|| কবিতা আবৃত্তি :- জীবনের পাঠ || মহাদেব সাহা ||
|| আজ ১৫ জানুয়ারি, ২০২৫ || রোজ: বুধবার||
হ্যাল্লো বন্ধুরা
নাম:- জীবনের পাঠ
কবি :- মহাদেব সাহা
কন্ঠে :- তিথী রানী
ইউটিউব চ্যানেল :- https://youtube.com/@Ranishaheba?feature=shared
কবিতা আবৃত্তির লিংক
কবিতার লাইন
জীবনের পাঠ
শুধাই বৃক্ষের কাছে, ' বলো বৃক্ষ, কীভাবে
চলতে হয় কঠিন সংসারে? তুমি তো দেখেছো
এই পৃথিবীতে অনেক কঠিন জীবন ' ;
বৃক্ষ বলে, ' শোনো, এই সহিষ্ণুতাই জীবন '।
বলি আমি উদ্দাম নদীকে, ' বলো, পুণ্যতোয়া নদী,
কেমন দেখেছো তুমি মানুষের জীবনযাপন?
তুমি তো দেখেছো বহু সমাজ সভ্যতা ' ;
মৃদু হেসে নদী বলে,
' দুঃখের অপর নাম জীবনযাপন '।
যাই আমি কোনো দূর পাহাড়ের কাছে,
বলি, ' শোনো, হে মৌন পাহাড়,
তুমি তো কালের সাক্ষী, বলো না
বাঁচতে হলে কীভাবে ফেলতে হয় এখানে চরণ '?
পাহাড় বলে না কিছু
কেবল দেখায় তার নিজের জীবন।
অবশেষে একটি শিশুকে আমি বুকে নিয়ে বলি,
' তুমি এই জীবনের কতটুকু জানো,
কোথায় নিয়েছো তুমি জীবনের পাঠ '?
চঞ্চল শিশুটি বলে, 'এসো খেলা করি আমরা দুজনে'।
আমার আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের পোষ্ট এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবি মহাদেব সাহার লেখা জীবনের পাঠ কবিতাটি আপনি খুবই সুন্দর ভাবে আবৃত্তি করেছেন।আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো।এত সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করে আমাদের শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার আবৃত্তি শুনে এমন চমৎকার একটি মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
খুবই সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কবিতা আবৃত্তি শুনে সুন্দর মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আসলে কবিতা আবৃত্তি করতে হলে ধৈর্য এবং সাহস দুইটি লাগে। আপনি ধৈর্য এবং সাহস নিয়ে জীবনের পাঠ কবিতাটি আবৃত্তি করেছেন। ধন্যবাদ কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ জামাল ভাই। আমার আবৃত্তি আপনাদের ভালো লাগে, এটা আমার কাছে বেশ বড় পাওয়া।
আপনি এতো ভালো কবিতা আবৃতি করতে পারেন জানতাম নাহ।মন দিয়ে শুনছিলাম শুনে মন একদম শান্ত নদীর মতো লাগছে। প্রশংসা করার ভাষা পাচ্ছি নাহ সাধুবাদ জানিয়ে দিলাম।
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মতামত জেনে বেশ মন খুশি হয়ে গেলো আপু। ভালোবাসা নিবেন। ❤️