স্বরচিত কবিতা ||| ভালোবাসার বসন্ত ||| original poem by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।
তবে খুব ব্যস্ততায় দিনগুলো পার করছি। সামনে ঈদকে কেন্দ্র করে প্রচন্ড ব্যস্তমুখোর হয়ে পড়েছি। যদিও আমি ছোট্ট একটি ব্যবসা করি। তবে সবারই আশা ও ইচ্ছা থাকে সামান্য পুঁজি থেকে অনেক বড় ব্যবসায়ী হওয়া। আত্মবিশ্বাস লক্ষ্য ও পরিকল্পনামাফিক যদি সততার সাথে কোন কাজ করা যায় তবে আমার বিশ্বাস ইন-সা-আল্লাহ সেই কাজে সফলতা আসে। তাইতো চেষ্টা করে যাচ্ছি জানিনা ভাগ্যে কি আছে।আমাদের এই বিজনেস নিয়ে অনেক ইচ্ছা এটা অনেক বড় করার। তবে আমার থেকে আমার হাজবেন্ডের ইচ্ছা আরো বেশি। সে প্রচন্ড আশাবাদী আমাদের এই বিজনেস একদিন অনেক বড় জায়গায় দাঁড়াবে।যদিও সবদিক থেকে অনেক কষ্টে আছি। তবে মনের কষ্টগুলো মনের ভেতরেই থাকে কখনো প্রকাশ করি না। তারপরও আপনাদের দোয়া থাকলে আশা করি সবকিছুই ভালো হবে এবং সুন্দরভাবে পরবর্তী দিনগুলো পার করতে পারব।
এত ব্যস্ততার মাঝেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার বাংলা ব্লগে আমার দারুন একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাইতো কাজের ফাঁকে বসে পড়লাম কবিতা লেখার জন্য। বসন্ত কে আর মিস করলাম না কবিতা লেখার খুব ইচ্ছা হচ্ছিল । তাই দারুন একটি কবিতা লিখে ফেললাম। প্রকৃতির সৌন্দর্যে আমরা মুগ্ধ হই তাইতো প্রকৃতির এমন সৌন্দর্যে চার দিকটাই কোকিলের মিষ্টি সুর। গাছে গাছে ফুল মিষ্টি সুভাষ। সবকিছুই এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল মনে। তাই ঝটপট লিখে ফেললাম "ভালোবাসার বসন্ত"। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "ভালোবাসার বসন্ত" তে কি লিখেছি দেখে নেওয়া যাক।
ফুটেছে ফুল,
দখিনা হাওয়ায় বইছে বাতাস,
কত রঙের রঙিন সব
ফুলে ফুলে অপূর্ব শোভা।
তুমি আমি মন ফাগুনের,
নাওয়ে চড়ে দিচ্ছি পারি,
দিন সময় ক্ষণ সে তো যাচ্ছে,
মনের যত রঙিন স্বপ্নগুলো
রঙিন ফুলে গেঁথেছি মালা
আশাগুলো হৃদয়ে,
চঞ্চলতা আবেগঘন মুহূর্তে
দুজনে একসাথে
কোকিলের মিষ্টি সুরে,
হারিয়ে যাওয়ার নেই মানা
আজ বসন্ত এসেছে।
চার দিকটা সতেজতায়,
ভরে থাকে মনটা,
এমন শুভ ক্ষনে
মনটা কি আর
প্রকৃতির সৌন্দর্যে বেঁধে রাখা যায়?
তাইতো আমারি মন
তোমার মাঝে হারিয়ে যায় সর্বক্ষণ।
যতো সপ্ন আছে,
অনূভুতি ও সুখে জিবন ভর,
আনন্দ উল্লাস নিয়ে
হারাবো তোমায় নিয়ে।
সুখের নীড়ে ফিরতে
আজ নেই কোন মানা।
মনের ভালো লাগার কথা
ভালোবাসার বসন্তের আসা-যাওয়া।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1892637793932689499?t=Hkdxxi8b5sLfyVoLkktR9A&s=19
বসন্ত ঋতুরাজ। বসন্ত কে নিয়ে যত লেখা হোক না কেন তা কম। বসন্ত আসলে অদ্ভুত সুন্দর প্রকৃতির সাজ নিয়ে হাজির হয়। বসন্তকালের প্রতিটি মুহূর্ত বর্ণনা করে চমৎকার কবিতা লিখেছেন আপু। ছন্দে ছন্দে বসন্তের রূপের বর্ণনা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতাটি খুব ভালো লাগলো আপু। বসন্তকে ঘিরে লেখা চমৎকার কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ্ আপু আজকে আপনি অনেক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ লেগেছে আমার কাছে। বসন্ত কালকে আমরা সবাই ভালবাসি আর এই জন্যই বসন্ত কালকে ঋতুরাজ বলা হয়। বসন্ত কালে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে হৃদয় ভরে ওঠে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার লেখা ভালোবাসার বসন্ত কবিতাটা পড়ে অনেক দারুন লাগলো। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন পুরোটা। বসন্তের সৌন্দর্য আমার অনেক বেশি ভালো লাগে। এই সময়টা আমার খুবই পছন্দের। গাছে গাছে অনেক সুন্দর ফুল ফোটে। আর কোকিলের ডাক, সব মিলিয়ে দারুন সময়।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
আপনাদের ব্যবসা নিয়ে আপনার এবং আপনার হাসবেন্ডের মনের ইচ্ছাটা পূর্ণ হোক। এমনটাই প্রার্থনা করি রবের কাছে। আর দোয়া তো অবশ্যই আছেই। যাইহোক এত ব্যস্ততার মাঝেও বসন্ত কে নিয়ে মনের অনুভূতিগুলি সুন্দর করে প্রকাশ করেছেন।প্রিয় বসন্তের প্রকৃতিময় সৌন্দর্য আপনার কবিতার বাক্যগুলির মধ্যে খুঁজে পেলাম।এক কথায় দুর্দান্ত ছিলো আপনার লেখা ভালোবাসার বসন্ত নামের কবিতাটি।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আজকে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।ভালোবাসার বসন্ত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রকৃতির সৌন্দর্য সবসময় অন্যরকম থাকে। আর চার পাশে থাকে অসাধারণ। তবে আপনি সুন্দর অনুভূতি এবং অসাধারণ ভাষা দিয়ে ভালোবাসার বসন্ত কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।
সব সময় উৎসাহমুলক মন্তব্য করে কাজের গতি বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে খুব ভালো লাগলো। আসলে সত্যি আমাদের হৃদয়ে ভালোবাসা আছে বলে বসন্তের আসা-যাওয়া হয় । বসন্তের অনুভূতি আমাদের হৃদয়ে জাগ্রত হয়। বসন্তের ভালোবাসায় প্রিয়জনকে সাথে নিয়ে অজানা গন্তব্যে হারিয়ে যেতে খুবই ইচ্ছে করে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আমার কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
আপনার লেখা ভালোবাসার বসন্ত কবিতাটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার কাছে পুরো কবিতাটা পড়তে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে সত্যি ভালো লাগে। বসন্ত আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চারপাশে ফুল, সেই সাথে কোকিলের ডাক সবমিলিয়ে দারুন একটা মুহূর্ত।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
আপনার ছোট্ট ব্যবসা একদিন অনেক বড় হবে, সেই কামনা করছি আপু। যাইহোক ভালোবাসার বসন্ত নামক কবিতাটি খুব সুন্দর হয়েছে আপু। ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।