জেনারেল রাইটিং - 😐 " এই প্রথম ব্জ্রপাতের ফলে বিপদের সম্মুখীন হলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নানা বিষয়ের উপর পোস্ট শেয়ার করে থাকি।যদিও ব্যস্ত সময় পার করছি।তারপরেও আপনাদের মাঝে এসে নিজের অনুভুতি গুলো শেয়ার না করতে পারলে ভালো লাগে না।তাই আজ একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
এই প্রথম ব্জ্রপাতের ফলে বিপদের সম্মুখীন হলামঃ
বন্ধুরা,বেশ কিছু দিন ধরে বেশ বৃষ্টি হয়ে গেলো।সব জায়গাতেই কম বেশী বৃষ্টি হয়েছে।সবাই কম-বেশী ভোগান্তির শিকার হয়েছেন।আমি ছোট সময় থেকে শুনে আসছি বৃষ্টির সময় বজ্রপাত হলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।এখনো খবরে দেখি নানান জায়গায় মানুষের মৃত্যু ঘটে এই বজ্রপাতে।মানুষের পাশাপাশি ফসলের ও অনেক ক্ষতি করে এই বজ্রপাত।কিন্তু সব সময় শুনে এলেও নিজের জীবনে কখনো এমন কিছু ঘটেনি।কিন্তু এই প্রথম ব্জ্রপাতের ফলে বিপদের সম্মুখীন হতে হলো আমাকে।সেই বিষয়টি আজ আপনাদের মাঝে শেয়ার করবো বন্ধুরা।
এইতো তিনদিন আগের কথা।হঠাৎ করে বৃষ্টি শুরু হলো।একবার বজ্রপাতের শব্দ শুনে আমি দৌড়ে গিয়ে ফ্রিজ দুটো আর টিভির সুইচ বন্ধ করে দিলাম।কিন্তু আমার মাথাতে একবার ও আসেনি রাউটারের সুইচ বন্ধ করার কথা।এরপর আরো ৩/৪ বার বেশ শব্দ করেই বজ্রপাত হলো।কিন্তু আমি লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ পড়ে বসেই রইলাম।কিছু সময় পর বৃষ্টি থেমে গেলে সন্ধ্যায় বসে মোবাইল হাতে নিয়ে নেট পাচ্ছিলাম না।নেটের অফিসে ফোন দিলে তারা দেখছে বলে ফোন রেখে দিল।কিন্তু আমি কিছুতেই নেট পাচ্ছিলাম না।আম্মুকে হাসপাতালে ফোন দিব।কিন্তু নেট নেই।এছাড়া কিছু সময় কমেন্ট করতে হবে।তাই বাধ্য হয়ে আমি এক মাসের নেট নিয়ে নিলাম ঘরে বসেই বিকাশ থেকে।
এরপর লোকদের রাতে ফোন দিলে তারা বলল নেট তো আছে সব জায়গায়।আপনাদের নেই কেন তা জানতে হলে পরেরদিন সকালে আসতে হবে।এদিকে ছেলে টিভিতে ইউ টিউব দেখতে পারছে না।কি আর করার রাত কেটে গেলো।সকালেও একই অবস্থা।নেট তখনও আসেনি।তাদের ফোন দেওয়া হলে তারা বেলা ১১ টার সময় বাসায় এসে দেখে বলল রাউটার জ্বলে গেছে।আমি তো শুনে অবাক।এইতো সেদিন রাউটার আনা হয়েছিল।এরই মাঝে রাউটার নষ্ট হয়ে গেলো বজ্রপাতের কারনে।জীবনে এই প্রথম আমার দেখা বজ্রপাতের কারনে রাউটারের এমন ক্ষতি চোখের সামনে দেখে।নেট ছাড়া সবকিছু অচল।যদিও আমি কাল রাতে এম বি নিয়েছিলাম।কিন্তু তারপরেও এম বি দিয়ে ইউ টিউব দেখতে একটু ঝামেলাই লাগে।
সব সময় শুনে এলেও এই প্রথম বজ্রপাতের কারনে এমন ক্ষতি চোখের সামনে দেখে ভোগান্তিতে পরার জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম।আসলে আকাশ মেঘ করলেই আমাদের সবার উচিত ইলেকট্রনিকস সব কিছুকে বিদ্যুৎচ্যুত করা।নয়তো যেকোনো ধরনের ক্ষতি হতে পারে। আর বজ্রপাতের সময় কখনো পথে থাকলে,পথে না থেকে কোন বাড়ির ভেতর দাঁড়ানো উচিত।আমরা একটু সচেতন হলে সব ধরনের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি।তাই কোন কিছুকে অবহেলা করা যাবে না। সব সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে।
আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আমাদের সবার উচিত বজ্রপাতের সময় সবকিছু বন্ধ করে দেওয়া। না হলে বড় কিছু হয়ে যেতে পারে। রাউটারের অবস্থা এরকম হয়েছে এটা শুনে অনেক খারাপ লাগলো আপু। এবার থেকে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি ভালোভাবে খেয়াল রাখবেন। আপনার এই পোস্ট সবাইকে আরো অনেক বেশি সাবধান করবে।
ধন্যবাদ আপু।
আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো।আসলে আপু আমাদের সবার উচিত বজ্রপাতের সময় সব কিছু বন্ধ রাখা । আসলে বজ্রপাতের কারণে সব জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আসলে বৃষ্টির মুহূর্তে যখন দেখা যায় মেঘ ডাকছে এবার বজ্রপাত হতে পারে এমন মেঘের শুরুতেই বাড়িতে ফ্রিজ টিভি রাউটার লাইনগুলো বন্ধ রাখা প্রয়োজন। গত বছর আমাদের বাড়ির পাশের রাউটার নষ্ট হয়ে গেছিল। তাই এই বিষয়ে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। কারণ বজ্রপাত হলে রাউটার আগে নষ্ট হয়। তাই এখন থেকে সাবধান হয়ে যাবেন এবং এ সমস্ত বিষয়ে একটু খেয়াল রাখবেন।
মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনার মত সেম অবস্থা হয়েছে আমারও।কিছুদিন আগে হঠাৎ করেই সকালে বিকট আওয়াজে বজ্রপাত শুরু হল।বিকট আওয়াজে বজ্রপাত হওয়ার সাথে সাথেই আমার ফ্যান বন্ধ হয়ে গেল।আমি ভাবছি বিদ্যুৎ চলে গেছে।একটু পর দেখি বিদ্যুৎ চলে যায় নাই, আমার ফ্যানটাই নষ্ট হয়ে গেছে।আমার বাসার ফ্যান নষ্ট হয়ে গেছে আর আপনার রাউটার নষ্ট হয়ে গেছে।আসলে বজ্রপাতের সময় আমাদের সকলকে সতর্ক থাকা উচিত।কখন যে কোথায় দিয়ে কোন বিপদ এসে যাবে আমরা কেউ জানিনা।
ধন্যবাদ ভাইয়া। নিজের অনুভূতি প্রকাশ করার জন্য।
বজ্রপাতের মাএা যদি অতিরিক্ত হয় তাহলে বাড়ির ছাদে লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করতে পারেন। এটা বেশ কার্যকরি। বজ্রপাতের ফলে এমন ইলেকট্রিক ডিভাইস গুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আপনার রাউটার টা নষ্ট হয়ে গিয়েছে দেখে খারাপ লাগল।
জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।