আমার লেখা কবিতা "তোমায় ভালোবাসি" (Poem of my writing "Love You")||(১০% লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- তোমায় ভালোবাসি
- ১৭, নভেম্বর ,২০২১
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
তোমায় ভালোবাসি
আমার জীবনে।
আমি অসাধারণ নই
নই অনন্যা
যাকে তুমি চাও,খুঁজে ফের মনের গহীন অরণ্যে
আমি সে নই।
যার পদচারণায় পৃথিবী চেয়ে থাকে
যার কথা মনে করে তুমি কোন এক অবসর বিকেল,
ভাবনার সাগরে তলিয়ে যাও
আমি সে তো
নই সেই অনন্যা।
সেই কাগজে শত রং ছড়িয়ে দিলে তুমি
ভালোবাসার রং
সেই রং এ রাঙা হয়ে গেছি আমি।
তোমার হাজারো সৌরভে মাতান সকাল যার জন্য
যাকে তুমি চাও,
খুঁজে ফের মনের গহীন অরণ্যে।
খুঁজে পাবে সেই অনন্যাকে
যার কথা মনে করে তুমি কোন এক অবসর বিকেল,
ভাবনার সাগরে তলিয়ে যাও।
তোমার জন্যই আমি আমার মনের বিশাল আকাশ নিয়ে,
অপেক্ষায় থাকি
তোমার জন্যই আমার সাজানো পৃথিবী।
তুমি সত্যি জানতে চাও কী তার কারণ?
কারণ শুধু একটাই
আমি তোমায় ভালোবাসি।
অসাধারণ লিখেছো ভাইয়া। কবিতা তো নয় যেন ভালবাসার মধুর বাণী। অনেক সুন্দর ছিল কবিতা লেখা টি পড়েছি ভালো লেগেছে। এবং কি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
কবিতাটি পড়া ও সুগঠিত মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ❤️❤️
ওয়াও ভাই অসাধারণ হয়েছে আপনার কবিতা। আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ। এর আগেও আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য ভাই
ধন্যবাদ আপনাকে ভাই। 😍😍
🥰🥰🥰
ভাইয়া অসাধারন সুন্দর একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির ভাষা এবং ছন্দ অসাধারণ। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।