আজ একটু ভিন্ন কিছুর চেষ্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমষ্কার,,,

আপনারা মোটামুটি সবাই দেখেছেন আমি মাঝে মধ্যে ইউকুলেলে বাজিয়ে গান গেয়ে সেটা আপনাদের সবার সাথে শেয়ার করি। অনেকে ভাবতেই পারেন আমি হয়তো বাদ্যযন্ত্রের এই ব্যাপারে বেশ পারদর্শী। কিন্তু একদম সত্যি কথা হলো আমি হাতে গোনা কয়েকটি মাত্র কডস বাজাতে পারি ইউকুলেলে তে। যে কর্ডস গুলো বাজানো কঠিন মানে বার কর্ড সেগুলো এখনো বাজাতে পারি না। আর তেমনভাবে সময় দিয়ে যে শিখব বা প্র্যাকটিস করব যে ব্যাপারগুলো পারি না, সেটার সুযোগ আর এখন হয়ে ওঠেনা খুব একটা। অল্প বিদ্যার দৌড় কতদূর সেটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই।

আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন ধরনের গানের ইন্সট্রুমেন্টাল মিউজিক বাজাতে। এটাকে অনেক সময় গানের লিড ও বলা হয়। যাই হোক আমি কিবোর্ড বা হারমোনিয়ামে মোটামুটি যেকোনো ধরনের গান বেশ ভালই বাজাতে পারি। কিন্তু গিটার বা ইউকুলেলে দিয়ে একদমই পারিনা খুব একটা। আর আমার কাছে এই ব্যাপারটা বেশ কঠিন লাগে। সত্যি বলতে যে কোন জিনিসের প্রতি যদি সঠিকভাবে সময় দেওয়া হয় তাহলে সেখান থেকে অবশ্যই একটা ভালো ফলাফল আসবেই। আমার খুব একটা শ্রম এদিকে একদমই দেওয়া হয় না বলা চলে। তবু মাঝে মধ্যে চেষ্টা করি একটু একটু করে শেখার।

আজ আপনাদের মাঝে সেরকমই একটি গানের ইন্সট্রুমেন্টাল মিউজিক শেয়ার করে নিলাম। আমার বাজানো দেখলে বুঝতেই পারবেন আনাড়ি হাতের কাজ। হিহিহিহি। মাঝে মধ্যে ভুল হয়েছে দুই এক জায়গায় হয়তো। অবশ্যই সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই গানটা আমার মনে হয় এমন কেউ নেই শোনেননি। আমার বিশ্বাস প্রথম ১০ বা ১৫ সেকেন্ড সোনার সাথে সাথেই বুঝে যাবেন যে আসলে আমি কি বাজানোর চেষ্টা করেছি।

আজ এই পর্যন্তই রাখছি। বেশ গরম পরে গিয়েছে। আবার রোজার মাস চলছে। তাই সকলে পানি পান করবেন বেশি করে ইফতারি ও সেহেরীর সময়। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি মাঝে মাঝে এভাবে একটু বাজালে অনেক ভালো লাগে।আর এটা সত্যি বলেছেন যেকোন কিছুর পিঁছে সময় দিলে সত্যি ভালো কিছু পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় নিয়ে যে আমার লেখাটা পড়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন এই ভাইয়ের জন্য।

 2 years ago 

বাহ সুন্দর বাজিয়েছিস তো, এগিয়ে যা বহুদূর ভাই। শুভেচ্ছা রইল তোর জন্য। 😍😊❤️🙏

 2 years ago 

মাঝে মধ্যে ধুম করে উড়ে আসা এই ভালোবাসাগুলো বুকটা একদম হালকা করে দিয়ে যায় ভাই। আপনার মন্তব্য ঠিক তেমনই আমার কাছে। ভালোবাসা রইলো ভাই ❤️। আর সেদিন ফেইসবুকে আপনার একতারা বাজিয়ে গাওয়া গান টা আমিও একদিন চেষ্টা করব ভাবছি। 😊🙏 দোয়া করবেন ভাই।

 2 years ago 

দাদা আপনি চমৎকার একটি গানের ইন্সট্রুমেন্টাল মিউজিক শেয়ার করেছেন। খুব ভালো লাগলো মিউজিক শুনে। গানটি আমার খুব প্রিয়। এখন ও মাঝে মাঝে গানটি শুনি। আমাদের সাথে শেয়ার করেছেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

আসলে এই গানটা এমন একটা সৃষ্টি যে আমার মনে হয় যুগ যুগ ধরে এমনই জনপ্রিয়তা ধরে রাখবে। অনেক ধন্যবাদ লিমন ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

ওয়াও দাদা ভাই দারুন ৷ আমি তো মন দিয়ে তিনবার শুনলাম কিযে সুন্দর মধুর সুর ৷ খারাপ হয় নি চমৎকার লাগছিল ৷ শুভকামনা রইল দাদা

 2 years ago 

এটাই প্রথমবার এমন বাজালাম ভাই। এরপর আবার চেষ্টা করব একদিন। অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওরে বাবা!! আপনার মিউজিক বাজানো দেখে তো একদম ফিদা হয়ে গেলাম ভাই। এর আগে আপনার গান শুনে ফিদা হয়েছি, আর আজ নতুন করে মিউজিক শুনে। কি বলবো আমি যেন আজ বাকরুদ্ধ হয়ে গেছি। কোন ভাষাই মুখ দিয়ে বের হচ্ছে না। তাই আজ আর কিছু মন্তব্য করতে চাচ্ছি না, শুধু মনোযোগ দিয়ে আপনার বাজানো মিউজিক বারবার শুনছি।

 2 years ago 

হাহাহাহাহা,, ভাই এতটাও কিন্তু না 😅। আপনি অনেক ভালো মনের মানুষ তাই এত চমৎকার করে অনুভূতি গুলো প্রকাশ করতে পারেন সব সময়। অনেক ভালো লেগেছে আপনার কাছ থেকে এমন সাড়া পেয়ে। ভালোবাসা রইলো ভাই।

 2 years ago 

আরেহ বাহ দারুন বাজিয়েছেন তো। বেশ উপভোগ করলাম ভাই। এগিয়ে যান শুভেচ্ছা রইলো আপনার জন্য।🖤

 2 years ago 

গুণী মানুষের কাছ থেকে মন্তব্য পেলে সব সময় ভালো লাগে। 🤪😅। অনেক ধন্যবাদ ভাই। পাশে থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67