পেন্সিল আর্ট -- 💞 '' চাঁদের আলোর মাঝে প্রকৃতি " | | আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মত আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।আমি আজ একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশাকরি আমার আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG_20230516_020555.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

চাঁদের আলোর মাঝে প্রকৃতিঃ

বন্ধুরা, আজ প্রকৃতির একটি চিত্রের পেন্সিল আর্ট নিয়ে হাজির হলাম।একটি চিত্র কে রঙের ছোঁয়ায় অনেকখানি ফুটিয়ে তোলা যায়।কিন্তু আমার কেন জানি না রঙের চাইতে একটি চিত্রকে পেন্সিল আর্ট করে দেখতে ভীষণ ভালো লাগে।আর তাইতো সব সময় পেন্সিল আর্টই আমি করে থাকি।আজকের এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছে তা এক এক করে আগে তুলে ধরছি।আশাকরি আমার এই আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১. কাগজ।
২. স্কেল।
৩.কম্পাস।
৪. পেন্সিল।
৫.রাবার
৬। টিস্যু
৭। সাইন পেন

20230515_231711.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


BeautyPlus_20230515231830676_save.jpg

20230515_231914.jpg

প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম।

ধাপ - ২


BeautyPlus_20230515232020823_save.jpg

BeautyPlus_20230515232037357_save.jpg

20230515_232354.jpg

এরপর মাঝের থেকে কিছু নীচে একটি সরলরেখা এঁকে নিলাম।এরপর সেই রেখার একপাশে ছোট একটি বৃত্ত এঁকে নিলাম।

ধাপ - ৩


BeautyPlus_20230515232455098_save.jpg

20230515_232816.jpg

BeautyPlus_20230515232905677_save.jpg

20230515_233008.jpg

এরপর উপরের অংশে পেন্সিলের শেপ দিয়ে নিলাম।এরপর টিস্যু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম।

ধাপ - ৪


20230516_001549.jpg

BeautyPlus_20230516001854875_save.jpg

BeautyPlus_20230516001939116_save.jpg

20230516_002001.jpg

এবার একটি নারিকেল গাছ এঁকে নিলাম।

ধাপ - ৫


20230516_003926.jpg

20230516_004222.jpg

এরপর নীচে একটা দাগ কেটে সাইন পেন দিয়ে শেপ করে নিয়ে সেখানে নারিকেল গাছের গোড়া এঁকে পাশে বড় বড় ঘাস এঁকে নিলাম।আর বাইরের দিকে পেন্সিলের শেপ দিয়ে নিলাম। এরপর পাখি এঁকে নিলাম।

ধাপ - ৬


BeautyPlus_20230516005329403_save.jpg

BeautyPlus_20230516005406167_save.jpg

20230516_005536.jpg

এরপর ছবির নীচে নিজের নামটি লিখে দিলাম।

উপস্থাপনাঃ


IMG_20230516_020302.jpg

BeautyPlus_20230516005447772_save.jpg

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ


আজ আর নয়। আশাকরি আমার পেন্সিল আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 2 years ago 

পেন্সিল আর্ট গুলো যত দেখি ততই যেন আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি পেন্সিলের সাহায্যে প্রাকৃতিক দৃশ্যের খুবই সুন্দর একটা আর্ট করেছেন। গাছটি দেখতে একটু বেশি ভালো লাগছে। আপনি খুবই নিখুঁতভাবে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই কাজটি সম্পূর্ণ করেছেন দেখে বুঝতে পারছি। আসলে এরকম কাজ গুলোর মাধ্যমে আমার মনে হয় নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হচ্ছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চাঁদের আলোর মাঝে প্রকৃতির দৃশ্য অংকন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

পেন্সিল আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে চাঁদের আলোর মাঝে প্রকৃতির দৃশ্য অঙ্কন করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি খুবই দক্ষতার সাথে প্রকৃতির সৌন্দর্য আর্টের মাধ্যমে প্রকাশ করেছেন।এই আর্ট করার প্রচুর পরিমাণে ধৈর্য এবং পরিশ্রম করা লাগে। আপনি আপনার ধর্যের মাধ্যমে সুন্দর করে প্রকৃতির সৌন্দর্য আর্ট করেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 
 2 years ago 

পেন্সিল দিয়ে প্রকৃতির খুবই সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু যেটা দেখে খুবই ভালো লেগেছে আমার। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি পেন্সিল দিয়ে বেশ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপ বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন ।অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু বেশ কিছুদিন ধরে দেখছি আপনি পেন্সিল দিয়ে চিত্র অংকন গুলো যে এতো চমৎকার আর সুন্দর ৷ আর্ট করার দক্ষতা সৃজনশীলতা বেশ প্রখর ৷ অনেক সুন্দর লাগছিল চাঁদের আলোর মাঝে প্রকৃতি ৷ মনোমুগ্ধকর ছিল আপু ৷

 2 years ago 

সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

পেন্সিল দিয়ে এভাবে যে কোন রকমের আর্ট করলে তা ভীষণ ভালো লাগে দেখতে। আর আপনি তো দেখছি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন পেন্সিল দিয়ে। গোল বৃত্তের মধ্যে আর্টটি করার কারণে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আপনি অনেক সময় ব্যবহার করে এই আর্টটি সম্পূর্ণ করেছেন দেখে বুঝতে পারছি। উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন যা দেখে যে কেউ এটি অংকন করতে পারবে।

 2 years ago 

মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67