রেসিপি পোস্ট ||| মজাদার লইট্টা মাছের শুটকি ভুনা ||| original recipe by @saymaakter.

in আমার বাংলা ব্লগ21 days ago

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।তবে প্রচন্ড গরম। এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।সবার শারীরিক সুস্থতা এবং মঙ্গলময় জীবনের কামনা করে শুরু করছি আজকের ব্লগ ।

Messenger_creation_C31B602A-BACA-4154-952F-415AE4D29689.jpeg


প্রতিদিনের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি পোষ্ট নিয়ে। যে কোন নিত্য নতুন রেসিপি তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি পরিবারকে সারপ্রাইজ দিয়ে তাদের আনন্দমুখর মুখ দেখতে আরো ভালো লাগে। প্রতিদিন কি আর মাছ মাংস খেতে ভালো লাগে। যদি তার পাশাপাশি ঝাল ঝাল একটু শুটকি ভুনা হয় তাহলে তো কথাই নেই। শুটকি ভুনা আমার অনেক প্রিয়। শুটকি ভুনা যদি হয় ঝাল তাহলে সেই খাবারটি খেতে অনেক ভালো লাগে। ঈদের পর থেকে অনেক কিছু রান্না ও খাওয়া দাওয়ার পর কোন কিছুই ভালো লাগছিল না। বারবার মনে হচ্ছিল একটু শুটকি ভুনা হলে ভালো হতো। সত্যি কথা বলতে কি সব সময় মাছ-মাংস খেতে খেতে এগুলার প্রতি একটু অরুচিভাব হয় এর পাশাপাশি যদি আমরা অন্য কোন রেসিপি তৈরি করি তাহলে আমাদের খাওয়ার রুচিও ঠিক থাকে এবং খাবারের প্রতি অনীহা ভাবটাও কমে যায়। তাইতো দেরি না করে ঝটপট তৈরি করে ফেললাম লইট্টা মাছের শুটকি ভুনা। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহঃ-

১।লইট্টা মাছের শুটকি।
২।কাঁচামরিচ।
৩।পেঁয়াজ।
৪।রসুন।
৫।হলুদের গুঁড়ো।
৬।মরিচের গুঁড়ো।
৭।জিরা গুঁড়ো।
৮।লবণ।
৯।তৈল।

Messenger_creation_D32113AD-2EB9-4D77-AEFE-54D3409CFC95.jpegMessenger_creation_7DD6EBF9-82D9-4284-ACE6-7C4E1237FED0.jpeg
Messenger_creation_85777C2E-A2AF-4E16-8200-CCC95CD8BBEB.jpegMessenger_creation_899F3ADA-FDEC-4A5B-A1C8-EBE0D4C1D05B.jpeg
Messenger_creation_252C4980-8A86-41B9-86D6-E83F1E505D82.jpegMessenger_creation_A7FFF312-E0C7-4D6C-A4B3-C1EB0D419493.jpeg

Messenger_creation_09B5B071-325F-42DC-80B9-5FBDC4D353DC.jpeg

↩️প্রস্তত প্রণালী↪️

💠প্রথম ধাপ💠

Messenger_creation_4D275E13-778D-40A1-BD15-02F02571BAE8.jpeg

প্রথমে লইট্টা শুটকি পরিষ্কার করে নিয়েছি।

💠দ্বিতীয় ধাপ💠

Messenger_creation_8C1058BE-0C51-4929-8F23-F6052D388EEE.jpeg

এবার সেই শুটকিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি।

💠তৃতীয় ধাপ💠

Messenger_creation_083D7DEC-BBC3-4596-94C6-B3708666918F.jpeg

এবার একটি ফ্রাই পেনে পানি গরম করে সেই কেটে নেওয়ার শুটকি গুলো ভিজিয়ে রেখেছি।

💠চতুর্থ ধাপ💠

Messenger_creation_A31D527D-D810-4970-A9C4-266549B7D0CF.jpeg

পরিষ্কার পানি দিয়ে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি।

💠পঞ্চম ধাপ💠

Messenger_creation_99AAFB97-B6E5-4F3D-86BF-F40480BCB740.jpeg

কাঁচা মরিচ পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

💠ষষ্ঠ ধাপ💠

Messenger_creation_7636EF20-063B-4E94-B535-6E10BFF00B66.jpeg

পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

💠সপ্তম ধাপ💠

Messenger_creation_69985F1A-EAEF-4964-99CD-DA26A6C4AF20.jpeg

রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

💠অষ্টম ধাপ💠

Messenger_creation_BDB10B91-8376-44F9-828E-0BD45CC7C3EB.jpeg

এবার একটি কড়াইয়ে পেঁয়াজ কুঁচি মরিচ কুঁচি রসুন কুঁচি ও তৈল দিয়ে ভালো করে ভেঁজে নিয়েছি।

💠নবম ধাপ💠

Messenger_creation_B6AE0B2E-E6E5-4E67-93B2-BE3AA896B90E.jpeg

ভেজে নেওয়া পেঁয়াজ কুচিতে মসলার উপকরণ গুলো দিয়ে আবারো সুন্দর করে কষিয়ে নিয়েছি।

💠দশম ধাপ💠

Messenger_creation_A4F5325A-7897-4BD0-A08A-995E349B1A6F.jpeg

এবার সেই কষিয়ে নেওয়া মসলার ভেতরে শুটকিগুলো দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নিয়েছি হালকা আচে

💠এগারো তম ধাপ💠

Messenger_creation_22063F05-DBA7-4B65-80DB-0F7E05D0B0A9.jpeg

সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

💠বারো তম ধাপ💠

Messenger_creation_6010C395-9046-46A6-A6C2-8987025F4117.jpeg

Messenger_creation_DAE32CF3-1C17-4BF9-8646-C9B40E35D4D2.jpegMessenger_creation_CA4F8FA1-99DC-4040-AC58-01255A672F7B.jpeg

শুটকির পানি শুকিয়ে গিয়ে যখন সাইট দিয়ে তেল ভেসে উঠেছে তখনই চুলা থেকে নামিয়ে নিয়েছি।আর এভাবে হয়ে গেল "মজাদার লইট্টা মাছের শুটকি ভুনা"।এবার "মজাদার লইট্টা মাছের শুটকি ভুনা" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 21 days ago 

বাংলাদেশের লইট্টা কিন্তু এদিকেও বেসহ বিখ্যাত। অনেকেই খায়। আর বিক্রিও হয়। তবে এর শুটকি কেমন আমি জানি না। আমাদের ওদিকে শুটকির ফ্যাক্টরি হলেও আমরা খাইনি কোনদিন৷ তবে শুনেছি ভালোই হয় খেতে৷ গন্ধের কথা ভেবে আজও খাওয়া হয়ে উঠল না৷

আপনার রান্নাটা দেখতে কিন্তু বেশ মজাদার হয়েছে আপু।

 20 days ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দিদি।

 20 days ago 

এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলিয়ে থাকা যায় না। আপনি তো লোভ লাগিয়ে দিলেন মজাদার একটা রেসিপি দেখিয়ে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে বলে আমার মনে হয়। তবে আমার কিন্তু খুবই ফেভারিট। মনে তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন। দেখে খুব ভালো লাগলো রেসিপিটা।

 20 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 20 days ago 

আমার সবচেয়ে পছন্দের একটা শুটকি, দারুণ লাগে এই শুটকির সকল রেসিপি। বেশ সুন্দর রান্না করেছেন আপনি। ধন্যবাদ

 20 days ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাই।এই শুটকি ভুনা আমারও অনেক প্রিয়।অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট পড়ে অনেক আনন্দিত হলাম।

 19 days ago 

শুটকি মাছ আমারও খুবই প্রিয় তবে খুবই কম খাওয়া হয় শুটকি কারণ বাড়ির অন্য সদস্য খায় না।আপনি লোভনীয় করে লইট্টা মাছের রেসিপি করেছেন। খুবই সুস্বাদু হয়েছে রেসিপিটি দেখে বুঝতে পারছি।ধাপে ধাপে লইট্টা মাছ রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 19 days ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। লইট্টা মাছের শুঁটকি ভুনা আমার ভীষণ পছন্দ। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খাওয়ার মজাই আলাদা। তাছাড়া রেসিপির কালারটাও চমৎকার এসেছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই প্রশংসামূলক মন্তব্য করার জন্য।

 16 days ago 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের এই মজাদার লইট্টা মাছের শুটকি রেসিপি তৈরি করেছেন একইসাথে এটি দেখে তো মুখের মধ্যে পানি চলে আসলো৷ এই রেসিপি যেভাবে আপনি একের পর এক ধাপে ধাপে শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত এর ডেকোরেশন দেখে এটিকে অনেক লোভনীয় দেখা যাচ্ছে৷

 3 days ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থেকে সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.041
BTC 94243.19
ETH 1810.95
USDT 1.00
SBD 0.92