DIY-(এসো নিজে করি) ||কুমিরের চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)‌

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • কুমিরের চিত্র অংকন
  • ১১, জানুয়ারি , ২০২২
  • সোমবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি কুমিরের চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20220111_004824-01.jpeg


কুমিরের চিত্র
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • রঙিন পেন্সিল।

IMG_20220103_162640-01.jpeg



🥦ধাপ সমূহ🥦

ধাপ-১

IMG_20220111_001455-01.jpeg

  • পেন্সিল দিয়ে কুমিরের মুখের অংশ অংকন করতে শুরু করি।

ধাপ-২

IMG_20220111_001829-01.jpeg

  • কুমিরকে চোয়ালের বড় বড় দাঁত এর অংশ একে নিয়েছি।

ধাপ-৩

IMG_20220111_002038-01.jpeg

  • কুমিরের চোখের অংশ অংকন এর মাধ্যমে মুখমন্ডলের অংকন কাজ শেষ করি।

ধাপ-৪

IMG_20220111_002234-01.jpeg

  • কুমিরের পিঠে যে ডোরাকাটা থাকে সেটা অংকন করতে শুরু করি।

ধাপ-৫

IMG_20220111_002852-01.jpeg

  • কুমিরের লেজের অংশ অংকন করে নিয়েছি।

ধাপ-৬

IMG_20220111_003115-01.jpeg

  • তারপর ডোরাকাটা অংশের অংকন কাজ শেষ করি।

ধাপ-৭

IMG_20220111_003251-01.jpeg

  • কুমিরের পেটের অংশ অংকন করতে শুরু করি।

ধাপ-৮

IMG_20220111_003536-01.jpeg

  • কুমিরের সামনের পায়ের অংশ একে নিলাম।

ধাপ-৯

IMG_20220111_003823-01.jpeg

  • তারপর পিছনের পায়ের অংশ একে নিয়েছি।

ধাপ-১০

IMG_20220111_004104-01.jpeg

  • কুমিরের গায়ের বিভিন্ন অংশে যে দাগ থাকে সেটা একে নিয়েছি।

ধাপ-১১

IMG_20220111_004359-01.jpeg

  • কুমিরের গায়ের খাচকাটা অংশ অংকন করে নিলাম।

ধাপ-১২

IMG_20220111_004613-01.jpeg

  • কুমিরের পিঠের উপরে যে দাগ থাকে সেটা একে নিয়েছি।

ধাপ-১৩

IMG_20220111_004715-01.jpeg

  • কুমিরের পেন্সিল দিয়ে অংকন কাজ শেষ করি।

ধাপ-১৪

IMG_20220111_004836-01.jpeg

  • এভাবেই একটি কুমিরের চিত্র অংকন করে ফেললাম। আমার কাছে প্রথম দিকে অংকন কাজ খুবই কঠিন মনে হতো।এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে।আশাকরি আমার অংকিত চিত্র আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 
  • কুমিরের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা
 3 years ago 

আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। 😍😍

 3 years ago 

খুবই সুন্দর কুমিরের চিত্র অংকন করেছেন ভাই।কুমিরের গায়ের কাটা গুলো খুবই সুন্দর লাগছে দেখতে।চিত্র অংকন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

কুমিরের গায়ের কাটার সৌন্দর্যতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ধন্যবাদ।😍😍

দারুন আর্ট করেছেন ভাই। আসলেই খুব সুন্দর ছিলো আপনার চিত্রাঙ্কন টি। একটা কুমিরের চিত্রাঙ্কন এত সাবলীলভাবে করে ফেললেন দেখে খুবই ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনার সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ ভাই। ❤️

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার কুমিরের চিত্রাংকনটি খুবিই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে খুবই অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। 😍😍

 3 years ago 

ভাইয়া আপনার কুমিরের চিত্রটি খুবই সুন্দর হয়েছে। কুমিরটি দেখেই তো ভয় লাগছে। যেভাবে হা করে আছে মনে হচ্ছে যে এখনি কাউকে কামড় বসিয়ে দিবে। সাবধানে থেকেন ভাইয়া আপনাকে কামড় দিয়ে না দেয়। আপনি খুব চমৎকারভাবে কুমিরের চিত্রটি অঙ্কন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার কথায় খুব মজা পাইলাম আপু। এটা বাস্তব কোন কুমির না যে আপনাকে কামড়াবে। না আমাকে কামড়াবে ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটা কুমিরের চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। সত্যিই কুমির টাকে দেখেয় আমি তো খুবই ভয় পেয়ে গেলাম। পরে ভাবলাম এটা তো শুধুমাত্র অঙ্কন করা কুমির। সত্যিই আপনার অংকন দেখে মনে হচ্ছে যেন এটা সত্যি কারের একটা কুমির লেজ বাঁকা করে বসে আছে। সত্যিই অসাধারণ অঙ্কন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago (edited)

আমার অংকন এর মধ্যে কুমিরের বাস্তবিক বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ধন্যবাদ সুগঠিত মতামতের জন্য।

 3 years ago 
ভাইয়া আপনার কুমিরের চিত্রাংকন টি খুবি সুন্দর ভাবে করেছেন আপনি। আপনার কুমির আঁকার প্রচেষ্টাটি দেখে আমার বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে কুমিরের ছবি টি ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

আপনার সুগঠিত মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ। 😍

 3 years ago 

কুমিরের ছবিটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ছবিটি আঁকিয়েছেন। আপনার জন্য রইল শুভকামন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সত্যি ভাইয়া আপনার কোমরের চিত্রাংকন টা অসাধারণ দেখাচ্ছে। দেখে তো মনে হচ্ছে যেন সত্যি কারের কুমির বসে আছে। সত্যিই আপনার অংকন অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

চেষ্টা করেছি ভালো কিছু আপলোড করার ধন্যবাদ আপকা সুগঠিত মতামত ব্যক্ত করার জন্য।

 3 years ago 

কুমিরের চিত্র অংকন টি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চিত্র অংকন এর প্রতিটি ধাপের বর্ণনাগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কুমিরের চিত্রে একটু রং করলে আরো বেশি সুন্দর দেখাতো। যাহোক সুন্দর একটি চিত্র অংকন উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ সব চিত্রই রং করার প্রযোজ্য নয়। 😁

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64