আমার লেখা কবিতা "ভালোবাসার অনুভূতি" (Poem of my writing "walking the path")||(১০% লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- ভালোবাসার অনুভূতি
- ৩১,জুলাই ,২০২২
- রবিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
প্রতিটা মানুষের জীবন বাস্তবতার শামিল। জীবনের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় সেই চলার পথে পিছনের অতীত গল্প হয়ে থাকে। যেগুলো শুধুই স্মৃতি ঠিক তেমনি ছোটবেলার স্মৃতি বিজড়িত গল্প বা জীবনের ইতি যেগুলো কখনো ভুলবার নয়। জীবনের শুরু থেকে যুদ্ধের সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় । প্রতিটা মানুষের জীবনে ভালোবাসার অনেক স্মৃতি কাব্য রচিত হয় সে অনুভূতি গুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। এই জীবন যুদ্ধের পথ চলা একসময় শেষ হয়ে যাবে। পিছনে রয়ে যাবে শুধুই পথ চলা সকল স্মৃতি বিজড়িত অতীত। যেগুলো প্রতিটা মানুষের জীবনের স্মৃতি কাব্য হিসেবে রয়ে যাবে। পৃথিবীর এই সৌন্দর্য রূপ এবং জীববৈচিত্রের সব কিছুই রয়ে যাবে সত্যিই সেটা আমাকে অবাক করে দিয়েছে।
ভালোবাসার অনুভূতি
আজ আমার প্রেমের বিচ্ছুরণ মেখে নাও
তোমার সারা দেহে ।
তোমার বেতারে কি ধরা পড়ে না
আমার এ শক্তিশালী প্রণয় তরঙ্গ ?
তুমি যেন এক বৃহৎ কৃষ্ণ বিবর
যার সংকট ব্যাসার্ধে আটকা পড়েছে আমার মন ।
তোমার অসীম ঘনত্বে হারিয়ে যাই আমি ।
ফোটন কণার মত আমার এ ক্ষুদ্র অস্তিত্ব ,
হয়তো তুমি অনুভব কর না ,
কিন্তু , তবু আমি তোমাকে ভালোবাসি ।
ফিউশন বিক্রিয়ায় আমার এ ভালোবাসা
কেবল বেড়েই চলছে ।
বায়ুর ঊর্ধ্বমুখী চাপ
তাকে নিয়ে গেছে অনেক উঁচুতে
যেখানে ভ্রান্ত ইথার আজ উদভ্রান্ত হয়ে গেছে ।
হাবল বলয় ছাড়িয়ে বহুদূর চলে গেছে
আমার এ অপরিমেয় ভালোবাসা ।
আকাশ গঙ্গার ছোট্ট এই গ্রহটিতে বসে ,
তুমি কি তার উত্তাপটুকু পর্যন্ত অনুভব কর না ?
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
আপনাদের এই ক্ষুদ্রতম সাপোর্ট আমার জন্য অনেক বড় পাওয়া এভাবেই পাশে থাকবে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
অসংখ্য ধন্যবাদ ক্ষুদ্রতম সাপোর্ট দিয়ে পাশে থাকার জন্য।
আপনি অসাধারণ কবিতা লিখেছেন ভাই। আমি কবিতা যদিও পারি না তবে অন্যের কবিতা পড়তে ভালোই লাগে। আপনার কবিতার প্রতিটি লাইন অর্থপূর্ণ ছিলো। ধন্যবাদ।
আপনার কবিতা পড়তে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম সত্যিই আমিও কবিতা পড়তে খুবই পছন্দ করি।
এত কঠিন তম সুন্দর লাইনগুলো কোথায় পান😜।যাই হোক খুব সুন্দর হয়েছে কবিতাটা প্রেম নিয়ে।বেশ শক্ত শব্দ।ধন্যবাদ
শব্দগুলো সত্যিই অনেক কাছের বিজ্ঞানভিত্তিক কিছু শব্দ ইউজ করা হয়েছে।
আপনার প্রত্যেকটি লাইন আলাদা করে কিছুক্ষণ ভাবার পর এর অর্থ খুঁজে পাওয়া যায়। এই কবিতাটির মাধ্যমে আপনি আপনার প্রিয়তমার প্রতি কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। যাই হোক ভালো লাগলে আপনার এই কবিতাটি পড়ে ধন্যবাদ এটি শেয়ার করার জন্য। পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম ভাইয়া।
হ্যাঁ অনেক অর্থ বড় কথা ছিল প্রত্যেকটা লাইনের মধ্যে সত্যিই আমিও সেই আত্মবহ কথাগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি। ভালোবাসার অনুভূতি নামটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এ ধরনের সুন্দর সুন্দর কবিতা আরো দেখতে চাই আপনার কাছ থেকে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য
কবিতার নামটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম যেটার অনুভূতি সবাই বুঝতে পারে।
ভালোবাসার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ঢুকিয়ে দিয়েছেন দেখছি, যেখানে বিজ্ঞানের আবিষ্কৃত কিছু ভাষার সমন্বয় খুব সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া বিজ্ঞানের বিষয়ভিত্তিক টা ভালোবাসার অনুভূতির হৃদয় আকর্ষণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।
সেটাই দেখতে পেলাম আপনার কবিতার মধ্যে। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
আপনার প্রথম অংশের কথাগুলো আমার কাছে দারুণ লেগেছে। আপনি সত্যি বলেছেন ভাই। ঐ মূহুর্ত গুলো সারাজীবন স্মৃতি হয়ে থাকে কখনো ভোলা যায় না। আপনার কবিতা টা বেশ চমৎকার হয়েছে।যেমন সুন্দর ছন্দ কথা তেমন সুন্দর অর্থ।।
তাই নাকি দুষ্টু ছেলে প্রথম অংশের কথাগুলো ভালো লেগেছে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ও মাই গড!! আপনার কবিতার কথাগুলো যতই পড়ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। অসাধারণ হয়েছে কবিতাটি।
ভালো লেগেছে খুব কবিতাটি পড়ে 😍😍
অনেক অনেক ধন্যবাদ আমার কবিতা অনেকবার পড়েছেন ভালো লেগেছে এভাবে মন্তব্য করে পাশে থাকবেন।
ভাইয়া কি বলবো?? যা লিখেছেন তার প্রশংসা করে যেন শেষ করা যাচ্ছে না??
অনেক অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া।
লেখার মধ্যে আলাদা একটা মাধুর্য খুঁজে পাওয়া যাচ্ছে আর রোমান্টিক ফিলিংস।
উলু বাবা কি বলে প্রশংসা করে শেষ করা যাচ্ছে না ভালোলাগাই কাম্য ছিল ধন্যবাদ।