বাংলা ছোট কবিতা | বৃষ্টি
আকাশেতে মেঘ, বৃষ্টি হচ্ছে
মাঠের ভেতর কাদা।
ঘরেতে সবাই বিষন্ন মন
ফসলের মাঠ পানিতে ডোবা।
বাহিরে শব্ধ ভিতরে স্তব্ধ
মন টিকে না ঘরে ,
ছুটে চলে যায়
নীল আকাশের পাড়ে।
শুরু হলো ঝড়, কাঁপে চারপাশ
গাছপালা সব নড়ে
পাখি উড়ছে না, বইছে হাওয়া
বাড়ি গুলো ভেঙে পড়ে।
চলছে বৃষ্টি, হচ্ছে বন্যা
মানুষেরা ঘর ছাড়া
চারদিকে শুধু শুনছি কান্না
সবাই সর্বহারা।
ইমেজ সোর্স
কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ভাবলাম কিছু একটা লিখি। অসংখ ধন্যবাদ🙏🙏 কবিতাটি পড়ার জন্য 💖
একটি কথাই বলবো বৃষ্টি নিয়ে যে কবিতাটি আপনি দেখলেন আসলে কিন্তু এটা অসাধারণ হয়েছে আসলেই বৃষ্টির কবিতাটি পড়ে হঠাৎ করে ছেলেবেলার কিছু স্মৃতি মনে উঠে গেলো কতইনা ছোটাছুটি কতইনা ঘোরাঘুরি কতই না আনন্দ করেছি এই বৃষ্টির দিনে অনেক ভালো লিখেছেন কবিতাটি
ধন্যবাদ🙏
"মানুষেরা ঘর ছাড়া
চারদিকে শুধু শুনছি কান্না
সবাই সর্বহারা।" যথার্থ। শুভেচ্ছা রইল আপনার জন্য।
অসংখ ধন্যবাদ🙏
ভালো লিখেছেন।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ🙏
আপনার কবিতা অসাধারণ হয়েছে ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
কবিতাটা সুন্দর ছিল। শুভ কামনা।
🤗