর্টগুলো দেখতে তো বেশ সুন্দর ই লাগে আমার কাছে সবসময়। তবে আমার খুব একটা করা হয় না। আমি খেয়াল করে দেখলাম আজ অনেক দিন পরে কোনো ম্যান্ডেলা আর্ট করলাম আমি! ছোটবেলায় আর্ট করতে বেশ মজাই লাগতো। তবে সময়ের অভাবে পরিস্থিতির চাপে অনেকদিন কোন রকম আর্ট করা হয়ে উঠে না যাই হোক, আশা করছি আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।





উপকরণ



  • কাগজ
  • কম্পাস
  • পেন্সিল
  • কয়েকটি রঙিন কলম


প্রথমেই আমি পেন্সিল আর কম্পাসের সাহায্যে ছোট-বড় কয়েকটি অর্ধবৃত্ত এঁকে নিলাম।


এবারে আমি আস্তে ধীরে উপরের দিক থেকে ডিজাইন গুলো করে নিবো। নিচের ছবিগুলো ধাপে ধাপে শেয়ার করলাম। আশা করি আপনারা নিচের ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন। আসলে ডিজাইনের ডিটেইলস তো ওভাবে বলা যায় না। আমার মাথায় যেমন ডিজাইন এসেছে, ওভাবে আমি ম্যান্ডেলা টি করার চেষ্টা করেছি।



একই ভাবে আমি এবার নিচের দিকের কিছু অংশ আগে করে নিলাম। ম্যান্ডেলা আর্ট টি আমি লাল, নীল আর সবুজ রঙের সাইন পেন ব্যবহার করে করেছি।





এভাবে আমি আমার ম্যান্ডেলা আর্ট টি শেষ করে সবার শেষে নিজের নাম টি সাইন করে দিলাম।

ফাইনাল লুক



এই ছিলো আমার আজকের আয়োজন। আশা করি খুব দ্রুত অন্য কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন সেই শুভকামনা রইলো।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

অর্ধবৃত্তের ম্যান্ডেলা আর্ট টি আসলে অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর আমার মনে হয় এটি আমাদের জন্য অনেক মূল্যবান একটা পোস্ট কারণ এইসব পোস্টের মাধ্যমে অথরদের ক্রিটিভিটি আমাদের মাঝে ফুটে ওঠে এটা অনেক চমৎকার একটা বিষয়। আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য টি পেয়ে ভীষণ ভালো লাগলো।

 10 months ago 

অর্ধ বৃত্তের ম্যান্ডেলা টি দেখতে ভীষণ ভালো লাগতেছে। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার হাতের কাজগুলো বেশ সুন্দর আপু। আমার সবথেকে ভালো লাগে।আপনার কাজগুলো বেশ সুন্দর।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 10 months ago 

আমাদের কমিউনিটি তে অনেকেই আরো অনেক ভালো ভালো কাজ উপহার দেয় ভাই নিয়মিত। আমিও তাদের দেখেই চেষ্টা করছি। এখনো ওত ভালো হাত আসে নি। নিয়মিত তো করা হয়ে উঠে না। আরো নিয়মিত চেষ্টা করলে হয়তো আরো ভালো করতে পারবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

বেশ সুন্দর হয়েছে আপনার আজকের অর্ধবৃত্তে ম্যান্ডালা অংকন। মাঝে মাঝেই শেয়ার করবেন ,তাহলে আমরাও সুন্দর সুন্দর ম্যান্ডালা আর্ট দেখতে পাবো।ছোট ছোট ডিজাইন গুলো বেশ সুন্দর এঁকেছেন। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার ম্যান্ডালা আর্টট।ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

অসম্ভব ভালো লাগলো আপনার মন্তব্য টি পেয়ে আপু। আপনার কাজ তো আমি সবসময়ই দেখি। আপনার থেকে দারুণ মন্তব্য পেয়ে আমি উৎসাহিত হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বৃত্তের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনি এত সুন্দর করে এই আর্ট করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের আর্ট গুলো করতে অনেকটা সময় লাগে। আর সময় নিয়ে কোন কিছু আর্ট করলে দেখতেও ভালো লাগে। এটা একদম ঠিক বলেছেন আপু ছোটবেলায় আমরা সবাই এই ধরনের আর্ট গুলো করার চেষ্টা করতাম।

 10 months ago 

ছোটবেলায় তো বেশ মজার সাথেই করতাম আপু। এখন আর তেমন নিয়মিত করা হয় না অনেক সময় লাগে বলে। আপনার কমেন্ট পেয়ে বেশ উৎসাহ পেলাম। ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন 😍

 10 months ago 

বৃত্তের মধ্যে দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এধরনের ম্যান্ডেলা গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এই আর্ট গুলো করতে অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। বিশেষ করে রং দেওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 10 months ago 

এই প্রথম রঙিন ম্যান্ডেলা আর্ট করলাম ভাই আমি। আসলে এই ধরনের আর্ট গুলো করতে বেশ সময় এবং ধৈর্য দুটিই প্রয়োজন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমায় উৎসাহিত করার জন্য।

 10 months ago 

অর্ধ-বৃত্তের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে, আসলে আপনার চিত্র অংকন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর দক্ষতার সাথে অঙ্কন করেছেন। আমার খুবই ভালো লেগেছে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। ছোটবেলায় আর্ট করতে বেশ ভালোই লাগতো, এখনো ভালো লাগে। তবে এখন নিয়মিত করা হয় না বলে হাত অনেকটা নষ্ট হয়ে গেছে৷ আপনার কমেন্ট পেয়ে বেশ উৎসাহ পেলাম।

 10 months ago 

বেশ চমৎকার এঁকেছেন দিদি ৷ অর্ধ-বৃত্তের ম্যান্ডেলা আর্ট দেখে বেশ ভালো লাগলো ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে একটু বেশিই ভালো লাগে ৷ ছোট ছোট ডিজাইন গুলো এই আর্ট গুলোকে আরো বেশি আর্কষনীয় করে ৷ আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে আর্টটি ফুটিয়ে তুলেছেন ৷ অনেক ভালো লাগলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে

 10 months ago 

আপনি বেশ গুছিয়ে আপনার মতামত শেয়ার করেছেন ভাই। আমি অনুপ্রেরণা পেলাম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এমন দারুণ মতামতের মাধ্যমে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 10 months ago 

আপু এই আর্ট গুলো করতে যথেষ্ট সময়ের প্রয়োজন যার জন্য আমিও সবসময় আর্ট করতে পারি না। তবে আপনি অনেক দিন পর করলেও খুব সুন্দর আর্ট করেছেন। অর্ধ-বৃত্তের ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারফুল করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

কালারফুল ম্যান্ডেলা গুলো দেখতে বেশ ভালোই লাগে৷ তাই আমিও এবার প্রথমবারের মতো চেষ্টা করলাম। আপনার সুন্দর গোছানো মন্তব্য পেয়ে বেশ ভালো লাগলো।

 10 months ago 

পেন্সিল দিয়ে মার্ক করে নেওয়ার পর পুরোটাই ছিল দেখছি সাইন পেন এর ব‍্যবহার। বেশ দারুণ লাগছে মান্ডালা আর্টটা। অর্ধ বৃওের মান্ডালা আর্ট টা ধৈর্য্য সহকারে খুবই সুন্দর করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 10 months ago 

জি ভাইয়া। পেন্সিল দিয়ে শুরুতে শুধুমাত্র ছোট-বড় সাইজের অর্ধ-বৃত্ত গুলোই এঁকে নিয়েছি। বাকিটা পরে রঙিন কলম আর সাইন পেন ব্যবহার করে করেছি। আপনাকে ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67