পেন্সিল আর্ট -- 💞 প্রকৃতির মাঝে চাঁদের সৌন্দর্যের পেন্সিল আর্ট | | আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।আমি আজ একটি পেন্সিল আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশাকরি আমার আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রকৃতির মাঝে চাঁদের সৌন্দর্যের পেন্সিল আর্টঃ
বন্ধুরা,আজ অনেক দিন পর একটি পেন্সিল আর্ট শেয়ার করলাম। আসলে আর্ট করতে গেলেই প্রকৃতির ছবি আমার চোখে ভেসে উঠে।তাইতো আজ প্রকৃতির একটি পেন্সিল আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আমার আঁকা ছবিটি কেমন হল তা অবশ্যই জানাবেন।
প্রয়োজনীয় উপকরনঃ
১. কাগজ।
২. স্কেল।
৩.কম্পাস।
৪. পেন্সিল।
৫.রাবার
৬। টিস্যু
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম।এরপর এর মাঝ বরাবর একটি দাগ কেটে নিলাম।
ধাপ --২
এরপর ছোট গোল বৃত্ত এঁকে নিলাম।
ধাপ --৩
এরপর উপরে পেন্সিলের শেপ দিয়ে নিলাম। এরপর মাঝ বরাবর দুটি গাছ এঁকে নিলাম।
ধাপ --৪
এরপর গাছ সম্পূর্ণ এঁকে নীচে পেন্সিলের হাল্কা শেপ দিয়ে দিলাম।
ধাপ --৫
আঁকাটি সম্পূর্ণ হলে এবার নিজের নামটি লিখে দিলাম।
উপস্থাপনাঃ
ফটোগ্রাফির বিবরন
বিষয় | আর্ট |
---|---|
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার পেন্সিল আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
পেন্সিল আর্ট আমার খুবই প্রিয়। ছোটবেলা থেকেই আমি পেন্সিল আর্ট করতে পছন্দ করতাম। তবে অনেকদিন থেকে পেন্সিল আর্ট করা হয় না। আপু আপনি অনেক পরিশ্রম করে এই সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দেখতে বেশ সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপু।
আপনার পেন্সিল আর্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে এরকম ইউনিট আর্ট দেখতে সবসময় ভালো লাগে। আপনার এই আর্ট করতে অনেক সময় লেগেছে তা দেখেই বুঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্যের মধ্যে চাঁদ এর চিত্র অংকন সত্যিই আপনার চিত্র অংকনটি আজকে আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ওয়াও আপনার পেন্সিল আর্ট দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে। অসম্ভব ভালো ছিল আপনার আজকের এই পেন্সিল আর্টটি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি খুবই সুন্দর ভাবে এই পেন্সিল আর্টটি সম্পূর্ণ করেছেন। সত্যি আপনার দক্ষতার প্রশংসা অবশ্যই করতে হচ্ছে।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
প্রথমে ভেবেছিলাম শুধু পেন্সিল দিয়ে চাঁদ কিভাবে ফুটিয়ে তোলা সম্ভব তাই, কিন্তু পুরো ছবিটা দেখে রীতিমত অবাক হয়ে গেছি। ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে পুরো ব্যাপারটা। আপনি সত্যিই অনেক ভালো ছবি আকতে পারেন আপু।
মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
প্রকৃতির মাঝে চাঁদের খুব সুন্দর একটি পেন্সিল আর্ট শেয়ার করেছেন আপু।দেখে অনেক ভালো লাগলো।আপনার আর্ট এর ধাপগুলো অনুসরণ করে যে কেউ চাইলে খুব সহজেই আর্ট করে নিতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।