আমার লেখা কবিতা "প্রকৃতির প্রতি ভালোবাসা" (Poem of my writing "Waiting for that day")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির প্রতি ভালোবাসা
- ২৮,আগস্ট ,২০২২
- রবিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
প্রকৃতির মাঝে গেলে আসলেই মন ভালো হয়ে যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেটা উপভোগ করতে খুবই ভালো লাগে। প্রতিটি প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির সান্নিধ্যে গিয়ে তার সৌন্দর্যতা উপভোগ করে থাকে। প্রকৃতির সৌন্দর্য পৃথিবীকে সুন্দর করে তুলেছে। সে জন্যই মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি প্রকৃতির প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়। সেই সৌন্দর্যতা উপভোগ করতে খুবই ভালো লাগে। প্রকৃতির ফটোগ্রাফি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দেওয়া এবং মনের সৌন্দর্য তার অনুভূতি স্পর্শ করা সত্যিই এগুলো অনেক ভালো লাগে।
প্রকৃতির প্রতি ভালোবাসা
হাতছানি দিয়ে ডাকে ।
তাই আমি ব্যাকুল হয়ে যাই
যখন শুনি সাগরের গর্জন ,
বৃষ্টির রিমঝিম আওয়াজ ,
বাতাসের মাতাল করা শব্দ ,
ফুলের সেই মিষ্টি সুবাস
পাখির কল কাকলি
ঝড়ের উত্তাল তরঙ্গ ।
বিশাল আকাশে তারার মেলা ,
জ্যোৎস্না রাতে রূপোর থালার মত চাঁদ
নদীর নীল নীল ঢেউ ,
বৃষ্টির দিনে গাছের ফাঁকে কাকের ছানা ,
সুদূর থেকে সুদূরে ছড়ানো সবুজ অরণ্য
ভাসমান মেঘের মাতামাতি
ঘন বনের মাঝে একটি হরিণ শাবক
মাঝ নদীতে বয়ে চলা পালতোলা নৌকা ।
প্রকৃতির একাকী নিস্তব্ধতা
আমার একাকিত্বের মাঝে
তখন আমি মিশে যাই
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে
নিজেই প্রকৃতি হয়ে যাই ।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
প্রকৃতি কখনো কাউকেই নিরাশ করে না। প্রকৃতির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। নদী সাগর উতলা হাওয়া পূর্ণিমা রাত সবমিলিয়ে দারুণ। কবিতা টা অনেক সুন্দর লিখেছেন।বেশ ভালো লাগল।।
চমৎকার একটি প্রকৃতির কবিতা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন প্রকৃতিকে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে। যারা একবার প্রকৃতির মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছে তারা আর অন্য কোথাও ভালোবাসা খোঁজে নি।