অনু কবিতা পোস্ট ||| একটি সুন্দর সকাল ||| original poem by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন?আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা "একটি সুন্দর সকাল" নিয়ে।
কবিতা লিখতে অনেক ভালো লাগে। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোনেরা বেশ দারুন কবিতা লিখে। আমি ও চেষ্টা করছি দু এক কলম লেখার জন্য শুরু থেকেই। তবে কবিতা অনেক আগে থেকেই আমি লিখতাম । মাঝে যদিও স্টপ ছিল তারপর আমার বাংলা ব্লগ কমিউনিটি জন্যই লেখাগুলো সবার মাঝে উপস্থাপন করতে পারছি। কবিতা অনুভূতির ফসল আমাদের আবেগ ও অনুভূতি সুখ-দুঃখ কষ্ট সবকিছুই এই কবিতার মাধ্যমে ব্যক্ত করা হয়। কখনো স্বপ্ন কখনো বাস্তবতাকে কেন্দ্র করে কবিতা লেখা হয়। তবে স্বপ্নে বা কল্পনায় ডুবে থাকতে ভালো লাগে কিন্তু স্বপ্ন তো স্বপ্নই।আর বাস্তবতা সে তো জীবনে চরম সত্য।তবে বাস্তবতা নিয়ে লিখতে অনেক ভালো লাগে এবং বিরহের কবিতাগুলো বেশি লেখা হয়। আজকের কবিতাটি একটু ব্যতিক্রম। প্রতিটি মানুষ এক বুক স্বপ্ন দেখে আশা নিয়ে বাসা বাঁধে। সুখ ঘিরে থাকবে তার চারপাশ। প্রত্যাশা পাওয়া না পাওয়া এগুলোর মাঝে সবাই নিজেকে জড়িয়ে অনেক কিছুই আশা করে। সবাই চায় কষ্টের পরেও সুন্দর একটি সকাল। সুন্দর একটি সকালের প্রত্যাশা সবার মনে জাগে। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা একটি সুন্দর সকাল দেখে নেওয়া যাক।
স্বপ্নের মাঝে থাকে কিছু আশা,
সংগ্রাম, লড়াই করে
জিবনের মানে খুঁজে নিতে হয়,
যদি ও সুখ সোনার পাখি
তাকে ধরতে গেলে,
শতশত প্রহর গুলো
ইচ্ছা অনিচ্ছায় কেটে
ভোর হয়,
এভাবে যায় দিন যায় রাত,
রাত জাগা পাখি
সেও ফিরতে চায়,
আপন মনে সুখের নিড়ে।
পাওয়া নাপাওয়া চাহিদার
যেন শেষ নেই,
তীব্র যন্ত্রণা হতাশা
নিয়েই পথচলা
এই পথের শেষ কোথায়!
নিরবে নিভৃতে চেয়ে রইলাম
পত্যাশা গুলো নির্বাক,
কখন আসবে সেই
আলোকিত সময়,
যে সময়ে তাঁরা গুলো পাশে রবে,
জোনাকিরা আলো ছড়িয়ে
জিবনের সুন্দর একটি সকাল আহবান জানাবে।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
বাহ আপু আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।একটি সুন্দর সকাল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষ সুন্দর একটি সকাল আশা করে। মানুষের অনেক স্বপ্ন থাকে স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। তবে সুন্দর অনুভূতি এবং চমৎকার বাসা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।