অনু কবিতা পোস্ট ||| এক গুচ্ছ অনু কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগ29 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন।পবিত্র রমজান মাসের দিনগুলো চলে যাচ্ছে আর ঈদের আনন্দের বার্তা নিয়ে আসছে।

crescent-moon-289382_1280.jpg
source

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই ঈদে আমরা বিভিন্ন জায়গায় অনেকেই অবস্থান করে নিজের গ্রামের বাড়িতে ঈদ করার জন্য ছুটে চলে যাচ্ছি। আপন মানুষগুলোর সাথে একসাথে ঈদ করার জন্য। শিকড়ের টানে গ্রামের বাড়িতে গিয়ে এই ঈদ সবার আনন্দমুখর হোক।নিজের আপন জনের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। তাইতো দূর দূরান্ত থেকে সবাই ছুটে যায় পরিবারের সাথে ঈদ করার জন্য। এটা যে কত আনন্দের বিষয়। একটি দিন দুইটি দিনের জন্য অনেকেই যায় শুধুমাত্র পরিবারের সাথে ঈদ করার জন্যই। কত কষ্ট করে যেতে হয় শুধু যারা এই ঈদের আগের দিন জার্নি করে তারাই বুঝতে পারে। যারা ঈদের আগে এই জার্নিরপথে বাড়ি যাচ্ছে দোয়া করি তাদের যাত্রা পথ শুভ হোক। এবং সবাই নিরাপত্তার সাথে যেন বাসায় পৌঁছতে পারে এই দোয়া ও করছি।ঈদের আনন্দ প্রত্যেকটি পরিবারের মনে খুশির বন্যা বয়ে যাক। সবাই যেন আনন্দের সাথে একে অপরের সাথে মিলেমিশে ঈদ করতে পারে এই কামনাই করছি। ঈদকে কেন্দ্র করে আমার স্বরচিত কিছু অনু কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।সত্যিই ঈদ আসলে মনে হয় আনন্দের কোন সীমা থাকে না। ছোট বড় ধনী গরিব সবাই ঈদের আনন্দে মেতে থাকি। আমরা সবাই একই রক্তে গড়া মানুষ তাইতো ধর্ম ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মনে বয়ে যাক। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত অনু কবিতা দেখে নেওয়া যাক।

এক গুচ্ছ অনু কবিতা

সায়মা আক্তার

অনু কবিতা-০১

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ
ঈদের খুশি বয়ে যাক প্রতিটি হৃদয়ে,
ভালোবাসায় ভরে থাক সবার জীবনে
আমি তুমি ভাই বোন
মিলেমিশে থাকি সার্বক্ষণ,
ঈদের খুশি থাকে যেন আমাদের অন্তরে।

অনু কবিতা-০২

শুধু নিজেই ভালো থাকা
শুধু নিজেকে নিয়ে ভাবা
শুধু নিজের আনন্দটাই দেখা,
পরিপূর্ণ ভালো থাকা নয়।
দশের জন্য নিজেকে
গরিব দুঃখীর মাঝে সহযোগিতার
হাত বাড়িয়ে দিয়ে,
সুখ দুঃখ ভাগাভাগি
করে নেওয়ার নামই জীবন।

অনু কবিতা-০৩

দিন যায় রাত যায় আবারো দিন আসে
জানিনা কার ভাগ্যে কি আছে,
আজ রাজা কাল ফকির
হতে কতক্ষণ
সৃষ্টিকর্তারই সবকিছুই ভাগ্যের লিখন,
ন্যায়, নিতি, আদর্শ, সততা
যদি থাকে মনে
সুন্দর হবে জীবনটা।

অনু কবিতা-০৪

ঈদের আনন্দ সবার জন্য
ব্যস্ত যে যার মনে,
সবাই ছুটছে শেকড়ের টানে
মায়া মমতা ভালবাসা নিয়ে,
করবে ঈদ আপন নিবাসে
দুঃখ কষ্ট ভুলে গিয়ে,
আপন পর একত্রে হয়ে,
সবাই আনন্দ করি
ভালোবাসায় গড়ি
ঈদের অন্য ভুবন,
তুমি আমি অনেক আপন।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩খোদা হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 24 days ago 

খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর অনু কবিতা গুলো পড়ে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ সব সময়ের মতো আজকেও আপনি একেবারে অসাধারণ কিছু আনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনু কবিতাগুলো লাইনে সামজ্ঞস্যতা আপনি খুব ভালোভাবেই বজায় রেখেছেন৷

 24 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.039
BTC 94914.50
ETH 1843.54
USDT 1.00
SBD 0.88