আমার লেখা কবিতা "অপূর্ণতা" (Poem of my writing "I'm perfection")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- অপূর্ণতা
- ০১, নভেম্বর ,২০২২
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
প্রতিটি মানুষের জীবনে অনেক স্মৃতিময় কাব্য গল্প লুকিয়ে আছে। প্রিয় মানুষের নিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। যেগুলো নিজের অনুভূতির মাধ্যমে নিজেকে সাড়া দেয় । সেই অনুভূতি সেই আশা সেই আকুতি মিনতি যেটা স্মৃতি বিজড়িত হয়ে অতীত হিসেবে থেকে যায় । জীবনে কিছু অপেক্ষার মানুষকে নিয়ে স্মৃতি বিজড়িত ঘটনা থাকে। যেগুলো শুধুই অতীত কখনো ফিরে পাওয়া যায় না কখনো ভুলে যাওয়া যায় না। সত্যিই সেই স্মৃতিগুলো জীবনের প্রতিটি মুহূর্তে হৃদয়কে শুধু কাঁদায়। প্রিয় মানুষ থেকে দূরে থাকলে তার প্রতি ভালোবাসা এবং অনুভূতি বারবার প্রকাশ পায়। যেই স্মৃতিগুলো বার বার ভেসে ওঠে তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত। স্মৃতিময় মুহূর্তটা বারবার মনে করিয়ে দেয় যেটা কখনো ভুলবার নয়। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।
অপূর্ণতা
শুভ্র সাদা মোমগুলো রঙ্গিন হয়ে জ্বলে উঠত!
সেগুলোও যেন আজ ছন্দ হারিয়ে জ্বলতে ভুলে গেছে।
জ্যোৎস্নাও যেন হারিয়ে গেছে,
ঐ নীল আকাশটাও ধূসর মেঘে ছেয়ে আছে।
রাতের ঝিঁঝিঁ পোকারাও আজ নীরব।
তোর শূন্যতা যেন তাদের কাছে অপ্রত্যাশিত।
তোর শূন্যতাসন্ধ্যা নামতেই হবে যে হাতের ছোঁয়া
শুভ্র সাদা মোমগুলো রঙিন হয়ে জ্বলে উঠত!
সেগুলো পূর্ণতার ছন্দ হারিয়ে জ্বলতে ভুলে গেছে।
জ্যোৎস্নাও যেন হারিয়ে গেছে,
ঐ নীল আকাশটাও আজ ধূসর মেঘে ঢেকে আছে।
রাতের ঝিঁঝিঁ পোকারা আজ নীরব।
তোর শূন্যতা তাদের কাছে অপ্রত্যাশিত।
শূন্যতায় আজ যে জোনাকিরা জ্বলতে ভুলে গেছে!
হাসতে ভুলে গেছে তোর ভাইটিও।
বল তুই আবার কবে আসবি?
তোকে পেয়ে শূণ্য বাড়িটিও আবার পূর্ণতা পাবে যে,
প্রকৃতি ফিরে পাবে তার স্বকীয়তা
ছন্দ ফিরে পাবে বাড়িটিও।
আচ্ছা তুই কবে আসবি বল?
কবে আমি তোর ঐ চাঁদের হাসি দেখবো?
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
কবিতার প্রতিটা লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা লাইনের মাঝে কেমন যেন একটা আলাদা মায়া জড়িয়ে আছে। যে কেউ আপনার লেখা কবিতাটি পড়লে একটু ইমোশনাল হয়ে যাবে। দারুন ছিল ভাইয়া চালিয়ে যান আরো ভালো করতে পারবেন।
সবসময় চেষ্টা করি ভালো কিছু লিখে আপনাদের সাথে শেয়ার করার যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে।
পূর্ণতা এবং অপূর্ণতা শব্দ দুইটা ছোট কিন্তু অনেক বড় অর্থ প্রকাশ করে থাকে। আমাদের জীবনে কোনো একজন সঠিক মানুষের আগমণ হলেই আমাদের জীবনে পূর্ণতা এসে যায়। আবার সেইরকমভাবে যদি আমাদের ছেড়ে চলে যায় তবে সবকিছুই যেন অপূর্ণ লাগে। কবিতা টা ভালো লিখেছেন ভাই।।
একদম ঠিক কথা অপূর্ণতা যেটা মানুষের জীবনের সার্থকতার বড় একটি অংশ।
অপূর্ণতা নিয়েই আমাদের জীবন। প্রত্যেকের জীবনে কোনো না কোনো দিক দিয়ে অপূর্ণতা রয়ে যায়। আসলে আমাদের জীবনে অতীতের কিছু কিছু স্মৃতি থাকে যা আমরা কখনো ভুলতে পারিনা। আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। প্রতিটি লাইন পড়ে সত্যিই খুব ভালো লাগলো ভাইয়া।
হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে কোনদিন অপূর্ণতা থেকেই যায় যেটা কখনো পূরণ হয় না।
জীবনে কিছু অপূর্ণতা না থাকলে জীবনটা সুখের হয় না ভাই।সবকিছু পেয়ে গেলে তো জীবনের মানে টাই থাকে না।যাইহোক সুন্দর লিখেছেন কবিতাটা।
হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কথা অপূর্ণতা ও জীবনকে সুখী করতে বাধ্য করে।
অপূর্ণতা নামের কবিতাটি দারুন লিখেছেন পড়ে তো অনেকটা ভালো লাগলো। তবে এটা সত্য যে কেউ যদি জীবন থেকে হারিয়ে যায় জীবনটা অনেক সময় অপূর্ণতা থেকে যায় সেগুলোই আপনি খুব চমৎকারভাবে কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আমাদের মাঝে এত চমৎকার একটি কবিতা শেয়ার।
জীবনে অনেক ভালো এবং কাছের মানুষগুলো দূরে সরে গেলে যেটা অপূর্ণতা অনুভব করতে পারা যায়।
আমার মনে হয় আপনি এত সুন্দর মা ধরে যে কবিতাটি লিখেছেন যাকে শুধু অপূর্ণতা বলা যাবে না। একে তো আমার পূর্ণতা মনে হয়।
হ্যাঁ আপনার কাছে পূর্ণতা মনে হতে পারে যেটার মধ্যে অপূর্ণতার বিষয়টি উপলব্ধি করতে পারা যায়।
আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে মনের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন। আপনার কবিতার প্রতিটি ছন্দে প্রিয়জনকে না পাওয়ার আকুতি প্রতিফলন হয়েছে। এত সুন্দর কবিতা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
হ্যাঁ খুব সুন্দর ঘটনা অপূর্ণতার অনুভূতিগুলো শেয়ার করেছি যেটা আপনার কাছে অনেক ভালো লাগলো।