আমার লেখা কবিতা "ক্ষণিকের সময়" (Poem of my writing "Waiting for that day")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ক্ষণিকের সময়
  • ১২, সেপ্টেম্বর ,২০২২
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


প্রতিটি মানুষের জীবনে অনেক স্মৃতিময় কাব্য গল্প লুকিয়ে আছে। যেটা ক্ষণিকের সময়ে সেই কাব্য স্মৃতিচারণ করে থাকে। এই অল্প স্বল্প জীবনে অনেক গল্প থাকে যেগুলো নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জীবনের গল্প এভাবে এক সময় শেষ হয়ে যাবে। সত্যিই যেটা আমাকে অবাক করে তুলেছে। প্রতিটা মানুষের ক্ষেত্রে একইরকম যত বড় মহাজন গুরুজন হোক না কেন তাকে সাময়িকভাবে বিরতি নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই ক্ষণকালের অনেক স্মৃতিময় গল্প যেগুলো পৃথিবীতে রয়ে যাবে।

book-794978__340.webp

Source

ক্ষণিকের সময়

আকাশের পানে এসেছিল মেঘ
বাতাসের ক্ষণকালে ,
সময়ের স্রোতে ঝড়ে গেছে পানি
বিনিদ্ৰ আঁখি জলে ।

ক্ষণিকের তরে ভেসেছিল রংধনু
আকাশের বুক জুড়ে ,
অরুণ আলোয় করুণ সুরে ,
মিশে গেল পরক্ষণে ।

মন বিহঙ্গ বসেছিল ডালে
আলোক ছায়ার আশে ,
হঠাৎ রোদে উড়ে গেল সে
ইচ্ছে খেয়াল স্রোতে ।

প্রবীণের বুকে বাজে নবীনের স্মৃতি
বহু বছর বাদে ।
কৈশোর কাটান স্মৃতিগুলো আজ
বারে বারে তারে টানে ।

উদাস কবি চেয়েছিল মাঠে
বক্র পথের ঢালে ,
জীবন তনয়া রেখে গেল স্মৃতি
উষ্ণ আবেশ মনে ।

উদাসচিত্ত মানবিক গুণ
আবেগের পথ ধরে ,
এঁকেছিল কবি শ্রেষ্ঠ ছবি
সহস্র মনোরঞ্জনে ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন।আসলেই জীবন নিয়ে ভাবতে বসলে মনে হয় এইনা সেদিন এটা করলাম আজ এতদিন হয়ে গেল? আপনি প্রকৃতির সাথে সেই ব্যাপার টাই তুলনা করে দেখিয়েছেন।অসাধারন হয়েছে।

 2 years ago 

হ্যাঁ জীবন নিয়ে ভাবতে বসলে আসলেই সব স্মৃতি ভেসে ওঠে যেগুলো খুব সীমিত সময়ের মধ্যেই হয়েছে।

 2 years ago 

বাহ দারুণ লিখেন তো আপনি। তবে আমি ভাই কবিতার ভাষা কম বুঝি। আমি সব সময় চেস্টা করি কবিতার মূলভাব পড়ে বুঝে নিতে কবিতার মানে। সহজ ভাষায় কবিতা হলেও আমার কেনো জানি বুঝতে খুব কষ্ট হয়।

 2 years ago 

কবিতার ভাষায় একমাত্র ভালোভাবে কবিই বুঝতে পারে সে অনুভূতিটা কিছুটা উপলব্ধি করতে পারে দর্শক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 95865.23
ETH 2807.98
SBD 0.67