কুয়াশাচ্ছন্ন সুন্দর একটি সকাল //by ripon40

in আমার বাংলা ব্লগ13 hours ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • কুয়াশা ঘেরা সুন্দর একটি সকাল
  • ২৪, ফেব্রুয়ারি ,২০২৫
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "কুয়াশা ঘেরা সুন্দর একটি সকাল " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



সকাল এবং রাতে ভালোই শীত পড়ছে। শীতের সময়ের ভিন্ন এক সৌন্দর্যে ঘেরা আমাদের এই সবুজ শ্যামল পরিবেশ। এই প্রচন্ড শীতে হয়তো অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যা এটা বেশিরভাগ মানুষের মধ্যেই রয়েছে। আমিও অনেকদিন যাবত এই ঠান্ডা জড়িত সমস্যায় ভুগছি। ডাক্তার দেখানোর পর অনেকটা কম। শীতের সময় দিনের বেলাটা দেখতে দেখতে শেষ হয়ে যায়। সেজন্য বিকেল মুহুর্তে তেমন একটি ঘোরাঘুরি করা হচ্ছে না। ঠান্ডা জনিত সমস্যা থাকার কারণে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না তেমন একটা। গতকাল সকাল ভোরে ঘুম থেকে উঠেছিলাম।

IMG_20250221_070448.jpg

IMG_20250221_070731.jpg

IMG_20250221_070735.jpg

IMG_20250221_070451.jpg

রাত বারোটায় ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে জাগ্রত হই পাঁচটায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কানে ভেসে আসে কুয়াশায় ভেজা সবুজ প্রকৃতির স্পর্শে টিনের চালের উপর ফুটে ফুটে পানি পড়া শব্দ। তখন ফজরের আযান পড়েনি আধা ঘন্টা দেরি আছে ফজরের আজান পড়া। কিছু সময় ফোন চালানোর পর আজান পড়ে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হ ই। অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে ভালই লাগছিল। কবে এরকম সকালে ঘুম থেকে উঠেছি সেটা মনে নেই। চারিদিকে এত পরিমাণ কুয়াশায় আচ্ছন্ন ছিল যে দূর থেকে ভালোভাবে কোন কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না।

IMG_20250221_070841.jpg

IMG_20250221_071228.jpg

IMG_20250221_071348.jpg

আমাদের বাসা থেকে মসজিদের দূরত্ব তিন মিনিটের পর ছয়টায় জামাত মসজিদে জামাতের আগে গিয়ে পৌঁছায়। নামাজ শেষ করে বাইরে বেরোনোর পর হালকা একটু পরিষ্কার। তবুও চারিদিকে কুয়াশা ঘেরা বিষয়টি দারুন লাগছিল। কারণ শীত প্রায় শেষের দিকে দিনের বেলা প্রচন্ড গরম সকাল এবং সন্ধ্যা মুহূর্তে শীতের আগমন ভিন্ন এক আবহাওয়ার অনুভূতি। বন্ধু হাসানকে ডেকে নিয়ে বাজারে উদ্দেশ্যে রওনা দিলাম । আমাদের বাসা থেকে বাজারের দূরত্ব এক কিলোমিটার। হেঁটে যেতে ১০ মিনিট সময় লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা সত্যিই অনেক ভালো। ভাবনাম হেঁটে হেঁটে গিয়ে ওমর দাদার চা খেয়ে আসি।

IMG_20250221_072425-01.jpeg

IMG_20250221_072509.jpg

তার চায়ের দোকানে গিয়ে দেখি মাত্রই চা বানানো শুরু করেছে। আমাদের দুজনের দুই কাপ চা অর্ডার দিলাম । খুব সুন্দর করে দুই কাপ চা বানিয়ে দিল। সকাল বেলা ফ্রেশ মাইন্ডে দুই কাপ চা দুজন মিলে খেয়ে ভাবলাম হালকা কি নাস্তা করা যায়? হাসান ভাইয়ের ছোট্ট হোটেলে গিয়ে দেখি গরম গরম খিচুড়ি রান্না হচ্ছে। রান্না শেষ হতে দশ মিনিট বাকি বললাম তাহলে আমরা কিছু সময় বসি হাসান ভাই দ্রুত খিচুড়ি রান্না করে আমাদের জন্য দুই প্লেট নিয়ে আসলো। সাথে ডিম ভাজি এবং শুকনা মরিচ ভর্তা যেটা আমার খুবই প্রিয়। খিচুড়ির সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে শুকনা মরিচের ভর্তা। অনেকদিন পর দারুন একটি সকাল উপভোগ করলাম। আশা করি আমার কাটানো মুহূর্ত আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীকুয়াশা ঘেরা সুন্দর একটি সকাল
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনকুষ্টিয়া

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 12 hours ago 

সকালবেলা ঘুম থেকে ওঠা মানে আলাদা একটা ফ্রেশ মন-মানসিকতা নিয়ে দিন শুরু করা। শীতের সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া আবার পরবর্তীতে গরম খিচুড়ির সাথে এরকম কিছু আহ মনে হয় বিশাল একটা মিস করে ফেলেছি বন্ধু। পরবর্তী প্রোগ্রামে অবশ্যই আগে থেকে আমাকে বলবা।

 10 hours ago 

শীতের সকালটা কী সুন্দরভাবে বর্ণনা করেছেন।কুয়াশায় ভরা পরিবেশ, সকালে নামাজের পরের অনুভূতি, তারপর চা ও খিচুড়ির সাথে হাসান ভাইয়ের হোটেলে সময় কাটানো সবকিছুই একদম নতুন এক অভিজ্ঞতার মতো। এমন এক সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির স্পর্শ অনুভব করা, আর বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানো সত্যিই মধুর।

 9 hours ago 

Screenshot_2025-02-24-18-43-48-155_com.android.chrome.jpg

Screenshot_2025-02-24-18-43-14-253_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-24-18-42-29-086_com.twitter.android.jpg

 8 hours ago 

সকালবেলা ঘুম থেকে উঠলে যেন আলাদা রকম স্বস্তি থাকে মনে। শীতের সকালে চা খেয়ে গরম খিচুড়ি খাওয়ার মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94096.46
ETH 2637.10
USDT 1.00
SBD 0.68