বাংলা ছোট কবিতা | অপরূপ মাতৃভূমি

24575946939_f6e409b732_o.jpg


বাংলাদেশ মোর মাতৃভূমি
প্রকৃতির লীলায় ওপর তুমি
মাগো, তোমার চেয়ে অপরূপ
আর কেও নহে রে
বুক চিরে তোমার আঁকা-বাঁকা
নদী-সরোবর বহে রে।
সাদা-কালো দোয়েল ফুড়ুৎ করে
বক্ষে তোমার নাচে
অপরূপ সেই দৃশ্য দেখে
হৃদয়স্পন্ধন মোর থামে।
বিশ্বের বুকে ছোট তুমি মা
সৌন্ধর্যতে বড়
প্রকৃতির অপার লীলায় তোমার
পথিককে মোহিত কর।

ইমেজ সোর্স
অসংখ ধন্যবাদ🙏🙏🙏 কবিতাটি পড়ার জন্য 💖

Sort:  

আপনি কোন দেশের নাগরিক সেটি আপনার ট্যাগ অপশনে উল্লেখ করবেন৷

ধন্যবাদ ভাই, আমি একজন বাংলাদেশী।

তাহলে ট্যাগ এ 'Bangladesh' ব্যবহার করবেন দয়া করে।

 4 years ago 

কপিরাইট ফ্রি ফটো ব্যবহার করুন

ধন্যবাদ ভাই, আমি সঠিক ভাবে জানিনা যে ফ্লিকার থেকে নেয়া ছবি গুলো কপিরাইটেড ফ্রি না। তবে ছবিটি ইশতিয়াক শুভ ভাইয়ের কাছথেকে নেয়া।

 4 years ago 

কঁপিরাইট ফ্রী ফটো পাওয়া যায় এমন ওয়েবসাইটগুলো থেকে ফটো ডাউনলোড করে সোর্সসহ পোস্ট করবেন।

 4 years ago 

আপনার কবিতা অসাধারণ হয়েছে ভাই

 4 years ago 

সুন্দর হয়েছে কবিতাটি।কবিতাটিতে মা এবং মাতৃভূমির রূপ প্রকাশ পেয়েছে।ধন্যবাদ আপনাকে।

অসংখ ধন্যবাদ🙏

 4 years ago 

কবিতাটি খুব সুন্দর লাগলো ভাই। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ🙏

Like the homeland in Indonesia...safe and peaceful, good poetry

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67